You are viewing a single comment's thread from:
RE: My Nomination for the Steemit Awards 2022.
খুব সুন্দর ভাবে আপনি সবটা লিখেছেন দিদি। সত্যি @nainaztengra ম্যাম অনেক ভালো লেখেন। তিনি বিভিন্ন বিষয়ে অনেক ভালো লেখা আমাদের সাথে শেয়ার করেন। শুধু তাই নয় আমাদের মতো নতুন যারা আমাদের কমিউনিটিতে যোগ দেয় তাদের তিনি ডেলিগেশন দিয়েও সাহায্য করেন।
@rme র বিষয়ে আমি সুনীতা দিদির কাছ থেকে অনেক কথা শুনেছি। তিনি আমাদের মতো অন্যান্য অনেক কমিউনিটিতে সাহায্য করেন, পাশাপাশি নিজের কমিউনিটিকেও খুব সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ভালো কাজের মধ্যে দিয়ে।
আর আমাদের Incredible India Community র সকলে সত্যিই সততার সাথে, নিষ্ঠার সাথে কাজ করে। এই কমিউনিটির সকলে সকলকে যথাসাধ্য সাহায্য করে, যাতে সকলে মিলে একসাথে কাজ করে কমিউনিটিকে একটি ভালো জায়গায় পৌঁছে দিতে পারি।
আপনাকেও অনেক ধন্যবাদ আপনার উপস্থিতি এবং সুন্দর মন্তব্যের জন্য।
Thank you very much for your kind words @baishakhi88. When I joined some people helped me a lot and that is why I am still here and achieved whatever I have. Now it is my duty and responsibility to do the same for others.