Introducing Bangla Chef Community

in Bangla Chef4 years ago

new cover.jpg

Greetings to all on behalf of the Bangla Chef Community!

One thing you may notice is that every community in the world today is trying to present its position and present its community beautifully to the whole world, so that its community and community members can easily connect with the whole world.

But we Bengalis and the Bengali community are far behind in this regard. Because we have failed to present our position consistently and have not been able to connect ourselves with everyone in the world beautifully.


Bengali is now the spoken language of about 300 million people in the world. Apart from Bangladesh, Bengali-speaking communities are scattered in various states of India including West Bengal, Assam, Tripura, Andaman and Nicobar Islands, Meghalaya, Bihar, Orissa, Andhra Pradesh, Chhattisgarh and Delhi. In South Asia, Pakistan and Nepal also have a significant number of Bengali speakers.
source


So it is easy to understand that the position of Bengali or Bengali community is not very bad. However, it is true that many communities of Bengalis are active in the blockchain but thematically they are not in a well-integrated position. So we want to present Bengali language and Bengali food to everyone in the world. Our main goal will be Bengali food.

Then we hope our goal and purpose is clear to everyone-


First, we will promote steem blockchain in the Bengali community and try to connect everyone with blockchain and the whole world. So one of our objectives is to connect the Bengalis and keep them effective in the blockchain.

Second, we will present Bengali food beautifully, try to make the world more attracted to Bengali food by sharing our best food on blockchain. By taking advantage of the blockchain, we will be able to present Bengali food, just as we will create a better opportunity for Bengalis to receive rewards from the blockchain.


So I urge all Bengali speakers and Bengalis to join the Bengali Chef community and make our efforts a success. The collective efforts of all of us can make this initiative fruitful and successful. Let us all join hands in the effort to introduce Bengali and Bengali food to the world in a new way.

Bengalis are always known as an exceptional and struggling nation to the world for presenting their position. But now is the time to prove that we Bengalis are the best at eating a variety of traditional foods. Bengalis are always trying to prove their superiority in all fields.


Bangla Version

সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা শেফ কমিউনিটির পক্ষ হতে!

একটা বিষয় হয়তো লক্ষ্য করছেন, পৃথিবীর প্রতিটি কমিউনিটি আজ নিজের অবস্থান তুলে ধরার চেস্টা করছেন এবং নিজের কমিউনিটিকে পুরো বিশ্বের কাছে সুন্দরভাবে উপস্থাপন করছেন, যাতে পুরো বিশ্বের সাথে তার কমিউনিটি এবং কমিউনিটির সদস্যরা সহজেই সংযুক্ত হতে পারে।

কিন্তু আমরা বাঙালীরা এবং বাংলা কমিউনিটি এই ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছি। কারন আমরা নিজেদের অবস্থান সুসংগতভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি এবং বিশ্বের সকলের সাথে নিজেদের সংযুক্ত করতে পারি নাই সুন্দরভাবে।


বাংলা এখন বিশ্বের কমবেশি ৩০ কোটি মানুষের মুখের ভাষা। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, মেঘালয়, বিহার, উড়িষ্যা, অন্ধ প্রদেশ, ছত্তিশগড়, দিলি্লসহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে-ছিটিয়ে আছে বাংলাভাষী জনগোষ্ঠী। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও নেপালেও রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাভাষী।
source


সুতরাং সহজেই বুঝতে পারছেন বাঙালী কিংবা বাংলা কমিউনিটির অবস্থান খুব খারাপ না। তবে এটা সত্য যে, বাঙালীদের অনেক কমিউনিটি ব্লকচেইনে এ্যাকটিভ রয়েছে কিন্তু বিষয়ভিক্তিক ভাবে তারা সু-সংহত অবস্থানে নেই। তাই আমরা চাচ্ছি বাংলা ভাষা এবং বাংলা খাবারকে বিশ্বের সকলের নিকট সুন্দরভাবে উপস্থাপন করতে। আমাদের মূল লক্ষ্য থাকবে বাঙালী খাবার।


তাহলে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটি আশা করছি সকলের নিকট পরিস্কার হয়েগেছে-


প্রথমত, আমরা স্টিম ব্লকচেইনকে বাঙালী কমিউনিটিতে প্রমোট করবো এবং সকলকে ব্লকচেইন তথা পুরো বিশ্বের সাথে কানেক্ট করার প্রচেস্টা চালাবো। সুতরাং বাঙালীদের সংযুক্ত করা এবং ব্লকচেইনে তাদের কার্যকর রাখার অন্যতম একটি উদ্দেশ্য আমাদের।

দ্বিতীয়ত, আমরা বাঙালী খাবারসমূহ সুন্দরভাবে উপস্থাপন করবো, নিজেদের পছন্দের সেরা খাবারসমূহ ব্লকচেইনে শেয়ার করার মাধ্যমে বিশ্ববাসীকে বাঙালী খাবারসমূহের প্রতি আরো বেশী আকর্ষীত করার প্রচেস্টা চালাবো। ব্লকচেইনের সুবিধা গ্রহনের মাধ্যমে আমরা যেমন বাঙালী খাবারসমূহ উপস্থাপন কববো, ঠিক তেমনি বাঙালীদের ব্লকচেইন হতে রিওয়ার্ডস প্রাপ্তি ভালো সুযোগ তৈরী করবো।


সুতরাং আমি, সকল বাংলা ভাষাভাষী এবং বাঙালীদের আহবান জানাচ্ছি বাংলা শেফ কমিউনিটির সাথে সংযুক্ত হওয়ার এবং আমাদের এই প্রচেস্টাকে সার্থক করে তুলার। আমাদের সকলের সামষ্ঠিক প্রচেষ্টা এই উদ্যোগকে সার্থক এবং সফল করে তুলতে পারে। আসুন সকলে মিলে বাংলা এবং বাঙালী খাবারসমূহে বিশ্বের কাছে নতুনভাবে তুলে ধরার প্রচেষ্টায় সংযুক্ত হই।

বাঙালী নিজেদের অবস্থান তুলে ধরার জন্য সব সময় ব্যতিক্রম এবং বিশ্বের কাছে সংগ্রামি জাতি হিসেবে পরিচিত। কিন্তু আমরা বাঙালীরা যে নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার খাওয়ার ব্যাপারেও শ্রেষ্ঠ, সেটা প্রমান করার সুযোগ এসেছে এখন। বাঙালী সকল ক্ষেত্রে সব সময় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমানে সচেষ্ট।


Dear @steemcurator01, @steemitblog & @stephenkendal, we sincerely seek your support in this initiative of Bangla Chef Community to promote steem and banglachef.


Image by Comfreak from Pixabay


Thanks all for supporting us.
@Banglachef

chef Banner.png

Gif Promo.gif
Source - @stephenkendal

Sort:  
Loading...

Hello dear friends @banglachef good day
Welcome and many successes.
I wish the whole team the success they deserve

I am really glad to see this great community... keep growing

It is obviously a great initiative and I am thankful to you for such a wonderful initiative. There is a number of Bengali speaking people in this world and will speak and work together in the blockchain then it will be helpful for steam blockchain and the Bengali speaking people as well. I think with this community will be able to share a variation of food of Bengali culture to the world and in this way the block steem blockchain will be strengthen. Well wishes for the community and I will be with the community as it is initiated by such a wonderful people mr @hafizullah a experienced man

 4 years ago 

Thanks a lot brother for your wonderful words about me.

 4 years ago 

Great, Love this initiative. Best of luck.

 4 years ago 

What a wonderful initiative, Let's try something different togetherly.

Really a great initiative.I support your initiative.Best of luck.

 4 years ago 

Really great step .

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

We want this communiry to be formed on behalf of Bangladesh. Thank you very much brother for this initiative.