২৯ নভেম্বর: দিনের গুরুত্বপূর্ণ ঘটনা এক নজরে
প্রিয় পাঠকগণ, কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলইল্লাহ ভালো আছি।
আজ আবারো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সময়ের স্রোতে প্রতিটি দিনই রেখে যায় ইতিহাসের গভীর চিহ্ন। আসুন জেনে নিই ২৯ নভেম্বর দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, ইতিহাস, জন্ম ও মৃত্যুর তালিকা।
🗓️ আজকের তারিখ
২৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
📌 ঘটনাবলী
১৯৪৭ সালের এই দিনে জাতিসংঘ (UN) ফিলিস্তিনকে বিভক্ত করার সিদ্ধান্ত নেয় — যা পরবর্তীতে আরব-ইসরাইল সংঘাতের সূচনা ঘটায়।
১৮৩০ সালে প্রথমবারের মতো আমেরিকায় “Railway Timetable” প্রকাশিত হয়।
১৯৬৩ সালে মার্কিন প্রেসিডেন্ট Lyndon B. Johnson “Warren Commission” গঠন করেন JFK হত্যাকাণ্ড তদন্তের জন্য।
🎂 জন্ম
১৮৯৮ সালের ২৯ নভেম্বর — C.S. Lewis জন্মগ্রহণ করেন; তিনি “The Chronicles of Narnia”-এর লেখক এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় সাহিত্য ব্যক্তিত্ব।
১৯৩২ সালে — Jacques Chirac, ফরাসি রাজনীতিবিদ ও সাবেক প্রেসিডেন্ট জন্মগ্রহণ করেন।
১৯৭৬ সালে — Anna Faris, জনপ্রিয় আমেরিকান কমেডি অভিনেত্রী জন্মগ্রহণ করেন।
🕯️ মৃত্যু
১২৬৮ সালের এই দিনে — Clement IV, রোমান ক্যাথলিক চার্চের পোপ, মৃত্যুবরণ করেন।
২০০১ সালে — George Harrison, বিশ্বখ্যাত ব্যান্ড The Beatles-এর গিটারিস্ট মৃত্যুবরণ করেন।
১৯৯৩ সালে — বিখ্যাত আইরিশ লেখক এবং নোবেল বিজয়ী Samuel Beckett মৃত্যুবরণ করেন।
প্রিয় পাঠকগণ, আজকের ইতিহাসের গল্প এখানেই শেষ।
আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন ইতিহাস, নতুন স্মৃতিচারণা নিয়ে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ। 🙏
Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations, your post has been manually
upvoted by @steem-bingo trail
Thank you for joining us to play bingo.
STEEM-BINGO, a new game on Steem that rewards the player! 💰
How to join, read here
DEVELOPED BY XPILAR TEAM - @xpilar.witness