বছর শেষের পিকনিকের আনন্দ, সাথে নতুন বছর আসার আনন্দ
source
প্রিয়,
পাঠকগণ,
কেমন আছেন আপনারা সকলে?
আশাকরি প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের দিনটা নিশ্চয়ই খুব ভালো কেটেছে।
দেখতে দেখতে আমরা বছরের শেষ দিনে পৌঁছে গেলাম। আজকের রাত পোহালেই নতুন বছরের সূচনা হবে।
তাই প্রার্থনা করি পুরোনো বছরের যতো খারাপ, যতো অপূর্ণতা সব পিছনে ফেলে নতুন কিছু পাওনা হোক আমাদের। সকলের জীবনে তৈরি হোক ভালোলাগার অসংখ্য মুহূর্ত।
বছরের শেষ দিনে চারিদিকে শুধু আনন্দের শোরগোল শুরু হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত সকলে। পাড়ায় পাড়ায় পিকনিকের আয়োজন চলছে। মাইকের আওয়াজ শোনা যাচ্ছে সকাল থেকেই।
পুরোনো বছরের শেষ ও নতুন বছরের শুরুর মুহূর্ত উপভোগ করার জন্য পিকনিক একটি ভালো উদ্যোগ। যেখানে সব বন্ধুরা/আত্মীয় পরিজনেরা মিলে আনন্দ করার জন্য একত্রিত হই, খাওয়া দাওয়া করি।
আমি অবশ্য বেশকিছু বছর কোথাও পিকনিক করিনি। না আসলে কখনো কখনো ইচ্ছা হলেও সময় হয়নি, আবার কখনো সময় হলে ইচ্ছা হয়নি যাওয়ার।
তবে হ্যাঁ ছেলেবেলার পিকনিকের মজা অনেক আলাদা ছিলো। তখন পাড়ার বাচ্চারা মিলে বাড়ি থেকে চাল,ডিম নিয়ে গিয়ে ডিমের ঝোল আর ভাত দিয়ে পিকনিক। কিন্তু আজকাল আর তেমন পিকনিক হয় না।
আজকাল সব কিছুই জাঁকজমকপূর্ণ। পিকনিক মানেই বড় করে আয়োজন। আমার ছেলে রে স্যারের কাছে টিউশনি পড়ে, আজকে সেই স্যারের বাড়িতে পিকনিক ছিলো।
স্যারের কাছে যত ছাত্র-ছাত্রীরা টিউশনি পড়ে, তাদের সকলকে নিয়ে স্যার এই পিকনিকটির আয়োজন করেছিলেন। অনেক বাচ্চার অভিভাবকেরাও এই পিকনিকে যোগদান করেছেন।
আমার ছেলেও চেয়েছিলো আমি ওর সাথে যাই কিন্তু মাসের দিন বলে অফিসে যাওয়াটাও জরুরি ছিলো। তাই অগত্যা আমাকে অফিসে যেতে হলো।
পিকনিকটা কাল হলে হয়তো আমিও আমার ছেলের কথা রাখতে পারতাম। আমার পরিস্থিতি আমার ছেলে খুব ভালো বোঝে,আমার কাছে এটা অনেক বড়ো পাওনা জানেন।তাই আমি ওকে বুঝিয়ে বললে ও সবটাই বোঝে।
তবে আমি খুশি ও অনেক মজা করেছে।ওর এক বন্ধুর মা পিকনিকে গিয়ে পিকনিকের ফটো শেয়ার করেছিলো, আমিও আপনাদের সাথে সেই ছবিগুলো শেয়ার করলাম।
এই রকম ছোটোবেলা ফিরে পেতে সবসময় ইচ্ছা করে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো সন্তানের মধ্যে দিয়ে নিজের ছোটবেলা উপভোগ করেন কিন্তু আমার কখনো কখনো মনে হয় আমি সেটাও করতে পারি না।
অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে অনেকক্ষন ছেলের সাথে গল্প করলাম। অনেক উচ্ছ্বাস নিয়ে ও সারাদিন পিকনিকে কি করল, কি খেলো সব কিছুর গল্প শোনালো। সারাদিন বেশ মজা করছে শুনে আমারও ভালো লাগলো।
এইভাবেই যেন নতুন বছরেও ওর জীবনে আনন্দ বিরাজ করে। শুধু ওর জীবনে কেন, আপনার, আমার আমাদের প্রত্যেকের জীবনে নতুন বছর অনেক আনন্দ, অনেক খুশি নিয়ে আসুক সেই প্রার্থনা করি।
সকলে নতুন বছর খুব ভালো ভাবে শুরু করুন।আর সারা বছর ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা রইলো। শুভ রাত্রি।