You are viewing a single comment's thread from:

RE: শুষনি শাকের পরিচিতি ও উপকারিতা।

in Incredible India2 years ago

আপনি খুব চমৎকার একটি পোস্ট নিয়ে হাজির হলেন। এই শাক আমি তবে চোখে দেখায় চিনি এর নাম যে শুশনি তাও জানিনা। আর এটি যে খাওয়া যা এর ভিতরে এতো ঔষধি গুনাগুন আছে তা আপনার পোস্টে না পরলে বুঝতে পারতাম না। এই শুষানি শাকটি খেলে বয়স্ক লোকদের বাতে ব্যথা দূর হয় হজম শক্তি বৃদ্ধি পায়। আবার বিষাক্ত কোন পোকামাক কামড় দিলে এই শুশনি পাতা বেটে দিলে তারও উপকার পাওয়া যায়। এই সব কিছু আপনার পোস্টে জানতে পারলাম এবং জেনে খুব ভালো লাগল। এই শুষানি পাতাটি যখন চিনেছি তখন একদিন রান্না করে খাওয়ার চেষ্টা করব।

থ্যাঙ্ক ইউ আপনার পোস্টটি পড়ে কিছু যদি গুনগুন জানতে পেরে খুব ভালো লাগলো ।

Sort:  
 2 years ago 

এই উদ্ভিদ আমাদের চোখের সামনে পড়ে রাস্তার ধারে জলাশয়ের পাশে জন্মাতে দেখা যায়। এরকম অযত্নে পড়ে থাকা উদ্ভিদে এত গুনাগুন থাকে যা আমরা অনেকেই জানি না। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ার পর এত সুন্দর একটা মতামতের জন্য।

 2 years ago 

তবে ঠিক বলেছেন এই শুষনি শাক আমাদের চোখে পড়ে কিন্তু এর গুনো গুন সম্পর্কে না জানা ক্ষেত্রে এগুলোকে আমরা অবহেলা করি। আরে শাকগুলো ও যত্নের জন্মায় এবং খুব বেশি পরিমাণও হয়।
থ্যাঙ্ক ইউ আপনার পোস্টটি পরে এই শাকের
গুনাগুন জেনে খুব ভালো লাগলো।