"ভালো সময়ের অপেক্ষায়,খারাপ সময়ের সাথে লড়তে হয়"
প্রিয়
পাঠকগন
এই প্রচন্ড শীতে কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সকলের ভালো আছেন।বেশ অনেকদিন হয়ে গেল আপনাদের সাথে আমি কোন পোস্ট শেয়ার করতে পারিনি।
আমার আগের লেখা পোস্টে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে, কিছু ব্যক্তিগত কারণে আমি একটু সমস্যার মধ্যে আছি। আর সেই কারণেই আমি আমার কোন পোস্ট যেমন শেয়ার করতে পারিনি, ঠিক তেমনি আপনাদের কোন পোস্টে নিজের মন্তব্যও প্রকাশ করতে পারিনি।
সেই কারনে আন্তরিকভাবে আমি ভীষণ দুঃখিত। আসলে জীবনে এমন কিছু কিছু সময় আসে যখন আমরা চাইলেও আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারি না।
পারিবারিক কিছু পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে নিজের ইচ্ছের বিরুদ্ধে কিছু সিদ্ধান্ত নিতে। জীবনের লড়াইটা আসলে অনেক আগে থেকে একাই লড়ছি। পুরোপুরি একা বললে ভুল হবে। অবশ্যই কিছু মানুষ সর্বদাই আমার পাশে থেকেছে বিশেষ করে আমার বাবা মা এবং আমার ছেলে। তাই বলতে পারেন একপ্রকার এই তিনজনই আমার পৃথিবী।
কিন্তু যখন আপনার নিজের পৃথিবী কোন কারনে ভাঙতে বসবে, তখন আপনি আপনার সবটুকু চেষ্টা দিয়ে নিজের পৃথিবীকে আগলে রাখতে চাইবেন।
আমিও ঠিক তেমন চেষ্টাই করছি। হঠাৎ আশা একটা এলোমেলো ঝরে জীবনের অনেক কিছু ওলট পালট হয়ে গেছে ঠিকই, কিন্তু সবটা ঠিক করার আপ্রাণ চেষ্টা আমি করে চলেছি।
কি বলুন তো চেষ্টা করাটা আমাদের হাতে কিন্তু ফলাফলটা সব সময় আমাদের হাতে থাকে না।তাই চেষ্টা করতে কোন দোষ নেই। আজ অনেকদিন বাদে একটু সময় পেলাম তাই ভাবলাম আপনাদের সাথে নিজের মনের কথা শেয়ার করি।
বেশ কিছুদিন ধরেই নিজের মন মানসিকতা অনেক খারাপ।নিজেই নিজের সাথে লড়াই করে চলেছি সর্বক্ষণ। এর মাঝখানেই যখন কোন প্রিয় মানুষের মৃত্যু সংবাদ শুনতে পেলাম, তখন একবার হলেও নিজের মনে ভাবলাম এই লড়াই গুলো কি ত্যাগ করা উচিত?
কারণ জীবন কখন থেমে যাবে তার কোন নিশ্চয়তা নেই তাই শুধু শুধু লড়াই করে নিজের জীবনের সমস্যা বাড়ানোর বোধহয় কোন দরকার নেই।
কিন্তু সমস্যা অন্য জায়গায় আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের সাথে আপনি ঝামেলায় জড়াতে না চাইলেও, তারা কিন্তু গায়ে পড়ে এসে ঝামেলা করতে ভালোবাসে।
আমাকে যারা চেনেন তারা জানেন আমি একটু চুপচাপ স্বভাবেই কিন্তু এটাও সত্যি কেউ যদি অন্যায় ভাবে আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে,সে ক্ষেত্রে আমি সবার আগে নিজেই নিজের হয়ে প্রতিবাদ করি।
সেটা ব্যক্তিগত জীবন হোক বা কর্মজীবন। নিজের ভুল থাকলে ক্ষমা চাইতে যেমন আমি দুবার ভাবি না,ঠিক তেমনি নিজে ভুল না করে ভুল স্বীকার করতে আমার হাজার বার আপত্তি আছে।
অথবা বলতে পারেন এক কথায় আমি স্বীকার করি না। তার পরিণাম যাই হোক না কেন আমি সেটা সহ্য করতে রাজি আছি। কিন্তু অন্যায় ভাবে নিজেকে দোষী সাব্যস্ত করতে দিতে আমি রাজি নই।
মৃত্যু জীবনের সবথেকে বড় সত্যি একথা আমরা সকলেই জানি। কিন্তু তাই বলে মৃত্যু আসার আগে পর্যন্ত বাঁচার লড়াইটা কিন্তু আমরা কেউই ছাড়ি না। তাই সে দিক থেকে বলতে পারেন ভালোভাবে বাঁচার জন্য ব্যক্তিগত জীবনের এই লড়াইটা আমি লড়ছি।
সৎপথে লড়াই করে যদি আমি হেরেও যাই তবুও নিজের বিবেকের কাছে আমি পরিষ্কার থাকবো। যে জেতার জন্য আমি কোন ভুল পথ বেছে নেইনি। কিন্তু যে বা যারা অসৎ পথে থেকে জিতে যাবে, জীবনের কোন ক্ষেত্রে তারা হারবে, সেটা তারা নিজেরাও হয়তো বুঝতে পারবে না।
যদিও অন্যের কর্মের দায় আমার নয় তাই আমি সব সময় চেষ্টা করি নিজের কর্ম সঠিক রাখার। বাকিটা আমি সবসময় ঈশ্বরের উপর ছেড়ে দিই।
কারন আমি দেখেছি ঈশ্বর যা করে তা, সেই মুহূর্তে আমাদের খারাপ লাগলেও পরবর্তীতে আমরা এটা বুঝতে পারি,তিনি যেটা করেন সেটা আমাদের মঙ্গলের জন্যই করেন।
এই বিষয়ে আপনাদের কি মত, জানাতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রাত্রি
আসলে আপনি ঠিকই বলেছেন সৎ পথে হেরে গেলে আমরা আমাদের বিবেকের কাছে ঠিকই পরিষ্কার থাকবো, কিন্তু আমাদের আশেপাশে অনেক অসৎ লোক আছে যারা অসৎ কাজ করেও জিতে যায়। কিন্তু তারা জানে না জীবনে একটা না একটা ক্ষেত্রে তারা হেরে যাবে, যখন ওরা হেরে যায় তখন ওরা বুঝতে পারে যে আমি এমন অসৎ কাজের জন্য এবার হেরে গিয়েছি।
আসলে আমাদের সমাজে সৎ অসৎ লোক দুই ধরনেরই লোক আছে।
যাই হোক আপনার পোস্টটা পড়ে অনেক কিছু শিখতে পারলাম এবং জানতেও পারলাম নিজের জীবনকে নিজে নিজেই যুদ্ধ করে এগিয়ে যান, এই যুদ্ধের সময় কেউ পাশে থাকতে চায় না আপন মানুষ ছাড়া।
আমি ছোট হলেও কিছু খারাপ সময় আমি আমার জীবন যুদ্ধে আমি নিজেই লড়েছি।
ভালো থাকবেন।❤️