"মানুষের চিন্তা -ভাবনা"
বিসমিল্লাহির রাহমানির রাহিম |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো মানুষের চিন্তা -ভাবনা
আমরা যদি কোন কিছু অর্জন করতে চাই তবে আমার প্রথমে বিশ্বাস করতে হবে যে আমার এই কাজটি অর্জন করতে পারব যদি এই মুহূর্তে আমরা অর্জন করার দক্ষতা বা অবস্থা নাও তাকে তবু যদি বিশ্বাস করি তাহলে আমার দ্বারা অর্জন করা সম্ভব আর আমাদের চিন্তাভাবনা ভালো করতে পারি আমাদের চিন্তা করার ইচ্ছা থাকে তাহলে আমাদের পজিটিভ চিন্তাভাবনা করতে হবে।
Link:
নেগেটিভ চিন্তাভাবনায় আমাদের বিশ্বাসকে অল্প অল্প করে নষ্ট করে ফেলে। পজেটিভ চিন্তা ছাড়া আপনি আপনার ভালো কাজে সফলতা আনতে পারবেন না কাজে সফল হতে হলে আপনাকে অবশ্যই পজিটিভ চিন্তাধারা মাথায় রাখতে হবে।
আমার মতে কথা হচ্ছে সবার প্রথমে আপনার খুব বড় চিন্তা করা দরকার নেই বললেই চলে বরং চিন্তা ছোট করুন কারণ চিন্তা বড় করলে আপনি উচ্চ শিক্ষিত মানুষ হয়ে চায়ের দোকান দিতে পারেন না আপনি মুদি দোকান দিতে পারবেন না ছোট ব্যবসা দিতে পারবেন না রাস্তা পাশে জিনিস বিক্রি করতে পারবেন না ইত্যাদি।
প্রায় সকল মানুষ এই ছোট কাজ থেকেই বড় কাজের সুযোগ পায় । এই ছোট কাজ গুলোকেই একসময় বড় কাজে রূপান্তরিত হচ্ছে ছোট ছোট কাজের সমষ্টি হচ্ছে বড় কাজ আস্তে আস্তে নিজেকে তৈরি করবেন নিজে ভাববেন গড়বেন ভাঙবেন। এভাবেই সামনে যাবেন তারপর ইনশাল্লাহ একদিন বড় হবেন এখন এক সময় দেখবেন যে বড় চিন্তা করেছিল সে বড় স্বপ্ন দেখেছিলেন সে বড় স্বপ্নের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। কিন্তু এটা পরিকল্পনা বাস্তবায়ন হতে হতে অনেক সময় লাগবে।
এই পৃথিবীতে তো মানুষ বড় হয়েছে সকল মানুষই প্রথমে ছোট জিনিস দিয়ে তৈরি করে এটার পর্যবেক্ষণ করেছে তারপর সে জীবনে অনেক বড় হতে পারছে। কোথায় আছে ছোট ছোট কাজ চিন্তা করুন অবিরাম ভাবে প্রতিনিয়ত কাজ করুন এবং বড় সফলতার দিকে গিয়ে যাবেন যখন আপনি ছোট চিন্তা করে ছোট ছোট কাজ করে সামনে এগিয়ে যান।
তখন এক সময় আপনি বড় স্বপ্নের দিকে পৌঁছতে পারবেন যে স্বপ্ন আপনি একসময় দেখেছিলেন কিন্তু এখন যদি আপনি নিজেকে আইনস্টাইনের মত ভাবতে শুরু করেন তাহলে সেটা একদমই ভালো পর্যায়ে নয়।
শুধু চিন্তা করেই বসে থাকলে স্বপ্ন দেখে বসে থাকলেই আপনার বা আমার সব নতুন কেউ সাহায্য করবে না আপনার আমার স্বপ্ন আমাদের কি পূরণ করতে হবে চিন্তা বাস্তবায়নের করতে হবে এজন্য নিজেকে প্রতিদিন উপস্থিত ভাবে তৈরি করতে হবে এবং প্রতিদিন কাজ করতে হবে অলসতা করা যাবে না তাহলে আমরা একটা বড় স্বপ্নের দিকে বুঝতে পারব বড় চিন্তা আপনাকে অনেক ছোট ছোট কাজ থেকে দূরে রাখবে।
শুধু জ্ঞান অর্জন করলেই হবে না এই জ্ঞানকে কাজে লাগাতে হবে , আর যদি একটি গান কাজে না লাগাতে হয় এক সময় নিজেকে খুবই শূন্য মনে করবে তাদের জীবন যেহেতু কর্মময় হয় নাই তাই তার কর্মহীন থাকেন এবং এক সময় একাকীত্ব ভোগেন।।
আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।।
@tipu curate
Upvoted 👌 (Mana: 4/6) Get profit votes with @tipU :)
আসলে আমরা প্রত্যেকটা মানুষ চিন্তা ভাবনার মধ্য দিয়েই অনেক কিছু ভেবে ফেলি। কিছু কিছু মানুষ আছে কাজটি শুরু করার আগেই নেগেটিভ চিন্তা নিয়ে এসে নিজের কাজটি আর করতে চায় না। আপনার লেখা পড়ে অনেক ভালো লাগলো লেখাপড়া জানলে যে ছোট ছোট কাজ করা যাবে না এটা একদম ভুল কাজ সব সময় কাজই হয়ে থাকে কাজ কোন ছোট বড় হয় না। যাইহোক সুন্দর একটি লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
প্রতিটা মানুষ কিছু না কিছু স্বপ্ন নিয়েই বেঁচে থাকে আমি মনে করি এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তার স্বপ্ন নাই স্বপ্ন তারাই দেখেনা যারা স্মৃতি প্রতিবন্ধী।
একদম ঠিক কথা বলছেন দিনের পর দিন শুধু জ্ঞান অর্জন করলেই সফল হওয়া সম্ভব নয় জ্ঞান সঠিক কাজে লাগিয়ে নিজেকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া সম্ভব।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মত উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।