কামরাঙ্গা খাওয়া কি ঠিক?

in Incredible India7 months ago

IMG20230111112607.jpg

আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি আজকে লিখতে অনেক দেরি হয়ে গেল সারাদিন প্রচুর ব্যস্ত থাকায় লেখার সময় হয়ে উঠে পারেনি এজন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে কামরাঙ্গা খাওয়া কি ঠিক এ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা তুলে ধরেছি সবাইকে মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।

কামরাঙ্গা আমরা প্রায় সবাই পছন্দ করে থাকি এটি কাঁচা খেতে যেরকম টক ও সুস্বাদু পাকা খেতেও সেরকমই মিষ্টি টক ও সুস্বাদু কামরাঙ্গা খেতে কার না ভালো লাগে বেশ সুস্বাদু এবং গুণমান যুক্ত একটি ফল প্রায় ঐতিহাসিক যুগ থেকেই কামরাঙ্গা একটি সুস্বাদু জনপ্রিয় ফল হিসেবে পরিচিত।

কামরাঙ্গার জনপ্রিয়তা হওয়ার কারণ হচ্ছে সাধারণ মানুষের খুব পছন্দ এবং গুণমান চাহিদা পূর্ণ এবং এর ঔষধি গুনাগুন। কামরাঙ্গা ডায়াবেটিকস নিয়ন্ত্রণে ভূমিকা আছে বলে অনেকের কাছে পরিচিত।

কিন্তু অতিমাত্রায় কামরাঙ্গা বা কামরাঙ্গ রস ডায়াবেটিসের রোগ নিরাময় হিসেবে যারা বেশি পান করেছেন এবং অনেকেই জানেনা অতিরিক্ত কামরাঙ্গা বা কামরাঙ্গার রস খাওয়ার ফলে কিডনির বিকল হয়ে যেতে পারে।

IMG20230111112609.jpg

কামরাঙ্গার বিশেষ কি কি গুন রয়েছে?

১/অক্সালিক অ্যাসিড।
২/ক্যারাম্বক্সিন।
এবং অক্সালিক অ্যাসিড, টক অবস্থায় মিষ্টি অবস্থার চেয়ে বেশি থাকে।

কামরাঙ্গা খেলে কিভাবে ক্ষতি হয়?

যাদের কিডনি সাধারণভাবে সুস্থ আছে এবং কোন সমস্যা নেই তারা কামরাঙ্গা খেলে কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে যদি অনেক বেশি পরিমাণে কামরাঙ্গা বা কামরাঙ্গার রস অনেকদিন ধরেই রোগ ব্যাধি নিরাময় হিসেবে পান করলে বা খেলে শরীরে অতিমাত্রায় অক্সালিক অ্যাসিড জমে গিয়ে অক্সালেট নেফ্রোপ্যাথি হয়ে কিডনি বিকল হতে পারে।

তাছাড়া যাদের কিডনি পূর্ব থেকেই ক্ষতি পূর্ণ রয়েছে তারা স্বল্প পরিমাণেও কামরাঙ্গা মুখে নিয়ে খাওয়ার ফলে ই কিডনি আরো বিকল হয়ে যেতে পারে এক কথায় যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য কামরাঙ্গা খাওয়া একদমই হারাম।

অন্যদিকে যাদের কিডনিতে ক্রনিক ও ফেইলিউর রয়েছে, তারা কামরাঙ্গা খেলে অজ্ঞান হয়ে যেতে পারে এ অবস্থায় মানুষের মৃত্যুর হার বেশি হয়ে যায়।

IMG20230111112613.jpg

এখন আপনারা ভাবতে পারেন তাহলে কি কামরাঙ্গা খাওয়া একদমই যাবে না ? আসলে তা না যাদের কিডনি ঠিক রয়েছে তারা কামরাঙ্গা খেতে পারেন এবং এতে কোন সমস্যা নেই।

এবং অতিমাত্রায় এবং কামরাঙ্গার রহস অধিক পরিমাণে সেবন করলে এতে সাইড ইফেক্ট রয়েছে এবং যাদের কিডনির সমস্যা রয়েছে তারা কামরাঙ্গা এবং কামরাঙ্গা রস খাওয়া থেকে একদম দূরে থাকুন এতে মৃত্যু হওয়া সম্ভব না অনেকটাই বেশি।


আজকের মত এখানে আমার লেখনি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাদের কিডনির সমস্যা রয়েছে তারা কামরাঙ্গা খাওয়া থেকে দূরে থাকবেন।

10% for beneficiary in community @meraindia account
25% to beneficiary @null account for price increase.

cc: @farhan456

Devicename
Android:Realme C53
Android version:13
Camera:50MP
Location:Bangladesh-bogura
Short by :@farhan456
◦•●◉✿ ধন্যবাদ ✿◉●•◦
Sort:  
Loading...
 7 months ago 

আজকে আপনি কামরাঙ্গা নিয়ে খুব সুন্দর হবে পোস্ট করেছেন এবং এর কিছু গুনাগুন ও ক্ষতিকর দিক আপনি তুলে ধরেছেন।। যেগুলো আমি আগে থেকে জানতাম না।।।

আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম খুবই ভালো লাগলো।।।

 7 months ago 

খুব সুন্দর একটি পোস্ট করেছেন। কামরাঙা আমারো খুব প্রিয়, তবে পাকা কামরাঙা আমার একেবারে পছন্দ না। আমার কছে কাচা কামরাঙা ভালো লাগে যেগুলো খেলে কস লাগে না। আমাদের বাড়িতে বেশ কয়েকটি কামরাঙা গাছ থাকায় আমি প্রায় সব সময় এই খেয়ে থাকি। আপনি এখানে কামরাঙা নিয়ে খুব সুন্দর একটা আর্টিকেল শেয়ার করেছেন যেখানে কামরাঙা নিয়ে খুব সুন্দর এবং প্রয়োজনীয় তথ্য রয়েছে। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন।

 7 months ago 

ছোটবেলায় অনেক কামরাঙ্গা ফল খেতাম লবন মরিচ তেল দিয়ে কিন্তু কখনও জানতাম না এর বিশেষ কি গুন ছিল ৷ আজকে আপনার পোস্ট টি পড়ে এই কামরাঙ্গা ফলের কিছু উপকারি দিক এবং ক্ষতিকারক দিক গুলো সম্পর্কে জানা হল ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 7 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন কামরাঙ্গা ফলের উপকারিতা এবং অপকারিতা, এই পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি যেটা আমি আগে জানতাম না।

কাঁচা কামরাঙ্গা খুব বেশি একটা আমার পছন্দ নয় তবে , পাকা কামরাঙ্গা পছন্দ করি। ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য হলে অনেক অনেক শুভকামনা

 7 months ago 

আপনি কামরাঙ্গা নিয়ে খুব সুন্দর একটি পোস্ট তৈরি করেছেন।এবং এর কিছু অপকারিতা ও উপকারিতা গুলো সম্পর্ক আমাদের সাথে আলোচনা করেছেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন থ্যাঙ্ক ইউ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 62799.08
ETH 3027.63
USDT 1.00
SBD 3.95