A Day in Nature. প্রকৃতিতে একদিন।

in CCSyesterday

প্রিয় ভ্রমণপিপাসু স্টিমিয়ান্স, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে প্রকৃতির সাথে কাটানো কিছু মুহূর্তের গল্প শেয়ার করবো।


InShot_20251219_163503186.jpg

সেদিন অবশ্য আমরা ভ্রমণের উদ্দেশ্যে বের হইনি। আমরা আমাদের বাসার কাছেই গণস্বাস্থ্য কেন্দ্র নামের একটি কমিউনিটি ক্লিনিকে গিয়েছিলাম নবজাতকদের EPI টিকা দেয়ার জন্য। এটি ছিল আমার ছেলের ৫ম ও শেষ ডোজ। আধাঘন্টার মধ্যেই টিকা দেয়ার কাজ শেষ হয়ে যায়। আমরা ঘোরাঘুরি করার জন্য বেশ কিছু সময় পাই। ক্লিনিকটি ছিলো আমাদের জাতীয় স্মৃতিসৌধের কাছেই. তাই আমরা সিদ্ধান্ত নিলাম বাকি সময়টা আমরা সেখানে কাটাই। স্মৃতিসৌধ হল এমন একটি স্থান যেখানে স্মৃতি, ইতিহাস এবং প্রকৃতি মিশে আছে।

InShot_20251219_163617274.jpg

জায়গাটা খুবই মনোরম। বিশাল এলাকা জুড়ে অবস্থিত। খুবই দারুন ভাবে নকশা করা হয়েছে। মূল স্তম্ভ রাস্তা থেকে বেশ দূরে অবস্থিত। চারদিকে রয়েছে বিশাল খোলা মাঠ, ছোট-বড় গাছ, সাজানো ফুল গাছ, হ্রদ, মুক্ত মঞ্চসহ আরও অনেক কিছু।

InShot_20251219_164234763.jpg

এটি আমাদের বাসার কাছে হওয়ায় আমরা প্রায়ই সেখানে ঘুরতে যাই। স্মৃতিসৌধ এত বড় এলাকা জুড়ে অবস্থিত যে আপনি চাইলে একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। আমরাও সেই চেষ্টা করিনা। একেক দিন একেক প্রান্তে ঘুরি। সেদিনও তেমনই এক প্রান্তে গিয়েছিলাম যেদিকে আগে যাইনি।

InShot_20251219_164059349.jpg
...
InShot_20251219_163814949.jpg

এদিকটায় হ্রদের এক প্রান্ত এসে শেষ হয়েছে। এরপরই শুরু হয়েছে বড় বড় উদ্ভিদের সারি। বড় বড় বৃক্ষ আমার সবসমই বিশেষ পছন্দ। হ্রদের পাশে ইটের রাস্তা, কোলাহল মুক্ত; বেশ ভালোই লাগছিলো। অবশ্য, স্মৃতিসৌধ এজন্যই সবসময় ভালো লাগে। কোন প্রকার দূষণ নেই সেখানে। না বায়ু দূষণ, না শব্দ দূষণ। প্রকৃতির সাথে নিরব কিছু সময়। এর চেয়ে বেশি কি আর চাওয়া যেতে পারে প্রশান্তির জন্য?


InShot_20251219_163654385.jpg
...
InShot_20251219_163044400.jpg

দারুণ কিছু সময় সেখানে কাটিয়ে আমরা ফিরে আসি আবার ফিরে যাবো বলে। এমন একটি স্থানে কি বারবার না গিয়ে থাকা যায়? বিশেষ করে যখন আমার ছেলে এবং আমি নিজে, দুইজনই জায়গাটি বেশি পছন্দ করি। আমার পছন্দের কারন হচ্ছে নিরবতা এবং প্রকৃতি। আমার ছেলের পছন্দের কারন হচ্ছে বিশাল ঘাসে ঢাকা মাঠ, যাতে সে হাটতে পারে। তাছাড়া সেখানকার ফুল গাছের রঙ-বেরঙের ফুলও তাকে আকর্ষণ করে। আমার স্ত্রীও ঠিক একই কারনে স্থানটি ভালোবাসে। যার কারনে সেদিকে কোন কারনে যাওয়া হলে আমরা কিছুটা সময় সেখানে কাটিয়ে আসি।


InShot_20251219_163316000.jpg
...
InShot_20251219_163217665.jpg

Device Info
Device NameTecno SPARK 6
ModelKE7
LocationNational Martyrs' Monument, Bangladesh