RE: যাদের মনে সাহস নেই তারা জীবনে আগে যেতে পারে না সারা জীবন পিছনে থেকে যায়।
| Description | Information |
|---|---|
| Verified User | Yes |
| Burnsteem 25 | Yes |
| #steemexlusive | Yes |
| Plagiarism Free | Yes |
| Bot Free | Yes |
| AI/Gpt Free | Yes |
| 350+ Words | Yes |
| Club5050 | Yes |
| Community beneficiary | Yes |
| Voting CSI | 35.8 |
| Quality | 6/10 |
| Feedback / Observation |
|---|
আপনার পোষ্টের বিষয় অবশ্যই ভালো। সাহস জীবনে চলার পথে এক বড় অস্ত্র। আর এই অস্ত্রের ব্যবহার ঠিকভাবে করতেও জানতে হয়। যেমন ,কোন কিছুই অতিরিক্ত ঠিক না ।তেমন সাহসও অতিরিক্ত ঠিক না। তবে কথায় আছে, যারা ভয় পায় তারা পিছিয়ে যায়। যাদের ভেতরে সাহস থাকে না তারা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয় না। তাই পুরো পোস্টের কথাগুলো যুক্তিসঙ্গত।
এর সাথেই আমি আপনাকে কিছু জিনিস সাজেস্ট করব । পোষ্টের ছবির সংখ্যা বাড়াবেন। এর সাথেই আপনার বক্তব্যকে সঠিক পদ্ধতিতে প্রকাশ করুন। আমি একটি বাক্যের অর্থ অনেক বাক্যে খুঁজে পেয়েছি। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার উল্লেখ করেছেন আপনি আপনার পোস্টে। হতে পারে এর জন্য আপনার পোষ্টের শব্দ সংখ্যা বাড়ছে, কিন্তু যারা পড়বে তাদের কাছে মধুর লাগবে না।
আমরা কিভাবে পোস্ট করব তা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। তবুও আপনি বিষয়টি ভেবে দেখবেন।
We would like to appreciate your presence and activities towards the community. Our community also likes to inspire you to participate in the engagement by visiting others' posts and making insightful comments.
Regards
@isha.ish(Moderator)
Incredible India
Date:-24/10/2024

যে আমি বুঝতে পেরেছি যে আমি আমার পোস্টের ভিতরে এক কথা একাধিকবার ব্যবহার করেছি তার জন্য দুঃখিত।
কিন্তু আমি এটা বুঝতে পারলাম না আপনি এখানে লিখেছেন আমরা কিভাবে পোস্ট করব তা শুধুমাত্র আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এই বিষয়টা কি ।
হ্যাঁ দাদা, আমি এটাই বলতে চেয়েছি যে আপনি আপনার পছন্দমত পোস্ট করতেই পারেন, সেটা একান্তই আপনার অথবা বাকি সবার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পোস্টটাকে কিভাবে সুন্দর করে তুলবেন , এটাও একটু খেয়াল রাখা দরকার।
যে দিদি ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আসলে আমি প্রথমে বুঝতে পারি নাই।
THE QUEST TEAM has supported your comment. We support quality posts, good comments anywhere, and any tags