বাজারে গিয়ে ছিলাম তার কিছু সুন্দর মুহূর্ত।( শেষ পর্ব)

in Incredible Indialast month

বাজারে গিয়ে ছিলাম তার কিছু সুন্দর মুহূর্ত।( শেষ পর্ব)
আপনাদের সবাইকে স্বাগতম, গতো পর্ব বলেছিলাম মোবাইলের দোকানে গিয়ে মোবাইলের দোকানের মালিকের সাথে অনেক গল্প এবং অনেক আড্ডা করেছিলাম, তারপরে বাহিরে খিয়াল করলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে , তখন আমরা দোকান থেকে বাইরে চলে আসি, হালকা বৃষ্টি মাথায় চলে আসার কারণে দৌড়ে গিয়ে আরেকটি দোকানের ভেতরে ঢুকে পড়লাম কারণ দেখতে পেলাম আরো জোরে বৃষ্টি চলে এসেছে।

1000027982.jpg

যাইহোক কিছু সময় সেখানে বসে থাকি, বসে থাকার পরে ভাবলাম রুমে যেতে হবে বৃষ্টি যতো আসুক না কেনো, এখন বাজার শেষ করে নেয়া লাগবে না হলে ধীরে ধীরে রাত হয়ে যাবে, কপালা কে বললাম চলো বাজারটা শেষ করে নিয়ে ফেলি, তার খুব বেশি বাজার ছিলো না কিন্তু আমার কিছুটা বাজার ছিলো। দৌড়ে চলে গেলাম ঝাল পেঁয়াজ আলু রসুনের দোকানে, কিন্তু বৃষ্টির কারণে সব কিছুর ওপরে পানি পড়ে আছে তাই ভাবলাম অন্য কিছু আগে নিয়ে আসি।

সেখান থেকে গিয়ে দেখতে পেলাম সবুজ রঙের ফুল কপি এবং পটল আছে, দোকানে ছিলো একটি মেয়ে সব মিলিয়ে ৩০ টাকার বাজার হয়ে গেলো, অন্য দোকান থেকে দুই প্যাকেট তেল নিয়ে ছিলাম কিন্তু এখানে তেলের দাম একটু কম নাকি শুনে ছিলাম, মেয়েটির কাছে জিজ্ঞাসা করলাম তেল আছে কি না আসলে মালয়েশিয়ার ভাষা অনুযায়ী তেলের নাম মিয়া তাই তার কাছে জিজ্ঞাসা করলাম মিয়ে আডা সে বলল নাই।

কি আর করার তেল না থাকলে ও বাজার তো নেয়ায় লাগবে, এবার ধীরে ধীরে পেঁয়াজ আলু রসুনের দোকানে আবার চলে আসি, সেখানে এসে দেখতে পেলাম নতুন আলু আবার তারা ঢেলেছে, সেখান থেকে বেশ কিছু আলু আমি বেঁচে নিয়ে ছিলাম। তারপরে আবার খেয়াল করলাম পেঁয়াজ গুলো উপরে হালকা হালকা পানি লেগে আছে, তারপরেও সেখান থেকে যতটুকু সম্ভব পেঁয়াজ বেছে নিয়ে ছিলাম।

1000027985.jpg

1000027986.jpg

তারপরে খেয়াল করলাম আমার কপালা চলে এসেছে তার কিছু বাজার না থাকলে ও তার রুমের আমাদের একটি বড় ভাই বাজার নিয়ে আসতে বলেছে, তার বাজার অনেক আছে সে আমাকে জিজ্ঞাসা করল বাজার শেষ আমি তখন বললাম না, আমার এখনো দেরি হবে আমার এখনো মাছ নিতে হবে। সে বলল কি মাছ নেবে আমি বললাম ইলিশ মাছ নেবো এক পিস। ক্যান্টিনে ইলিশ মাছের কেজি 45 রিঙ্গিত যা বাজারে বিক্রি হয় ২৮ রিংগিত তাই এক পিস মাছ আমি সেখান থেকে নিয়ে আসি।

1000027983.jpg

1000027984.jpg

সে বলল তাড়াতাড়ি চলো তাহলে পানি যেহেতু এখন অনেক কমে গিয়েছে গাড়ি আমরা পেয়ে যাবো, আমি বললাম না আমি এখনো একটি মুরগি ভাজি নেবো, কারণ মুরগি ভাজি আমার অনেক প্রিয় একটি খাদ্য এবং বাজারে যখন যায় মুরগি ভাজি না খেয়ে আমি কখনো আসি না। তাকে বললাম কিছুটা সময় আমাকে দাও আমি মুরগি ভাজি নিয়ে আসছি। এবং গাড়ির জন্য যখন অপেক্ষা করছিলাম তখন আমি মুরগি ভাজি খাওয়া শুরু করে দিলাম।

1000027991.jpg

1000027993.jpg

তাকে বললাম মুরগি ভাজি খাওয়া অবস্থায় আমার একটি ছবি ধারণ করে দাও, সে আমার ছবি ধারণ করে দিয়েছিল ওপরে যে ছবি দেখতে পাচ্ছেন আমি মুরগি ভাজি খাচ্ছি সেই মুহূর্তে। কারণ মুরগি ভাজি গরম গরম খেতে ভালো লাগে, রুমে নিয়ে আসা পর্যন্ত আর দেরি হলো না রুমে আসতে আসতে মুরগি ভাজি ঠান্ডা হয়ে যাবে। তার কিছু সময় পরে গাড়ি চলে আসলো আমরা গাড়িতে উঠে রুমে চলে আসি।

1000027990.jpg

এভাবে বাজার করতে গিয়ে ভালো একটি সময় আমি কাটিয়ে ছিলাম এবং আমার মনটা ভালো হয়ে গিয়েছিল। যাইহোক বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আশা করব আমার বাজার করতে যাওয়ার সুন্দর মুহূর্ত আপনাদের কাছে ভালো লেগেছে।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last month 

আজ আপনি বাজারে যাওয়ার শেষ পর্ব নিয়ে হাজির হয়েছেন। এই পর্বে আপনি কিছু কাচা বাজার করার মুহুর্ত শেয়ার করেছেন। মালয়েশিয়ায় তেলের নাম মিয়া এটা জানা ছিলো না। অন্তত্য মালয়েশিয়ার একটা ভাষা তো জানতে পারলাম।

  • ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।
 last month 

জি এটি ছিল আমার শেষ পর্ব বাজার করার সুন্দর মুহূর্ত, এবং এটা জানতে পেরে ভালো লাগলো আমার পোস্টটি পরিদর্শন করে মালয়েশিয়ার ভাষা একটি আপনি জানতে পেরেছেন, এটা আমার কাছে সত্যিই অনেক আনন্দিত একটি বিষয় ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 last month 

সবজী বাজার গুলা দেখে বেশ ভালো লাগলো যদি এই রকম সুন্দর পরিবেশে আমাদের দেশে প্রত্যেক জায়গায় থাকতো তাহলে হয় তো বেশ ভালো লাগতো ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last month 

ভাই পরিবেশ বলতে বাংলাদেশে এর ছাড়া হাজার হাজার ভালো পরিবেশ আছে বলে আমার মনে হয় এবং আমি অনেক জায়গায় দেখেছি, মালয়েশিয়ার পরিবেশ সব জায়গায় অনেক ভালো এবং বাজার করতে গিয়ে ভালো লাগে, যখন একটু সময় পাই তখন বাইরে যাওয়ার চেষ্টা করি। সুন্দর মন্তব্য উপহার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন।

 last month 

আপনার বাজার করা শেষ মুহূর্ত আমাদের মাঝে খুব সুন্দর হবে শেয়ার করেছেন। আপনার বাজারের ফটোগ্রাফি গুলো দেখে মনে হল একদম আমাদের বাংলাদেশের গ্রামের বাজার মতো বাজার করেছেন।
বাজারের শেষ মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

এটা জানতে পেরে ভালো লাগলো আমার ফটোগ্রাফি গুলো দেখে মনে হয়েছে আপনার কাছে এগুলো বাংলাদেশের গ্রাম গঞ্জের বাজার এটা আমার কাছে অনেক বড় একটি আনন্দর বিষয়। সুন্দর মন্তব্য উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

 last month 

আপনার লেখা পড়ে আজকে আমার একটা নতুন মালয়েশিয়ান শব্দ শেখা হলো। তেলের নাম যে মিয়া, এটা শুধু আমিই শিখলাম না এটা আমার দুই ছেলেকেও শিখালাম।
আমার বড় ছেলে শুনে বলতেছে যে আজকেই দোকানে গিয়ে বলতে হবে মিয়া আছে?
বাজারে এখন নতুন আলু দেখে ভালো লাগলো। দেখে মনে হচ্ছে নতুন আলিগুলো ভর্তা করে খেলে খুব ভালো লাগবে।
চিকেন ফ্রাই রুমে না এনে বাইরেই খেয়ে নিয়েছিলেন এটা বুদ্ধিমানের কাজ করেছিলেন।
নাহলে বাসায় আনতে আনতে একদম ঠান্ডা হয়ে
যেত।
শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.030
BTC 68433.35
ETH 3735.63
USDT 1.00
SBD 3.66