ভালো খবরের তুলনায়,খারাপ খবর লোকমুখে বেশি ছড়ায়

in Incredible India2 years ago

IMG_20221201_103259.jpg

(ফুলের সুগন্ধের মতো চেষ্টা করবেন ভালো খবর ছড়িয়ে দিতে)

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের দিনটিও নিশ্চয়ই অনেক ভালো ভাবে শুরু হয়েছে।

কালকে বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল লিখতে বসতে। তাই লেখা সম্পূর্ণ করতে পারিনি। তার জন্য আন্তরিক ভাবে।আমি দুঃখিত।আমি সবসময় চেষ্টা করি সময় মতো কাজ করার কিন্তু বিশ্বাস করুন কখনো কখনো সত্যিই সম্ভব হয়ে ওঠে না।

আপনারা সকলে আমার সাথে একমত হবেন কিনা জানিনা, তবে আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি ভালো জিনিস আপনাকে আকর্ষণ করুক বা না করুক খারাপ জিনিস কিন্তু অবশ্যই আকর্ষণ করবে।

প্রাত্যহিক জীবনেও খেয়াল করে দেখবেন, আপনি যখন শুনবেন আপনার আশেপাশে কোনো খারাপ কিছু রয়েছে, আপনার চোখ বার বার সেই দিকেই যাবে।

আপনি যতবার ভাববেন ঐদিকে তাকাবেন না, আপনার চোখ বারবার ঐদিকেই চলে যাবে। আপনি চাইলেও তখন আপনার মন থেকে ঐ জিনিসটা মুছে ফেলতে পারবেন না।

এমনকি বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই কথাটি প্রযোজ্য। আপনি বাচ্চাদের যে কাজটি করতে বারন করবেন, তাদের সেটার প্রতিই বেশি কৌতুহল কাজ করে।

আসলে ওদের মনে হয়, যে বড়োরা কোনো জিনিস বারন করা মানেই সেই জিনিসের মধ্যে নিশ্চয়ই আকর্ষণীয় কিছু আছে।

IMG_20221201_114947.jpg

এছাড়াও দেখবেন যখন বাচ্চারা ক্লাসে একসাথে এক ক্লাসে পড়াশোনা করে, তখন যে বাচ্চারা ক্লাসে ভালো পড়াশোনা করে তাদের প্রতি যত না আকর্ষণ থাকে, তার থেকেও বেশি আকর্ষণ থাকে সেই বাচ্চাদের প্রতি যারা ক্লাসের পিছনে বসে গল্প করে, টিফিন খায়, দুষ্টুমি করে।

কারন ভালো জিনিসের থেকেও ঐ খারাপ জিনিসগুলো ওদের আকর্ষণ করে বেশি।

এই বিষয়ে আরও একটি বড়ো উদাহরণ হলো খারাপ খবরের সম্প্রচার। দেখবেন আপনি শহরে থাকুন বা গ্রামে, যদি আশেপাশে কোনো ভালো কিছু ঘটে, তার খবর যতো তাড়াতাড়ি ছড়াবে, তার থেকেও অধিক তাড়াতাড়ি ছড়াবে খারাপ খবর।

তবে হ্যাঁ, শহরের তুলনায় গ্রামে এগুলো বেশি হয়ে থাকে। কারন শহরের মানুষ যে যার নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু সেই তুলনায় গ্রামের মানুষ মানুষের সাথে অনেক বেশি খোলামেলা ভাবে মেশে।

তাই শহরের তুলনায় অনেক বেশি দ্রুত সমস্ত খবর ছড়িয়ে পড়ে গ্রামে। সে খবর ভালো হোক বা মন্দ। কিন্তু হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই এটা লক্ষ্য করা যায় যে, ভালো খবরের তুলনায় খারাপ খবর বেশি দ্রুত ছড়ায়।

IMG_20221201_115111.jpg

আজকাল বেশিরভাগ মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তারা নিজের দিকে বা নিজের পরিবারের দিকে না তাকিয়ে সবসময় অন্যের দিকে অন্যের পরিবারের দিকে আঙুল তুলতে পছন্দ করে। কিন্তু তার মানে এই না যে সমস্যা তাদের পরিবারে নেই।

বরং উল্টোটাও হতে পারে, অন্যদের পরিবারের তুলনায় নিজের পরিবারেই হয়ত সমস্যা বেশি। কিন্তু আঙুল সব সময় অন্যের দিকে তুলতেই আমরা ভালোবাসি।

আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে, আমি আজকে কেন হঠাৎ এই বিষয়ে কথা বলছি। আসলে প্রতি দিনের অভিজ্ঞতা অনেক পুরনো কথা আমাদের অনেক সময় মনে করিয়ে দেয়।

আজকে তেমনি একটি অভিজ্ঞতা থেকে আমি আপনাদের এই কথাগুলো বললাম। এই বিষয়ে আপনাদের মতামত কি নিশ্চয়ই জানাবেন।

সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দিনটি অনেক শুভ হোক।

Sort:  
 2 years ago 

ঘরের খেয়ে বনের মোষ তাড়ায় এরকম এক শ্রেণীর মানুষ যুগ যুগ ধরে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

 2 years ago 

একদম সঠিক কথা বলেছেন স্যার।

Loading...
 2 years ago 

খবর ছড়ানোর একটা বদ অভ্যেস কিছু মানুষের আছে, বিশেষ করে দুই কে চার করে আর রইলো খারাপ খবর ছড়ানোর কথা সেটা মানুষ উপভোগ করে ছড়ায়, কিন্তু ভুলে যায় জীবনের চাকাটা গোল।

 2 years ago 

একদমই তাই দিদি মানুষের মধ্যে এই ভাবনা গুলো নেই বলেই তারা অন্যের জীবনের খবর গুলো ছড়াতে ভালোবাসে।

 2 years ago 

দিদি শিউলি ফুলের ছবিটা অপূর্ব লাগছে।একদম ঠিক বলেছেন খারাপ কথা নিয়ে কিছু মানুষ বেশি চর্চা করেন।আসলে আমার মনে হয় তাদের অন্য কোনো কাজ থাকেনা,তাই তারা এই কাজ টা খুব ভালো করে ।

 2 years ago 

ধন্যবাদ আমার লেখার সাথে সহমত পোষন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71067.77
ETH 3831.03
USDT 1.00
SBD 3.44