বিখ্যাত ব্যক্তিদের ব্যর্থতা ও সফলতা

in #history4 days ago (edited)

আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, যাদের জীবনের কাহিনী সংগ্রামময়। তাদের ইতিহাসের দিকে তাকালে এমন এমন কিছু বিখ্যাত ব্যক্তিদের নাম খুঁজে পাওয়া যাবে, যাদের জীবনের গল্প অনেক কঠিন। হ্যা, তাদের হয়তো জীবনের অনেক ক্ষেত্রে ব্যর্থতা মিলেছে, শুধু একবার না, বহুবার এইরকম ব্যর্থতা মিলেছে। কিন্তু তারা কিন্তু সেই বিষয়ের প্রতি হাল ছেড়ে বসে পড়িনি, যেসব বিষয়ে ব্যর্থ হয়েছে। কিন্তু বারবার ব্যর্থতার পরেও জীবনে তারা বড়ো বড়ো সফলতা অর্জন করেছে। আর এটা সম্ভব হয়েছে ধৈর্য ধরে বারবার চেষ্টা চালিয়ে যাওয়ার ফলে। আসলে আমরা অনেকেই আছি, যারা একবার কোনো কিছুতে ব্যর্থ হলে আর কিছু হবে না ভেবে হাল ছেড়ে দিয়ে বসে পড়ি। আজকে আমরা যেসব মহান ব্যক্তিদের ব্যর্থতা দেখি, তারা সেখান থেকে কিছু শিখে সাফল্য অর্জন করতে পেরেছিল।

আব্রাহাম লিংকন এর নাম তো সবাই জানেন, সে যুক্তরাষ্ট্রের ভূত পূর্ব প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু তিনি কিন্তু একবারে এই জায়গায় সফলতা অর্জন করতে পারেননি। সে নির্বাচনে বারবার হেরে যাওয়ার পরেও হাল ছাড়েনি এবং অবশেষে সে প্রেসিডেন্ট হতে পেরেছিল। তাও আবার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে বিবেচিত হয়েছিলেন। এরপর থমাস আলভা এডিসন আমাদের লাইট বাল্ব এর আবিষ্কারক। কিন্তু তিনি এই বাল্ব আবিষ্কার করতে গিয়ে যে কতবার ব্যর্থ হয়েছিলেন, তা ধারণার বাইরে। কিন্তু তারপরেও সে এই বাল্ব আবিষ্কার করেছিলেন। কিন্তু তিনি যতবার ব্যর্থ হয়েছিলেন, সেই ব্যর্থতার কারণ ততোখানি খুঁজে পেয়েছিলেন। আসলে কারণ না খুঁজে পেলে সেটার সমাধান ততক্ষণে হয় না। এইরকম আরো মহান ব্যক্তি আছেন, যাদের ব্যর্থতা ও সফলতার হাজারো গল্প আছে।