সত্যি ভাই আমি আপনার কাজ দেখে তো প্রায়ই হতবাক হয়ে পড়েছি আপনি খুবই সুন্দর একটি কার্যক্রম স্টার্ট করেছেন আপনার লাইফে যেটা আসলে অন্য-শূন্য মানুষ খুব একটা বেশি করতে পারে না এই বয়সে তো তারপরও আপনি সাহস যুগিয়ে আপনি চল্লিশটি সুপারি গাছ লাগিয়েছেন এবং ছয় মাস পরে সেই সুপারি গাছ গুলো দেখতে কি সুন্দর না দেখাচ্ছে এবং অবশ্যই আমি দোয়া করি আপনি এই গাছগুলো থেকে ভালো ফলন পাবেন এবং অবশ্যই আপনি যে উদ্যোগ নিয়ে এই কাজটি স্টার্ট করেছেন সেটা আপনার সম্পূর্ণভাবে সফল হবে
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমার পোস্টটিতে এত সুন্দর কমেন্ট করার জন্য। এবং আমার কাজ বিষয় এতো সুন্দর করে একটি মন্তব্য করার জন্য। দোয়া করিয়েন ভাই আমি যেন এরকম কাজ আরো ভালো ভাবে করতে পারি। এগুলো কাজ করতে আমার খুবই ভালো লাগে ভাই। তাই পড়ালেখার পাশাপাশি আমি এগুলো কাজ করে থাকি।