সেমাই এর রেসিপি

in Incredible India20 days ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার একটি পছন্দের রেসিপি। রেসিপিটা হয়তো আপনারা সকলেই জানেন। কিন্তু আমি যেমন ভাবে বানাই সেটা আমি শেয়ার করছি।

IMG-20240610-WA0003.jpg

আমার দুধ খেতে বেশি ভালো লাগেনা। কিন্তু দুধ দিয়ে তৈরি সমস্ত প্রকার খাবার খেতে খুব পছন্দ করি। যেমন দই, ছানা, পায়েস,সেমাই,মিষ্টি, ক্ষীর,রাবড়ি। এসব কিছু আমার খুব পছন্দের। আজকে আমি শেয়ার করতে চলেছি সেমাই এর রেসিপি।

ছোটবেলায় খুব পরিমানে সুজি আর সেমাই খেতাম। আমি এখনো খুব ভালোবাসি এগুলো খেতে। সুজি আর সেমাই করতে খুব অল্প সময় লাগে। আর এজন্য এগুলো সন্ধ্যাবেলায় দিব্যি বানিয়ে খাওয়া যায়। আমার যখন খিদে পায় মাঝেমধ্যে। বাড়িতে কিছু না পেলে এরকম বানিয়ে খেয়ে নিই। যেহেতু বাড়িতে প্রত্যেকদিন আমাদের দুধ ওয়ালা দুধ দিতে আসে। তাই টাটকা দুধটাও পেয়ে যাই।

তবে আমি বেশি পায়েস করতে ভালো পারি। আর আমার নিজেরও পায়েস খেতে বেশি ভালো লাগে। তবে সেটা চিনির পায়েস । অনেকে আবার শীতের দিনে গুড়ের পায়েস খেতে খুব পছন্দ করে।কিন্তু আমার সেটা ভালো লাগে না ।

আমাদের বাঙালির অনুষ্ঠানে পায়েস সেমাই করা হয়ে থাকে সব থেকে বেশি। তাই আমরা মোটামুটি সকলেই এই রেসিপিগুলো জেনে থাকি । কিছুদিন আগে বিকেল বেলায় খুব খিদে পাচ্ছিল। বাড়িতে যা ছিল, খেতে ইচ্ছা করছিল না। রান্নাঘরের কাবার্ড ঘাটতে ঘাটতে হঠাৎ সেমাই এর প্যাকেট পেলাম। তাই সাথে সাথে ভেবেনিলাম। এটা করেই খাই।

তবে আমি কিন্তু এর আগে কোনদিন সেমাই বানাইনি। মা আমাকে কিছু বলেও দেয়নি। একা একাই যেমন খুশি বানিয়ে ফেললাম।

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
সেমাইপরিমাণ মতো
ঘিদুই চামচ
দুধপরিমাণ মত
চিনিহাফ কাপ
কিসমিসপরিমাণ মতো
এলাচতিনটে

প্রথম ধাপ

প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে কড়াইতে দু চামচ মত ঘি দিয়ে দিয়েছি।

20240607_182526.jpg

দ্বিতীয় ধাপ

এরপর কড়াইতে সিমাই গুলো ভালো করে ভেজে নিতে হবে।

20240607_183307.jpg

তৃতীয় ধাপ

আমি প্রথমেই দুধ ভালো করে জাল দিয়ে রেখেছিলাম। এবারে ভেজে রাখার সেমাইয়ের মধ্যে গরম দুধ ঢেলে দিয়েছি। অনেকে আবার দুধ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর সেমাই দেয়। আপনারা যেভাবে খুশি করতে পারেন। আমি আমার সুবিধামতো করেছি।

20240607_183532.jpg

চতুর্থ ধাপ

এবারে সেমাই টা কিছুক্ষণ সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি।

20240607_183610.jpg

পঞ্চম ধাপ

কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর সেমাই সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম একদম লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে।

20240607_184406.jpg

ষষ্ঠ ধাপ

এবার আমি এড করে দেব পরিমাণমতো চিনি।

20240607_184543.jpg

সপ্তম ধাপ

সবশেষে অ্যাড করে দেব কিসমিস। আর এলাচ গুড়ো। কাজু বাড়িতে ছিল না বলে এড করতে পারিনি। তবে কিসমিস কাজু না দিলে আমার আবার সেমাই খেতে ভালো লাগে না।

20241201_191250.jpg

অষ্টম ধাপ

জাস্ট সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর। তৈরি হয়ে যাবে এত সুন্দর একটা খাবার।

20240607_185845.jpg

রেডি

এবার এই গরম গরম সেমাই আপনারা সকলের সাথে ভাগ করে নিন।

IMG-20240610-WA0007.jpg

IMG-20240610-WA0008.jpg

এভাবে কত সহজে তৈরি হয়ে গেল সেমাই। আমি এই প্ল্যাটফর্মে অনেকবার সেমাই এর রেসিপি দেখেছি। এবার একবার আপনারা আমার স্টাইল এ ট্রাই করুন।আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন।

Sort:  
Loading...
Loading...
 19 days ago 

সেমাই এর রেসিপি টা দারুন সুন্দর হয়েছে দিদি মনে হয় এগুলো লাচ্চা সেমাই আমরা আমাদের এখানে এই সেমাই গুলোকে লাচ্চা সেমাই বলে থাকি ৷
তাছাড়াও এই সেমাই এর সাথে অধিক দুধ দিতে হয় তারপর কিসমিস এবং কি আরো অন্যান্য উপাদান যোগ করলে সেমাই টা অনেক সুস্বাদু খাবার তৈরি হয় ৷

যাই হোক আপনার সেমাই এর রেসিপি টাও অনেক আকর্ষণীয় এবং সুস্বাদু হয়েছে তা দেখেই বুঝতে পারি ৷ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ 🤍🌼

 19 days ago 

@isha.ish বলছি কেউ মাছ, কেউ সেমাই এই যে আমাকে না দিয়ে দিনের পর দিন নিজেদের পেটে খাবারগুলো নির্দ্বিধায় চালান করছো সদলবলে, বলি পেতে সইলে হয়!

না মানে, একা থাকি রান্নার বিশেষ সময় পাই না, এরকম একজনকে যদি প্রতিদিন বিভিন্ন স্বাদের খাবার এর পদ্ধতি পড়ে ঢোক গিলে থাকতে হয়, ব্যাপারটা কতখানি গ্রহণযোগ্য!

যাক, তোমাদের পেট সুস্থ্য থাকবে, কারণ আমার নজর কারোর লাগে না, উলটে অন্যের নজরে আমার অনেক ক্ষতি হয়েছে।

বলি, আর কতদিন আড়ালে থাকবে? এবার কাজে ফিরে এসো।
ও জানিনা পিংকি বলেছে কি না, আমি কিন্তু কৃষ্ণ নগরে ভাড়া ঘর খুঁজছি, অন্ততপক্ষে একবেলা খাওয়া মানুষের ওখানে ফ্রী হোম ডেলিভারি পেতে অসুবিধা হবে না, এক্ এক্ দিন এক্ এক্ জন খাবার পাঠালেই হবে।🤔🤣