অষ্টমীর সন্ধ্যায় ঠাকুর দেখা

in Incredible India3 months ago

নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। আমিও ভগবানের আশীর্বাদে এখন বেশ সুস্থ ।শরীর খারাপ হওয়ার পর থেকে কিছুদিন বেশ নিয়ম করে চলেছি ।তাই এখন একেবারেই সুস্থ বলা যেতে পারে।

প্রত্যেকদিন গরম জলের ভেপার নেওয়া,এর সাথে আদা, গোলমরিচ, লবঙ্গ, যষ্টিমধু জল দিয়ে ফুটিয়ে একটা কাড়ার মতন ওষুধ তৈরি করে, প্রত্যেক দিন দুই বেলা খেয়েছি। তাই অনেকটাই এখন ঠিকঠাক আছি।
আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি অষ্টমীর সন্ধ্যাবেলার বাকি মুহূর্তগুলো।

20250930_205211.jpg

অসুস্থতা থেকে ফটাফট সুস্থ হয়ে উঠেছিলাম ওই দুটো ওষুধ খেয়ে ,আগের পোস্টে সে নিয়ে লিখেছি । তারপর বাবা মার সাথে ঠাকুর দেখতে যাওয়া। সেটা নিয়েও গত পোস্টে লেখা হয়েছে। এবং আমার কাছে একটা ঠাকুর দেখা যেখানে কঠিন হয়ে দাঁড়িয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো ঠাকুর দেখতে পাওয়া সত্যিই আনন্দের ব্যাপার।

20250930_203345.jpg

আগের দিন যেটা শেয়ার করেছিলাম সেই পুজোটা ছিল আমাদের বাড়ির কাছেই ঘূর্ণি তরুণ সংঘের পুজো ।আজকে বাকি মন্ডপের পূজো এবং প্রতিমার ছবি শেয়ার করছি। প্রথমেই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা আমাদের উকিলপাড়া বারোয়ারীর ছবি । জগদ্ধাত্রী পুজো বলুন অথবা বলুন দুর্গাপুজো, প্রত্যেক বার এই মন্ডপের প্রতিমা অসাধারণ হয়।

20250930_204028.jpg
ষষ্ঠী তলা

আমাদের কৃষ্ণনগরের প্রত্যেকটা প্রতিমাই আমাদের নিজস্ব শহরের শিল্পীরা খুবই নিখুঁত হাতের জাদুতে গড়ে তোলে। ঠাকুরটি আমার বাবার খুবই কাছের ছোটবেলাকার বন্ধু শিল্পী অলোক পাল এর তৈরি। অর্থাৎ অলোক কাকু ,প্রত্যেক বছর কাকু ওদের ঠাকুর বানিয়ে থাকে। যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে এই ঠাকুরটি আমার অপূর্ব লেগেছে। যেমন মায়ের মুখ ,তেমনি সাজ।

20250930_204223.jpg
কাঠুরিয়া পাড়া

এরপরে যে ঠাকুর গুলো দেখছেন, সেগুলো কোন কোন বারোয়ারী র অথবা ক্লাবের অথবা মন্ডপের ,সেটা আমি ছবির নিচে নিচে উল্লেখ করছি। কৃষ্ণনগর মাটির শহর। মৃৎ শিল্পীদের ঘাঁটি এখানে। তাই এখানকার ঠাকুরের একটা আলাদা আভিজাত্য আছে । এটা আমি এই শহরের একজন বাসিন্দা হিসাবে গর্ব করে বলতে পারি। সাথে প্রশংসা করে রাজ্যের এবং দেশের সকলে।

20250930_204836.jpg
জয়ন্তী সংঘ

আপনারা যদি জগদ্ধাত্রী পুজোয় প্রত্যেকটা বারোয়ারির জগদ্ধাত্রী প্রতিমা দেখেন ,আপনাদের একটা আলাদাই শান্তি ফিল করবেন। পুরোপুরি দুর্গাপুজো এখানে ধুমধাম করে হয় না।। তবে কিছু কিছু ক্লাব এ যেভাবে প্রতিমার মুখের আদল শিল্পীরা তৈরি করে থাকেন, তা সত্যি মন ছুঁয়ে যায়।

20250930_204858.jpg

ঠাকুর দেখতে দেখতে হঠাৎ করে একটা মণ্ডপের সাথে একটা ছোট্ট মন্দির লক্ষ্য করলাম। তার মধ্যেই দেখলাম একটা সুন্দর বিগ্রহ। এত সুন্দর বিগ্রহটিকে এত সুন্দরভাবেই সাজিয়ে রেখেছে ওরা। হলুদ শাড়িতে মুখটা এত অপরূপ লাগছে ।তবে আমি কিছুতেই বুঝতে পারলাম না ,ওটা কি ঠাকুর। তাই আপনাদের কেও বলতে পারছি না।

20250930_205234.jpg
উকিলপাড়া

আজকের পোস্টে আমি সেদিনের ঘোরাঘুরির কিছুটা অংশ শেয়ার করলাম। বাইকে করে এই ঠাকুর গুলো ঘুরে ঘুরে দেখেছি ।তাই বেশিক্ষণ সময় লাগেনি। একটা মণ্ডপ থেকে আর একটা মণ্ডপ এর ডিস্টেন্স খুবই কম। দু মিনিট পরপরই পুজোর মন্ডপ। এ কারণে খুব তাড়াতাড়ি ঠাকুর দেখতে পেরেছি। আশা করছি কৃষ্ণনগরের প্রতিমা গুলি আপনাদের সকলের ভালো লাগবে।। পরবর্তী পোস্টে বাকি মুহূর্তগুলো শেয়ার করব। আজকে এখানেই শেষ করছি।

Sort:  
Loading...
Loading...