মালয়েশিয়া বাস স্ট্যান্ড থেকে কিছু ফটোগ্রাফি ধারণ করা।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন,, বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে মালয়েশিয়ার বাস স্ট্যান্ড থেকে ধারণ করা কিছু ছবি শেয়ার করব,, এবং বাস স্ট্যান্ডে থাকার কিছু মুহূর্ত যেখানে আমি অনেক কিছু উপভোগ করেছি এবং অনেক কিছু শিখেছি,, মালয়েশিয়া প্রত্যেকটি ধাপে যে কোনো একটি নিয়মের মধ্যে চলতে হয়,, এবং এদেশে বাস স্ট্যান্ড গুলো অনেক উন্নত তার পাশা পাশি বাস গুলো অনেক ভি আই পি।
যেখানে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশের কথা যদি বলি বাসের মধ্যে চলা ফেরা করতে অনেক কষ্ট হয়,, রাস্তার কথা তো বাদ দিলাম গাড়ির মধ্য দাঁড়িয়ে মানুষ জন চলাফেরা করে, বাংলাদেশে দরজা-জানলা সব কিছু খোলা থাকে এবং যে কোনো জায়গায় গাড়ি রেখে মানুষ ওঠা নামা করে।
কিন্তু মালয়েশিয়াতে এই নিয়ম গুলো নাই গাড়ির মধ্যে থেকে মানুষ নামতে হলে বাস স্ট্যান্ড আছে ছোট ছোট সেখানে গিয়ে নামতে হবে। এবং সেখানে দাঁড়িয়ে গাড়ির মধ্যে প্রবেশ করতে হবে মন চাইলে যে কোন জায়গা থেকে গাড়ির মধ্য প্রবেশ করা যাবে না।
যাই হোক এখান থেকে বেশ কিছু দিন আগে আমরা তিন ভাই গিয়ে ছিলাম আমাদের একটি বোনের ছেলের কাছে তখন এই ছবি গুলো ধারণ করা হয়েছিল তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে সেই ছবি গুলো শেয়ার করা যায় আসলে এই বাস স্ট্যান্ডটি অন্য জেলার মধ্যে পড়ে এবং আমরা অন্য জেলার ভেতরে আছি।
এই বাস স্ট্যান্ডের মধ্য ঘুরেফিরে শেষ করতে আমার মনে হয় এক দিন সময় লাগবে তাও শেষ হবে কি না সঠিক বলতে পারছি না এবং ঠিক এয়ারপোর্ট এর মতো করে টিকেট কাটতে হয় আমরা যেমন বাংলাদেশ থেকে এয়ারপোর্টের মধ্যে টিকিট কাটি বা এয়ারপোর্ট এর মধ্যে যে সকল নিয়ম গুলো আছে এখানেও সেই নিয়ম গুলো আছে।
এই বাস স্টান্টটি মোট আট তলা তার ওপরে ভালো ভালো শপিং মল রেস্টুরেন্ট গাড়ি পার্কিং এবং আরও অনেক ধরনের জিনিস এখানে আছে এবং এখানে লিফট আছে এক তলা থেকে অন্য তলায় যাওয়ার জন্য যাই হোক আমরা যেহেতু অন্য জেলা থেকে আরেকটি জেলায় গিয়েছি তাই সেখানে গিয়ে আমাদের টিকিট কাউন্টার খোঁজার জন্য একটু সমস্যা হয়।
আমার প্রথম বাহিরে যাওয়া এবং বাস স্ট্যান্ডে যাওয়া ছিলো এটা যাওয়ার সময় অন্য একটি বাস স্ট্যান্ডের মাধ্যমে গিয়েছিলাম সেটা এতো উন্নত ছিলো না তবে সেখান থেকে আরও একটি স্ট্যান্ডে নিয়ে যায় সেটা অনেক উন্নত ছিলো বাস স্ট্যান্ড গুলো অনেক দূরে দূরে করে তৈরি করা হয়েছে।
আমরা আমার বোনের ছেলের ওখান থেকে গ্রাফে এসে নেমে ছিলাম পাঁচ তলার উপরে আসলে যখন গাড়ি থেকে নামি তখন বুঝতেই পারিনি আমরা পাঁচ তলার উপরে নেমেছি তবে সেখান থেকে জানতে পারি আমরা উপরে উঠে গিয়েছি আমাদের নিচে যেতে হবে আমরা ধীরে ধীরে নিচে যাই এবং একেবারে নিচের তলায় চলে যাই।
কিন্তু সেখানে গিয়ে টিকিট কাউন্টারে জানতে পারি আমাদের টিকিট এখান থেকে কাটলে হবে না দুই তালার ওপরে টিকিট কাটতে যেতে হবে তাই আমরা দুই তলার উপরে চলে যায় সেখানে গিয়ে আমার বড় ভাই আমাদের জন্য তিনটা টিকিট কেটে নিয়ে আসে এবং আমাদের পাসপোর্ট সেখানে শো করতে হয়।
যাওয়ার সময় ও আমরা পাসপোর্ট শো করে টিকিট কেটে ছিলাম আসলে টিকিট কাটার জন্য কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয় এবং গাড়ির মধ্যে উঠে কোন কথা বলার শব্দ বা গান বাজানো এমন ধরনের কোন শব্দ ছিলো না শুধু ড্রাইভার গাড়ি চালাচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে একজন হেলপার একজন কন্টাকটার আছে কিন্তু এখানে গাড়ির ড্রাইভার একাই গাড়ি চালিয়ে মানুষ নামিয়ে দিয়ে যাচ্ছে।
এক কথা বলতে গেলে আমাদের বাংলাদেশের তুলনায় অনেক উন্নত এবং নিয়মের মধ্য মালয়েশিয়াতে গাড়ি চালানো হয় যেটা আমার কাছে অনেক ভালো লাগে এবং এই বাস স্ট্যান্ড এর ছবি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে আমি আশা করি সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
















Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রতিটা দেশের নিয়ম কানুন একেবারেই আলাদা তবে আমাদের বাংলাদেশে নিয়ম নেই কোন নীতি নেই যে যার মত করে চলাফেরা করে তাই এতটা শৃঙ্খলাও নেই আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে এই বাস স্ট্যান্ডের মধ্যে কতটা নিয়ম নীতি অনুষ্ঠানে তারা চলাফেরা করছে আপনি লিখেছেন একদিন ঘুরে ফিরে দেখলেও এই জায়গাটা ঘুরা শেষ হবে না অসংখ্য ধন্যবাদ বাস স্ট্যান্ডে ঘুরতে যাওয়ার মুহূর্তটা আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।
একদম ঠিক কথা বলেছেন দেশের মধ্যেও চলতে হলো অবশ্যই একটি নিয়মের মধ্যে চলতে হবে । এবং এই মালয়েশিয়াতে নিয়মের বাইরে কেউ যেতে পারে না। তাইতো এই দেশ আমাদের ছাড়া অনেক বেশি এগিয়ে আছে। এবং সত্যি এই জায়গাটি দেখার মতো ছিলো এবং এটা একদিন ঘুরে শেষ হবে বলে আমার মনে হয় না ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।
একটা কথা কি জানেন তো ভাই একটা দেশের আইন যত বেশি করা থাকে এবং মানুষ সেটাকে যত বেশি গুরুত্ব দিয়ে থাকে সেই দেশটা অনেকটাই এগিয়ে থাকে আমাদের বাংলাদেশের কথা আর বলবো না তবে বাহিরের কান্ট্রি গুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে আইন যেমন করা ঠিক তেমনি তারা আমাদের কাছ থেকে অনেকটাই এগিয়ে রয়েছে আপনি যেমন মানুষের কথা বলেছেন।
আসলে দেশ যেমন ভিন্ন ভিন্ন তেমনি নিয়মও ভিন্ন ভিন্ন হয়ে থাকে।। শুনে একটু অত্যন্ত হলাম সেটা ঘুরে দেখতে জায়গা শেষ হবে না।। তার মানে জায়গাটা অনেক বড়।।
মূল বাস স্ট্যান্ড অনেক বড় ভাই সেটা সত্যি দেখে শেষ করার মতো অবস্থা না অনেক সময় লাগবে কারণ একটি বিল্ডিং আট তালা পর্যন্ত এবং তার আয়তন অনেক বড় তার পাশাপাশি সেখানে অনেক কিছু আছে দেখার মতো।