আজকের সারা দিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।steemCreated with Sketch.

in Incredible India6 months ago
***আসসালামু আলাইকুম***

সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের মাঝে শেয়ার করবো আজ সারা দিনের কার্যক্রম। আশা করি সবার ভালো লাগবে।

সকালে কলেজ থেকে বাড়ি এসে দেখি লেবু গাছে একটাই লেবু আছে। এখন বাতাবিলেবুর সিজনো শেষ বাড়ির সবাই মিলে ভাগ করে খেলাম খুব মিষ্টি ও রসালো।

বাতাবি লেবুর গুনাগুন: বাতাবিলেবুতে রয়েছে প্রচুর ভিটামিন। এটি দেহের অতিরিক্ত চর্বি ঝরাতে ও সাহায্য করে।ক্যানসারের জীবানু ধ্বংস করে। বাতাবিলেবুর ক্যানসার প্রতি রোধ সাহায্য করে।

IMG_20231118_150243_699.jpg

আমড়া মাখা: দুপুরের আগে গাছ থেকে আমড়া পেড়ে মাখিয়ে খেলাম সেই স্বাদ। আমড়া একটা টক জাতিয়ী ফল। আমড়া খেলে অনেক উপকার। মৌসুমি ফল খেলে শরীর সুস্থ থাকে। তাই বেছে নিতে পারেন আমড়া।

IMG_20231123_141407_303.jpg

IMG_20231123_140034_548.jpg

আমড়া খেলে উপকারিতা : কেননা, প্রতিটি আমড়ায় ৩টি আপেলের সমান পুষ্টি হতে পারে।রক্ত স্বল্পতা থাকলে আমড়া হতে পারে আপনার জন্য আদর্শ একটা ফল।বদহজমের মতো সমস্যা নিয়ন্ত্রণ করে।

খেজুরের রস : প্রতি দিনের মতোন আজ ও বিকেলে ঘুরতে বের হলাম,, আজ নতুন আমেজ দেখে মনটা ভালো হয়ে গেলো।। খেজুর রস,, আমি আর আমার ভাবি, ভাবি তো রস দেখে লাফালাফি শুরু করে দিয়েছে, রস খাবে খাওয়ার মতো কোন কিছু নাই সে তো পাট কাঠি খোজা সুরু করলো,, আর আমি যেহেতু রস খাই না, সেই জন্য রস খাওয়ার প্রতি কোন চাহিদা নেই।

IMG_20231123_163839_810.jpg

IMG_20231123_163808_054.jpg

খেজুরের রস থেকে তৈরি হয় খেজুরের গুড়। তাই শীত কালে খেজুর গাছের গুরুত্বটা বেড়ে যায়।গ্রামের খেজুরের রসের সংগ্রহ করা হয় মাটির কলসিতে। মাটির কলসিতে রস সংগ্রহ করলে কোন প্রকার ক্ষতি হয় না।

সারা বাংলাদেশ দেশিও খেজুর গাছ দেখতে পাওয়া যায়।যশোর, ফরিদপুর, এই সব জেলায় বেশি দেখা যায়।

নারকেল কোড়া: দেখলে লোভনীয়,, নারকেল এর পিঠা আমার খুব পছন্দের, যেহেতু শীত পড়ে গেছে পিঠা তো খেতে হবে, নারকেন দিয়ে চিনি দিয়ে এক সাথে মিস্ক করে খেতে আমার খুব ভালো লাগে।

IMG_20231120_120507_629.jpg

মৌমাছি : আপনারা একটা বিষয় খেয়াল করছেন। মৌমাছির খেজুরের রস খাদ্য হিসাবে গ্রহণ করছে। আমরা পরবর্তী তে মধূ সরূপ গ্রহণ করবো মৌ চাক থেকে।

IMG_20231123_164241_603.jpg

মানুষ যে মৌচাক থেকে মধূ সংগ্রহ করে তা মৌমাছির সংগ্রহ করা,, বিভিন্ন ফুল থেকে এখন শীতে সময় তাই খেজুরের রস থেকে তারা মধূ তৈরি করবে।

মৌমাছি আমাদের উপকারী একটা পোকা,, এটা ক্ষতি কর হলেও আমাদের মধূ সংগ্রহ করার প্রধান উপাদান।

নাম না জানা ফুল: রাস্তার পাশে অবহেলায় গড়ে ওঠা ফুল দেখতে কত সুন্দর, কিন্তু আমি এই ফুলের নাম টা জানি না,, অযন্তে বেড়ে উঠেছে যে সেই মানুষের চোখ আড়াতে পারবে না। কত মাধুর্য মাখা দেখতে।

IMG_20231123_164130_229.jpg

আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সাবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 6 months ago 

প্রতিটা জিনিস আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং সেটার গুরুত্ব সম্পর্কে আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন, অনেক বেশি মিস করি এই জিনিসগুলোকে বিশেষ করে খেজুরের রস, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ আমার পোস্ট গুলো পড়ার জন্য আর বিষয়ে করে যারা প্রবাসী তাদের এই দেশীও জিনিস গুলো বেশি মিস করা হয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 6 months ago 

আপনার দিনটা তো বেশ ভালোভাবেই কেটে গেছে। খেজুরের রস আমরা মাখা বাতাবি লেবু খাওয়া। অনেক আনন্দের সাথে পার করেছেন। সেই সাথে লেবু খাওয়ার উপকারিতা এবং খেজুরের রস থেকে গুড় সংরক্ষণ করা হয়। সে বিষয়গুলো বিশ্লেষণ করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

আপু অনেক অনেক ধন্যবাদ, আমার পোস্ট টা ভালো লাগার জন্য,, ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 6 months ago 

আজ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার সারাদিনের কার্যক্রম গুলো যা দেখে মনে হলো আপনি খুব সুন্দর একটি দিন পার করেছেন এভাবে সারাটা জীবন সুন্দর ভাবে দিন পার করবেন আমি আশা করি। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন।

This post has been upvoted through Steemcurator09


Team Newcomer- Curation Guidelines For November 2023
Curated by - @ashkhan

 6 months ago 

আপনার এক পোস্টের মাধ্যনে অনেক গুলো আলাদা আলাদা বিষয় জানতে পারলাম। চমৎকার ফটোগ্রাফি। ধন্যবাদ আপনাকে

আপনাকেও অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দোয়া ও শুভকামনা রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন।

 6 months ago (edited)

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি দিনের ধারাবাহিক কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য। আপনি তো খুব সুন্দর ভাবে সেই সাথে লেবু খাওয়ার উপকারিতা এবং খেজুরের রস থেকে গুড় সংরক্ষণ করা হয় সম্পর্কে সাজিয়ে গুছিয়ে লিখছেন। অনেক ভালো লাগলো আমার লেখা গুলো পড়ে।

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 6 months ago (edited)

আপু মন থেকে ধন্যবাদ জানাই আপনার কাজের স্পিড খুবই ভালো আমার কমেন্টটি পড়ে যথাযথ একটি রিপ্লে দিয়েছেন।

🥰🥰ধন্যবাদ

 6 months ago 

আপনি আমাদের মাঝে আপনার সারাদিনে কর্মসূচি গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার পোস্টি পরে বেশ ভালোই লাগলো আপনার প্রত্যেকটা দিন যেন এরকম সুন্দর ভালো কাটে।আপনার জন্য এই কামনাই করি থ্যাঙ্ক ইউ

আমার পোস্ট টা পড়ার জন্য ধন্যবাদ,, আপনার মূল বান সময় টা দিয়ে,, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69650.24
ETH 3776.55
USDT 1.00
SBD 3.44