৩ ডিসেম্বর: দিনের গুরুত্বপূর্ণ ঘটনা এক নজরে
প্রিয় পাঠকগণ, কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবারো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। সময় থামে না — প্রতিটি দিনেই যা ঘটে, তা ইতিহাসে যুক্ত হয়। আসুন, দেখা যাক ৩ ডিসেম্বর দিনে ইতিহাসে কী-কি ঘটনা, কে জন্ম নিয়েছেন, কারা পেয়েছেন মৃত্যুর বিশ্রাম।
🗓️ আজকের তারিখ
৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
📌 আজকের ঘটনাবলী
১৯৮৪ সালের ৩ ডিসেম্বর — ভোপাল গ্যাস দুর্ঘটনা: ভারতের ভোপালে একটি কীটনাশক কারখানায় মিথাইল-আইসোসায়ানেট গ্যাসের গ্যাস লিক হয়ে যায়; এতে বহু মানুষের মৃত্যু হয়।
১৯৭১ সালের ৩ ডিসেম্বর — মিত্রবাহিনী গঠন; বাংলাদেশ মুক্তিযুদ্ধ–এ যুদ্ধ চলাকালে, ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের যৌথ বাহিনী গঠন করা হয়।
১৯৬৭ সালের ৩ ডিসেম্বর — প্রথম সফল মানুষ-হৃদ্য প্রতিস্থাপন (হিউম্যান হার্ট ট্রান্সপ্ল্যান্ট) হয়।
🎂 আজকের দিনে (৩ ডিসেম্বর) জন্মগ্রহণ করেছেন
Ozzy Osbourne — প্রখ্যাত ব্রিটিশ গায়ক ও রক সংগীতশিল্পী।
Julianne Moore — জনপ্রিয় আমেরিকান অভিনেত্রী।
Khudiram Bose — বাঙালি স্বাধীনতা সংগ্রামী (হিন্দুস্তান ভাগ আন্দোলন) — ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন।
🕯️ আজকের দিনে স্মরণযোগ্য মৃত্যু / ইতিহাস
১৯৫৬ সালের ৩ ডিসেম্বর — প্রখ্যাত বাঙালি কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
প্রিয় পাঠকগণ, আজকের ইতিহাসের এই ছিলা স্বল্প–চিন্তার এক ঝলক।
আল্লাহর রহমতে আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন ইতিহাস, নতুন স্মৃতিচারণা আর নতুন অন্তরঙ্গতার সঙ্গে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ। 🙏
Upvoted! Thank you for supporting witness @jswit.