পড়ন্ত বিকালে ঘোরাফেরা করার কিছু মুহূর্ত।

in Incredible India28 days ago (edited)

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, গতকালকে চলে গিয়েছে মে মাসের ১ তারিখ, সারা বিশ্ব জুড়ে ছিলো শ্রমিক দিবস, সারা বিশ্ব জুড়ে ছিলো সরকারি ছুটি, আমাদের ও গতকালকে ছুটি ছিলো, আমি আগে ও বলেছি বেশ কিছু দিন ধরে আমাদের কাজের খুবই সমস্যা ছিলো, যার জন্য আমাদের কাল ছুটি ছিলো কিন্তু আজ থেকে আরো দুই দিন ছুটি বেশি দিয়ে দিয়েছে।

1000029227.jpg

যখন আমাদের কাজের প্রয়োজন হয় তখন কাজের সমস্যা দেখা দেয়, আমি এখন ঠিক বুঝতে পারছি কারন এখন কাজের অনেক প্রয়োজন বেশি আমার, কিছু দিন ধরে পারিবারিক ভাবে মানসিক টেনশন এ আছি কিছু টাকা পয়সা নিয়ে, তার ওপরে শুধু ছুটির পরে ছুটি যাচ্ছে টেনশনে তো আছে। যাইহোক গতকালকে সারাদিন রুমে থাকতে থাকতে নিজেকে বড়ো একা লাগছিল শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি।

তাই ভাবলাম দেরি না করে মন ভালো করার জায়গায় চলে যায় আজকে, দুপুরে খুবই দ্রুত রান্না শেষ করে নিয়ে ছিলাম খালাতো ভাই কে বললাম তিনটার সময় সব কাজ গুছিয়ে আমি একটু বাইরে চলে যাবো, কারণ এক জায়গায় বসে থাকতে থাকতে অনেক একা একা লাগে, কাজে গেলে মনটা অনেক সময় ভালো হয়ে যায় কারণ কাজের মাঠে কাজ করতে করতে এবং আরো মানুষের সাথে চলতে চলতে একটা ভালো লাগা কাজ করে।

1000029228.jpg

কিন্তু যখন রুমে আমরা বসে থাকি বা কোনো কাজ থাকে না শুধু শুয়ে বসে থাকতে থাকতে আমাদের কিন্তু বড়ো খারাপ লাগে, সারাদিন রুমে বসে থাকতে কতটা খারাপ লাগে বর্তমানে কিন্তু আমরা সবাই জানি, কারণ করোনার মধ্যে লকডাউনের সময় অনেক মানুষ ঘর থেকে বের হতে না পারার জন্য তারা কিন্তু অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, তাহলে আমরা এই অভিজ্ঞতা সবাই পেয়েছি কিন্তু ঘরে বসে থাকতে থাকতে কেমন লাগে আমাদের।

1000029229.jpg

ঠিক আমার ও অনেক খারাপ লাগছিল রুমে বসে থাকতে থাকতে, তার উপরে আজকে বসে আছি এবং কাল ও বসে থাকবো, যার জন্য ভাবলাম একটু বাহিরে গিয়ে মনটা ভালো করে আসি, দেরি না করে চলে গেলাম সেই ছোট্ট একটি পার্কে, সেখানে গিয়ে নিজে বেশ কিছু ছবি ধারণ করি ,আজকের রুম থেকে আরো যারা ছিলো তাদের কে বলে ছিলাম তারা বলল আজকে যেতে ভালো লাগছে না কালকে যাবে, কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগছিল তাই নিজে একা একা চলে গেলাম পার্কে।

1000029198.jpg

1000029196.jpg

একা একা গিয়ে বেশ কিছু সময় ঘুরা ফেরা করলাম একা একা ঘুরতে আর বেশি ভালো লাগছিল না, তাই ভাবলাম সেখানে থেকে আর লাভ হবে না, কারণ একা একা কোন জায়গায় গিয়ে আমাদের ভালো লাগেনা, যদি সাথে আরেক টি মানুষ থাকতো কথা বলার মানুষ তাহলে হয়তোবা আরো বেশি কিছুক্ষণ থাকতে পারতাম, এবং তখন অনেক বেশি ভালো লাগতো , কিন্তু যেহেতু একা গিয়েছিলাম তাই বেশি সময় ঘোরাফেরা না করে আমি সেখান থেকে চলে আসি।

বন্ধুরা সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কথা হবে আপনাদের সাথে নতুন আরেকটি বিষয় নিয়ে আজকের মতো এখানে শেষ করছি।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 28 days ago 

ছুটির দিন পেয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করলেন। অবশেষে বিরক্ত হয়ে বাহিরে একটু ঘুরতে বের হলেন। তবে ঘুরতে বের হয়ে নিজের ও অন্যান্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকারভাবেই করেছেন। এছাড়া খুব সুন্দরভাবে গুছিয়ে আপনার আবেগ আপনি প্রকাশ করার চেষ্টা করেছেন। সব মিলিয়ে লেখাটি পড়ে আমার ভালোই লেগেছে।

 26 days ago 

ছুটির দিনে আমরা সবাই বিশ্রাম নিতে চাই।কিন্তু যদি বাহিরে যাওয়ার জায়গা থাকে তাহলে সেই দিকে না গেলে মনটা আরো বেশি খারাপ হয়ে যায়, এবং বছরের পর বছর এক জায়গায় থাকতে থাকতে নিজেকে বড় ক্লান্ত মনে হয়। ছুটি বেশি হয়ে গিয়েছে তাই রুমে থাকতে থাকতে নিজেকে অনেক বেশি ক্লান্ত লাগছিল তাই একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম।

আপনার মূল্যবান সময় ব্যয় করে সুন্দর মন্তব্য উপহার দেওয়ার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

Loading...
 28 days ago 

আপনার প্রতিটা পোস্টে আপনি খুব খোলা মনে সবকিছু আমাদের সাথে শেয়ার করেন এটা দেখে খুব ভালো লাগে। হ্যা আপনার বিগত পোস্টেও দেখেছি আপনার কর্মস্থলে বেশ কিছু সমস্যা হয়েছে। আজ ছুটির দিন ছিলো তাই মন ভালো করতে পার্কে ঘুরতে গিয়েছিলেন। ঘুরতে বের হলে আমাদের মন অনেকটাই ভালো হয়ে যায়।

ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 26 days ago 

জি ভাই বর্তমান মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ সেই সাথে আমাদের বসের কাজ না পাওয়ার জন্য আমাদের ও কাজের সমস্যা হচ্ছে তাই মাঝে মাঝে ছুটি যাচ্ছে এখন এবং এই ছুটির দিনে একটু ঘুরে আসলাম এবং মনটা অনেক ভালো লাগছিল।

আপনার মূল্যবান সময় ব্যয় করে সুন্দর মন্তব্য উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

 28 days ago 

পড়ন্ত বিকেলের ঘুরাঘুরি এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ৷ মাঝে মাঝে বিকেল বেলা একটু ঘুরলে মন অনেক ভালো থাকে ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 26 days ago 

এক জায়গায় বসে থাকতে থাকতে নিজেকে অনেক বেশি ক্লান্ত লাগছিল তাই পড়ন্ত বিকালে ঘুরে আসলাম একটু বাহিরে এবং নিজের মনটা ভালো করে আসি, ঠিকই বলেছেন মাঝে মাঝে বিকেল বেলা ঘোরাঘুরি করলে মন অনেক ভালো থাকে।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য উপহার দেওয়ার জন্য।

 28 days ago 

@baizid123,

পড়ন্ত বিকালে কিছু সময় ঘোরাফেরা করার মুহূর্ত।

  • পড়ন্ত বিকেলে ঘোরাফেরা করার কিছু মূহূর্ত।
  • ভাই, আপনার শীর্ষকটা এরকম হলে কিছুটা ভালো হতো। অনুগ্রহ পূর্বক, সম্পাদনা করে দিন।
 26 days ago 

ধন্যবাদ আপনাকে ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য।

 24 days ago 

আপনার মত আমিও পড়ন্ত বিকালে ঘুরতে অনেক ভালোবাসি। তবে প্রবাস জীবনে সময়ের অভাবে তেমন ঘোরা হয় না। যখন মাঝেমধ্যে ছুটি থাকে তখন একটু ঘোরাঘুরি করা হয়। আর এই সুবাদে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পারি।

আপনি পড়ন্ত বিকালে অনেক ঘোরাঘুরি করছেন এবং সেগুলোর ছবিও আমাদের মাঝে উপস্থাপনা করেছেন মধ্য দিয়ে এই আর্টিকেলটি ভালোভাবে সাজিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.031
BTC 68643.75
ETH 3779.37
USDT 1.00
SBD 3.67