পোকেমন ড্রয়িং

in Incredible India19 days ago

আমার বড়দের সকলকে প্রণাম জানাই। আজকেও আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর আজকেও আমার স্কুল দেড়টা নাগাদ ছুটি হয়েছে। আমি তো বুঝতেই পারছিলাম না কেন ওরকম হচ্ছে। তারপর আজকে জানতে পারলাম যে ইলেভেনের দাদাদের পরীক্ষা চলছে। এই কারণে পরীক্ষা শুরু হয় যেহেতু তাই তার আগে আমাদের ছুটি দিয়ে দেওয়া হয়। যাইহোক আমার তো বেশ মজাই লাগছে। বেশিক্ষণ স্কুলে থাকতে হচ্ছে না।

আমার স্কুলে যেতে ভালো লাগে। কিন্তু এক এক সময় বন্ধুরা এত দুষ্টুমি করে যে আমি খুব ভয় পাই। ওরা বারণ করলেও শোনে না। আমি একদম মারপিট করতে পছন্দ করি না। কিন্তু আমার বন্ধুরা খালি মারপিট করে। স্যারদের বললে স্যাররা বকলে ওরা শোনে না। আবার বকা শোনার পর আবার শুরু করে দেয়। তাই মাঝে মধ্যে আমার স্কুলে যেতে খুব ভয় লাগে ।

20240919_231212.jpg

গতকাল রাতে আমার পড়া শেষ হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার আগে আমি এই ছবিটি এঁকেছি। আগের দিন তো আপনারা দেখেছেন আমি পিকাচু ছবি এঁকেছি। আমার ইচ্ছা ছিল পিকাচুর পাশে অ্যাসকে আঁকার । যেহেতু ফাঁকা জায়গা ছিল অনেকটা তাই আমি পৃষ্ঠাটা নষ্ট করতে চাইনি। গতকাল রাতে তাই এই ছবিটি এঁকেছি। ভালোভাবে আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য ভিডিও করেছিলাম একা একা।

লিংক

প্রত্যেক দিনের মতন আমার দিদি ভিডিওটা এডিট করে পোস্ট করে রেখেছিল। তাই এখন আমি পোস্ট লিখছি। আমার নিজস্ব যেহেতু কোনরকম চ্যানেল নেই তাই দিদির চ্যানেল থেকে ভিডিও আপলোড করা আছে। তাহলে ছবি দিয়ে ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করে ফেলি।

প্রথম ধাপ

প্রথমে বলি আমার কি কি লেগেছে, প্রথম আমার লেগেছে মেকানিক্যাল পেন্সিল, এছাড়া রবার, স্কেচ পেন, ব্রাশ পেন, কালো পেন।

আমি পিকাচুর পাশেই আঁকা শুরু করে দিয়েছি। প্রথমে অ্যাসের টুপি আকা শুরু করেছি। তারপর আস্তে আস্তে মুখ ,চোখ, চুলগুলো এঁকে নিয়েছি।

20240920_124358.jpg

দ্বিতীয় ধাপ

দ্বিতীয় ধাপে আমি জ্যাকেট একে ফেলেছি।
সাথেই হাতে ধরে রাখা পোকেমন বল এঁকেছি।

20240920_124458.jpg

তৃতীয় ধাপ

এই জায়গায় এসে আমি টুপির রং লাল করেছি এবং অন্যান্য রং শুরু করে দিয়েছি। এর সাথেই কালো পেনের সাহায্যে পেন্সিলের দাগগুলো হাইলাইট করে দিয়েছি।

20240920_124606.jpg

চতুর্থ ধাপ

নীল জ্যাকেটটা সুন্দর করে রং করে ফেলেছি। তারপর সবুজ রং দিয়ে টি শার্টের রং করেছি।

20240920_124816.jpg

পঞ্চম ধাপ

স্কিনের এবং মুখের রং করে ফেলেছি। আমার তো ছবিটা বেশ ভালো লাগছিল যখন পুরোপুরি কালারফুল হয়ে গেল।।

20240920_124926.jpg

তৈরি

আর এই ভাবেই তৈরি হয়ে গেছে পোকেমন কার্টুনের একটা বিখ্যাত ছবি।

20240919_231217.jpg


ছবি আঁকতে তো আমার খুব ভালো লাগে। কিন্তু পড়াশোনার চাপ সাথে থাকে। তাই সেই মতোই আঁকা হয়। আমি খুব খুশি যে আপনাদের সকলের সাথে প্রত্যেকদিন আমার ছোটখাট আঁকা গুলো শেয়ার করে নিচ্ছি। এর সাথে আমার খুব ভালো লাগছে পুরো ব্যাপারটা। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আমার কার্টুন দেখতে তো খুব ভালো লাগে। তাই প্রথম কিছুদিন কার্টুন এঁকে যাচ্ছি। তারপর ধীরে ধীরে ইচ্ছা আছে জলরং আঁকা শুরু করব। আজকে টাটা।

Sort:  
Loading...
 19 days ago 

আপনার প্রতিটি আর্ট পোস্ট দেখেছি, আপনি খুব সুন্দর অংকন করতে পারেন, ছোট ছোট জিনিসের অংকনের মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারে, আজকে পোকেমন কার্টুনের ছবিটা খুব সুন্দর ভাবে আর্ট করেছেন, এই অঙ্কনের প্রতিটা ধাপ প্রক্রিয়াগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62339.62
ETH 2444.37
USDT 1.00
SBD 2.62