Incredible India monthly contest of September #2| My inspiration of life!

in Incredible India2 months ago
বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

praying-5046279_960_720.jpgCopyright free image downloaded from pixabay.com

আবারও ধন্যবাদ জানাই এই কমিউনিটির সম্মানিত এডমিন ম্যামকে সুন্দর আরেকটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য, বরাবরের মত এই প্রতিযোগিতার বিষয়টি অনেক বেশি সুন্দর, আমাদের প্রত্যেকের জীবনেই কিছু রোল মডেল থাকে যাদেরকে আমরা অনুসরণ করে থাকি, যাদের মাধ্যমে আমরা জীবনে অনুপ্রাণিত হই।

আমি আমার এ পোস্টের মাধ্যমে আমার রোল মডেলের কথা উল্লেখ করব, এবং আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাবো, 1, 2 3, আশা করি আপনারা তিনজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

Who is the role model in your life(one or more)? Why?

আমার জীবনে কয়েকজন রোল মডেল হয়েছে, আমি যাদেরকে সবসময় অনুসরণ করার চেষ্টা করি, তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মুসলমান হিসেবে আমি আমাদের প্রিয় নবীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রোল মডেল মনে করি, এবং দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রে তাকে অনুসরণ করি।

প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ কে অনুসরণ করার কারণ লিখতে অনেক সময়ের প্রয়োজন, আমি গত চার সপ্তাহ ধরে প্রতি শুক্রবারে জুমার নামাজের আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী আলোচনা করছি, এখনো পর্যন্ত অর্ধেক শেষ করতে পারি নাই, আরো কয়েকটা শুক্রবারে তার জীবনী আলোচনা করব, ইনশাআল্লাহ।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব গুনে গুণান্বিত ছিলেন, তিনি একাধারে সত্যবাদী, আমানতদার, ন্যায় বিচারক, সকল ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করেছেন, তিনি কখনো অন্য কোন মানুষের হক নষ্ট করেন নাই, তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, এরকম হাজারো গুন তার ভিতরে ছিল।

kid-1077793_1280.jpgCopyright free image downloaded from pixabay.com

Do you believe we all need some guidelines to grow in our practical life? Justify.

অবশ্যই আমি বিশ্বাস করি আমাদের ব্যবহারিক জীবনে বেড়ে উঠতে কিছু নির্দেশিকা প্রয়োজন, আমাদের জীবনে যদি কোন নির্দেশিকা না থাকে তাহলে আমাদের জীবনটা এলোমেলো হয়ে যাবে, জীবন পরিচালনার ক্ষেত্রে এবং জীবনের শৃঙ্খলা আনতে কিছু নির্দেশিকা প্রয়োজন, কোন দিক নির্দেশনা ব্যতীত আমাদের জীবন সঠিক পথে পরিচালিত হতে পারে না।

আমরা সকলেই দেখে থাকবো যারা পথশিশু হয় তাদের জীবনের নির্দেশিকা না থাকার কারণে তাদের জীবনটা নষ্ট হয়ে যায়, এমন অনেক মানুষ দেখেছি যাদের জীবনের কেউ নির্দেশনা না দেওয়ার কারণে তারা পথ হারা হয়ে গেছে, তাদের জীবন নষ্ট হয়ে গেছে, সারা জীবনের একটা মুহূর্তে গিয়ে আফসোস করতে থাকে এবং বলতে থাকে যে, যদি আমাদের জীবন পরিচালনার জন্য কেউ নির্দেশনা দিত!

ai-generated-8647967_960_720.webpCopyright free image downloaded from pixabay.com

Which things have you learned from your role model that helped you to grow?

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম এর থেকে আমি অনেক বিষয়ে শিখেছি, যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই প্রিয় নবীর আদর্শকে পালন করার চেষ্টা করি, মানুষের জীবনের এমন কোন বিষয় নাই যে বিষয়ের মধ্যে প্রিয় নবীর আদর্শ নাই, আমাদের জীবনের সকল বিষয়ে প্রিয় নবীকে অনুসরণ করা যায়, এবং তাকে অনুসরণ করে জীবন পরিচালনা করলে জীবনটা হবে শৃঙ্খলাময়, এবং আমাদের জীবন হবে শান্তিময়, তার আদর্শ পরিপূর্ণভাবে মানলে আমরা কখনো অন্যায় করতে পারবো না।

ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে, তার আদর্শ অনুসরণ করলে আমাদের সমাজে অন্যায়, অবিচার, দুর্বলদের উপর অত্যাচার, অন্যের হক্ব নষ্ট করা কোন কিছুই থাকবে না, সকল ক্ষেত্রেই শান্তিময় পরিবেশ সৃষ্টি হবে, এরকম আরো অনেক বিষয় তার জীবনের মধ্যে পাওয়া যায়, যে বিষয়গুলো জেনে অনুসরণ করলে আমাদের জীবনে বড় হতে অনেক বেশি সাহায্য করবে।

তিনি সবসময় এতিমদের সহযোগিতা করতেন, সবসময় গরীব দুঃখী ও অসহায় মানুষের কথা চিন্তা করতেন এবং তাদের সহযোগিতা করতেন, তিনি ছোটদের স্নেহ করতেন, বড়দের সম্মান করতেন এবং জ্ঞানী ব্যক্তিদের শ্রদ্ধা করতেন, এবং তিনি বলে গেছেন যার মধ্যে এই তিন প্রকারের গুণ নেই সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, শুধুমাত্র এই বিষয়টাই যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে পরস্পর কলহ বিবাদ দূর হয়ে যাবে।

যারা রসুলুল্লাহ সাঃ কে নিয়ে কটুক্তি করে আমার অনুরোধ থাকবে দয়া করে তার জীবনী একবার পড়ে আসবেন, আমরা মুসলমান হিসেবে আমাদের প্রিয় নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাকে নিয়ে কোন ধরনের কটুক্তি সহ্য করার মত নয়, কোন ধর্মেই এটা অনুমতি দেই নাই যে, অন্য ধর্মের ব্যাপারে কটুক্তি করা, যারা এগুলো করে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

Sort:  
Loading...