স্কেচ

in Incredible India23 days ago (edited)

নমস্কার সকলকে। সবার আগে আমার বড়দের আমি প্রণাম জানাই। আজকে আমি প্রথমবার এই কমিউনিটিতে লিখছি। আমার এরকম জায়গায় কাজ করার একদম অভিজ্ঞতা নেই। আমি ভীষণ এক্সাইটেড। সাথে ভীষণ ভয় পাচ্ছি। প্রথমেই আমি আমার দিদিকে থ্যাংকস জানাই, কারণ বেশ কিছুদিন ধরে আমাকে ও খুব সাহায্য করে চলেছে। আমি আমার পোষ্টের মধ্যে দিয়ে আপনাদের সাথে আমি যে সমস্ত কাজগুলো করে থাকি, সেগুলো সব শেয়ার করব। আমি নানান রকম ছবি আঁকতে চেষ্টা করব। চেষ্টা করব আমার মাটির পুতুলগুলো আপনাদের সামনে তুলে ধরার। বাবা আমাকে যে কাজগুলো শিখিয়ে থাকেন সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব আগ্রহী।

IMG-20240916-WA0021.jpg

আমি ভীষণ পরিমাণে কার্টুন দেখতে পছন্দ করি। এর সাথেই অ্যানিমেশনের ক্যারেক্টারগুলো আমার খুব ভালো লাগে। যদিও এই নিয়ে দিদির কাছে অনেক বকাবকি শুনি। তবে যবে থেকে আমি অ্যানিমেশনের ক্যারেক্টারগুলোকে আঁকতে শুরু করলাম, দিদি ভীষণ খুশি হল। দিদি সবসময় চায় আমি আমাদের শিল্পটাকে এগিয়ে নিয়ে যাই। আমারও ভবিষ্যতের জন্য সেই টার্গেট রয়েছে।

আমি আজকে আপনাদের সকলের সাথে একটা অ্যানিমেশনের ক্যারেক্টারের স্কেচ শেয়ার করছি। পরপর ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করে নেব। সাথে আমার দিদি আমাকে সাহায্য করেছে একটি ভিডিও তৈরি করতে। আমি যখন ছবি আঁকছিলাম দিদি একটা ভিডিও করেছে। সেই ভিডিওর লিংক এখানে দেওয়া হলো। আশা করছি আপনারা ভিডিওটাও দেখতে পছন্দ করবেন।

লিংক

যেহেতু আমার কোন ইউটিউব চ্যানেল নেই, তাই আমি আমার দিদির চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করলাম।

স্কেচ করার জন্য আমি এখানে যা যা ব্যবহার করেছি সেগুলি হল - একটা মেকানিক্যাল পেন্সিল, রবার, ডোমসের স্কেচ পেন্সিল, পেন্ডনিক পেন, আর আমার ড্রইং খাতা।

প্রথম ধাপ

আমি আমার ড্রইং খাতা নিয়ে আঁকা শুরু করে দিয়েছি। আমি এখানে ছবি আঁকার জন্য মেকানিক্যাল পেন্সিল ব্যবহার করছি। আমি মুখের অংশটুকু এঁকে নিচ্ছি।

20240916_155946.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে কান এবং চুলের জায়গাটা একে নিচ্ছি। সবকিছুই আপনার ভিডিওটাতে দেখতে পারবেন।

20240916_160006.jpg

তৃতীয় ধাপ

মুখের ঠোঁটের জায়গাটুকু এবং থুতনি জায়গাটুকু ঠিকঠাক এঁকে নিচ্ছি।

20240916_160024.jpg

চতুর্থ ধাপ

এবার আমি পেনটনিক পেনের সাহায্যে আউটলাইনগুলোকে ভালোভাবে ড্র করছি।

20240916_160044.jpg

পঞ্চম ধাপ

ডোমসের স্কেচ পেন্সিল এর সাহায্যে আমি মুখে শেড দেওয়া শুরু করেছি।

20240916_160104.jpg

ষষ্ঠ ধাপ

স্কিন কালার দিয়ে সেড দেওয়া হয়ে গেলে, গলার অংশটুকু তারপর জামার অংশটুকু সেড দিচ্ছি। টাই এর রং এবং বাকি যে রং গুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি একেবারে আমার মন মতো করেছি।

20240916_160136.jpg

তৈরি

আর এভাবেই তৈরি হয়ে গেছে আমার স্কেচ। আমার স্কেচের ফাইনাল লু ক আপনাদের কেমন লাগলো। অবশ্যই জানাবেন।

20240915_154728.jpg

আমি কার্টুন ক্যারেক্টার আঁকতে খুব ভালোবাসি। আমি চেষ্টা করি ঠিকভাবে আকার। সত্যি বলতে এখনো আমি ছবি আঁকা শিখছি। আমার বাবার সাথে সাথেই আমার একজন গুরুজি আছেন। তার কাছে আমি প্রতি রবিবার ছবি আঁকা শিখি।

IMG-20240916-WA0020.jpg

প্রথমবার আপনাদের সাথে আমার প্রিয় একটি অ্যানিমি ক্যারেক্টার কে ছবি এঁকে তুলে ধরতে পেরে। ভালো লাগলো। আমি অনেক আনন্দ পেলাম। সবশেষে আমি এটাই বলতে চাই, আপনারা চাইলে আমাকে কিছু কিছু ছবি আঁকার জন্য বলতে পারেন। এতে আমার প্র্যাকটিস বাড়বে। আমি চেষ্টা করতে পারলে, আমার অনেক কিছু শেখা হবে। আমি আপনাদের কাছে এই আবদারটাই রাখবো। সবশেষে আমার আপনাদের অনেক আশীর্বাদের প্রয়োজন। আপনার আশীর্বাদ করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি। একজন বড় আর্টিস্ট তৈরি হতে পারি।

Sort:  

প্রথমে আপনাকে এই কমিউনিটিতে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনি যে এ্যানিমেশন কার্টুন একেছেন একেক টা ধাপে ধাপে একেছেন মনে হচ্ছে আপনার আর্টগুলো একেবারে টিভির পর্দায় যেরকম জীবন্ত দেখায় ঠিক সেরকম জীবন্ত দেখায়। যা হোক হয়তো আস্তে আস্তে এর চেয়ে আরো ভাল এ্যানিশেন আপনার কাছ থেকে দেখতে পাবো।

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62339.62
ETH 2444.37
USDT 1.00
SBD 2.62