খুব শখের , জিনিস টা একটু যত্ন নিলাম।
আমাদের প্রত্যেকের জীবনে কিছু শখ থাকে,,। যখন আমরা শখের জিনিস টা পেয়ে যাই তখন কিন্তুু আর তার মূল্য খুব একটা দিতে জানি না। আমার বেলাও ঠিক এমনটাই হয়েছে,, আমি হাতে কাজ করতে বেশ পছন্দ করি অনেক আগে থেকে,,, মাঝে মধ্যে এটা ওটা কেটে ফুল তৈরি করা, ঘর সাজানো পুরান কাপড় কেটে নতুন কিছু তৈরি করা,, এমনকি নিজের ড্রেসের ক্ষেত্রেও সব সময় নতুন কিছু তৈরি করতে পড়তে পছন্দ করি।
এটা বিয়ের আগেও আর বিয়ের পরে আরেকটু বেশি বেড়ে গিয়েছিলো,শ্বশুর বাড়িতে এসে ঘরটা কে গুছিয়ে রাখা। সেই সাথে নিজের বুদ্ধি দিয়ে নতুন কিছু ডিজাইন আবিস্কার করা আমার ভালো লাগতো,আর এই রকম কাজকর্ম দেখে আমার হাসবেন্ড বেশ খুশি হতো।
এরপরে শুরু হলো আসল কাহিনী, কাহিনী বলা যায়, আমাকে একটা সেলাই মেশিন কিনে দিলো,কিন্তু আমি সেলাই মেশিনের কাজ একটুও জানতাম না এবং কখনো শিখিও নেই কারো কাছ থেকে, কাজ পারি না কিন্তু হুট করে একটা মেশিন কিনে বসে আছি। এবং আমার হাজবেন্ডের কথা হচ্ছে তাকে একটা শার্ট তৈরি করে দিতে পারলেই আমি নাকি কাজ শিখে যাব,,,। এজন্যই বললাম আসল কাহিনী তবে আমি চেষ্টা করছি তাকে একটা শার্ট তৈরি করে দেওয়ার জন্য।
তবে, শার্ট কিন্তুু আমি আজও তৈরি করতে ভালোভাবে শিখিনি, তবে মনে মনে আমার কিন্তু ইচ্ছা ছিল কোন এক সময় একটা সেলাই মেশিন কিনবো আর সেটা যখন এভাবেই পেয়ে গেছি। তখন কিন্তুু তাই খুব যত্ন করতাম, এবং নিজের বুদ্ধি দিয়ে ফোন দেখে টুকিটাকি বেশ অনেক কিছু এই গিয়েছিলাম। আমি কিছু পারতাম আর না পারতাম মেয়ের জন্য ডিজাইনের জামা তৈরি করতে কিন্তু বেশ ভালো পারতাম ।
এবং একটু কাপড় হলে কিছু না কিছু তৈরি করতাম,,। সবকিছুই ভালো চলছিলো নিজের কাজ সহ পরিবারের মানুষদেরও কাজ করে দিতাম।। যখন যার যেটা প্রয়োজন সেলাই করতে হবে আমার কাছে নিয়ে আসতো একদম,নতুন থেকে শুরু করে পুরান কাপড় পর্যন্ত।
তবে যখন এই শখের জিনিসটা কে রেখে ঢাকায় চলে গেলাম , যত্ন না নেওয়ার কারণে অনেক বেশি ময়লা পড়ে গিয়েছিল। যেটা দেখে সত্যি আমার খুবই খারাপ লাগছিলো,,আমি বাড়িতে এসেই তা দিন একটু রেস্ট নিয়েই,আমার সেলাই মেশিন টা কে বের করে খুব সুন্দর ভাবে প্রথমেই পরিষ্কার করে নিলাম।
কারণ নিজের শখের জিনিস যদি এরকম ময়লার স্তর পড়ে থাকে তাহলে কিন্তু বুকটা ফেটে যাওয়ার মত অবস্থা। তাই প্রথমেই খুব সুন্দর ভাবে পরিষ্কার করে একটা তেল দিয়ে নিলাম। কারণ এটা হচ্ছে ওর খাদ্য। আমরা যেমন না খেলে শরীরের শক্তি পাই না ঠিক তেমনিও ওর তেল না পেলে সঠিকভাবে কাজও করতে পারবো না।
ঠিক ভাবে পরিষ্কার করার পরে, দেখতে কতটাই না ভালো লাগছিলো,,কথা আছে যতনে রতন মিলে যে কোন জিনিস যত্ন করে রাখলে এর রত্মেন মতনই চকচক ঝকঝক করে। আর কোথাও ফেলে রাখলে সেটা ময়লার স্তর পড়ে থাকে,, আমার দাদি একটা কথা বলতো পরিষ্কার করতে গিয়ে মনে পড়লো,
ব্যবহারিত যে কোন জিনিসই সব সময় পরিষ্কার করে রাখবে তাহলে জিনিসটা অনেক ভালো থাকবে বহু বছর পর্যন্ত আর অবহেলিত ভাবে রাখলে যত ভালই হোক না কেন। তা বেশিদিন স্থায়ী হবে না। কথাটা আমার কাছে সত্যিই বাস্তব মনে হয়। মেশিনটা পরিষ্কার করার পরে টুক করে মেয়ের জন্য একটা জামা তৈরি করে ফেললাম খুব সহজে।
শীতের রোদে বসে এমন কাজ করতে বেশ ভালো লাগছিল তাই ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর হ্যাঁ যে কোন জিনিসই হোক না কেন সব সময় যত্ন নিবেন আপনারা।
বাই বাই সবাই ভাল থাকবেন,, আল্লাহ হাফেজ।
আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম, আপনি পুরাতন জিনিসের অনেক যত্ন নেন। আমার কাছে মনে হয়, অতীতকে কখনো ভুলতে হয় না, পুরাতন জিনিস কখনো ফেলে দিতে হয় না, মাঝে-মাঝে এই পুরাতন জিনিসের অনেক প্রয়োজন হয়। আপনার পোস্টটি পড়ে ভালই লাগলো ভালো।থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আপনার শখের কাজের প্রতি ভালোবাসা এবং যত্ন সত্যিই অনুপ্রেরণাদায়ক। আপনি সেলাই মেশিন পরিষ্কার করে নতুন করে কাজে মন দেওয়া, মায়ের মতো মেয়ের জন্য জামা তৈরি করা এগুলো আপনার সৃজনশীলতাকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে।
আপনার লেখার মাধ্যমে বোঝাই যাচ্ছে আপনি কতটা যত্নশীল এবং মনের আনন্দে কাজ করেছেন। এমন গল্প সত্যিই পড়তে ভালো লাগে। আল্লাহ আপনার শখ এবং কাজের প্রতি এই আগ্রহ অটুট রাখুন এই কামনাই করি। সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।