মজার মজার উত্তর দাও, ফান করো রিওয়ার্ড জিতে নাও||Give funny answers, have fun and win rewards||steemCreated with Sketch.

in Incredible Indialast year (edited)

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z9mtojVp8tyADdTH6EPmKHDq6xrMPndzaSR2xRgCcHjuqgjVzZj7RTTtTVSCEtn4b9bWMK8wHJxkbbTNL1tcMRbVsiJa2.jpeg

Previous post link

হ্যালো বন্ধুরা,

সবাইকে বসন্তের রঙিন ফুলের শুভেচ্ছা।
"Incredible India Fun"-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি সম্পূর্ণ ভিন্নধর্মী উদ্যোগ শুধুমাত্র কিছুটা আনন্দ উপভোগ করার প্রচেষ্টা। তাই আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে আরও উপভোগ্য হয়ে উঠতে পারে আমাদের এই উদ্যোগ।

আমাদের প্রিয় কমিউনিটিতে প্রিয় সদস্যদের নিয়ে কিছুটা আনন্দ উপভোগ ও এনগেজমেন্ট বৃদ্ধি করতে ভিন্নধর্মী একটি উদ্যোগ নেয়া হয়েছে। যার উত্তরটি বেশি মজার ও আকর্ষণীয় হবে তাদের মধ্যে প্রথম তিনজনকে রিওয়ার্ড দেয়া হবে। তবে অবশ্যই নিয়ম মেনে অংশগ্রহণ করা বাধ্যতামূলক।

আমি প্রতি সপ্তাহে একটি প্রশ্ন নিয়ে আসবো। সেই ধারাবাহিকতায় আজ ষষ্ঠ সপ্তাহের প্রশ্ন নিয়ে চলে এলাম। আশা করছি আপনারা সবাই মজার এই কনটেস্টে আনন্দ করার জন্য অংশগ্রহণ করবেন। উত্তরটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে শুক্রবার দুপুর বারোটার মধ্যে।

যে প্রশ্নটি করা হবে তার উত্তরে অবশ্যই সৃজনশীলতা ও মজার চিন্তা ভাবনা থাকতে হবে। যার উত্তরের মধ্যে যত বেশি ক্রিয়েটিভিটি পাওয়া যাবে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আগেই বলেছি এখানে প্রশ্নের সঠিক উত্তরটি না দিয়ে কিছুটা ফান করতেই আমাদের এই উদ্যোগ।

যেমন প্রশ্ন হতে পারে "সমুদ্রের রং নীল কেন"? এর সঠিক উত্তর জানতে আমরা মোটেও আগ্রহী নই। ভিন্নভাবে উত্তরটা হতে পারে "সমুদ্রের বউয়ের পছন্দের রং নীল"। আবার এটা হতে পারে "সমুদ্রের প্রেমিকা ছ্যাকা দিয়ে চলে গিয়েছে"। ক্রিয়েটিভ এই ধরনের উত্তর নিয়ে আপনাদের অংশগ্রহণ আশা করছি।
আর আপনাদের অংশগ্রহনেই উদ্যোগটি সফল হতে পারে।

আজকের প্রশ্নঃ

  • সূর্য্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় কেন?

প্রশ্নকারীঃ

প্রশ্নকারীর অভিমতঃ

  • আমি ব্যক্তিগতভাবে কোন মতামত দিতে চাইনা, সকলের মজার মজার উত্তর জানতে আগ্রহী।

অংশগ্রহণের নিয়মাবলী‌ঃ

  • প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট করে দিতে হবে।
  • উত্তর সর্বোচ্চ ৫০ শব্দের হতে হবে।
  • একজনের ইউজার একবারের বেশি উত্তর দিতে পারবেন না।
  • উত্তরটি এডিট করা যাবে না।
  • অন্য কারো উত্তর কপি করা যাবে না।
  • উত্তরটি ভিন্নধর্মী ও মজার হতে হবে।
  • পোস্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
  • এডাল্ট কোন উত্তর অবশ্যই পরিত্যাগ করতে হবে।
  • উত্তরটি অবশ্যই শুক্রবার সন্ধ্যা ছয়টার মধ্যে দিতে হবে।

পুরস্কারঃ

  • বিজয়ী প্রথম তিনজনের প্রত্যেককে - ২ স্টিম ।

পঞ্চম ফানি কনটেস্টে সবার অংশগ্রহণ যথেষ্ট ভাল ছিল। আমি প্রত্যাশা করব সবাই নিয়মিত অংশগ্রহণ করবেন।এই সপ্তাহে সকল অংশগ্রহণকারী ছিলেন তাদের মধ্য থেকে সেরা ৩ জনকে বিজয়ী করা হয়েছে।

বিজয়ীদের নামের তালিকা :

@sduttaskitchen

@noelisdc

@nasir04

কুইজ রিওয়ার্ড প্রদান :

20230227_234306.jpg20230227_234441.jpg
20230227_234338.jpg20230227_234323.jpg

আমাদের কমিউনিটির পক্ষ থেকে চলমান ফানি কনটেস্ট কুইজে আশা করছি সবাই কমেন্টের মাধ্যমে অংশগ্রহণ করবেন। স্টিমিট প্লাটফর্মের সকল বন্ধুদের অংশগ্রহণে আমাদের উদ্যোগটি সফল হবে।

সকলের জন্য শুভেচ্ছা



||Give funny answer and win rewards||

Previous post link

Hello Friends,

Wishing everyone a colorful spring flower.
Welcome to all of us at "Incredible India Fun". A different venture just to have some fun. So your spontaneous participation can become more enjoyable.

A different initiative has been taken to bring some fun and increase engagement with our beloved members in our beloved community. The first three people whose answers will be more fun and interesting will be rewarded. However, it is mandatory to follow the rules.

I will come up with a question every week . Today I came with the sixth question in that continuation. Hope you all participate to enjoy this fun contest. The answer must be given in the comments by 12 noon on Friday.

The answer to the question asked must be creative and interesting. The more creative the answer, the more likely it is to win. As I said earlier, our initiative is to make a bit of fun without giving the correct answer to the question here.

For example, the question may be "Why is the colour of the sea blue"? We are not at all interested in knowing the correct answer. Alternatively, the answer could be "The wife of the ocean's favourite colour is blue". Again it could be "the lover of the ocean burn him by giving shock". Looking forward to your participation with creative answers like this.

And the initiative can be successful only with your participation.

Today's question:

  • Why does the sun go from east to west?

Questioner:

Opinion of the questioner:

  • I do not wish to express any personal opinion. But interested to know funny answers from everyone..

Participation Rules:

  • The answer to the question must be commented on.
  • The answer should be a maximum of 50 words.
  • One user cannot answer more than once.
  • The answer cannot be edited.
  • No one else's answer can be copied.
  • The answer should be varied and interesting.
  • It is mandatory to re-steem the post.
  • Any adult answers must be omitted.
  • The answer must be given by 6 PM on Friday

Prize pool:

  • Each of the first three winners - 2 steem.

The fifth funny contest was well attended. I expect everyone to participate regularly. This week the top 3 from all participants will be selected as winners.

Winner Name List :

@sduttaskitchen

@noelisdc

@nasir04

Quiz Rewards send :

20230227_234306.jpg20230227_234441.jpg
20230227_234338.jpg20230227_234323.jpg

We would love to welcome all the friends from steemit platform to join this funny comment contest. It is an endeavour to go through our sense of humour over our regular posts. Small initiatives are taken from the incredible India community to gel up with each other funnily.

Greetings to all

-1675190969286.gif

Sort:  
 last year 

প্রত্যেকেই তার ভালোবাসার মানুষের কাছে যেতে চাই। ঠিক তেমনি সূর্য হয়তো বা চাঁদকে ভালোবাসে। আর তাই সে মনে করে, সে প্রত্যেকদিন পূর্ব দিক থেকে উঠে তাকে পশ্চিম দিকে, তার ভালোবাসার মানুষের কাছে যেতে হবে। তবেই সে তার ভালোবাসার মানুষের দেখা পাবেন।

  • কারন আমরা জানি সূর্য ডুবে গেলেই চন্দ্র উদিত হয়
 last year 

সত্যিই অতুলনীয় 🥳😏🌅🌃

এই রহস্যটা এতদিন চাপা ছিল কেমন করে!!!!

 last year 

😀

Hello steemains of Incredible India. I am going to answer this quistion.this is my story.

Even if you don't know, The sun works in the transport department. It is a passenger bus. It is a little old dilapidated bus. He starts his journey in the morning from the east. You must have seen him go to the Western with a load of people. His destination is the West. After reaching the west, the driver again drinks a cup of tea and leaves for the east on the same route. You don't see him coming back.

Because it is an old bus. Its lamps do not work. So we don't see him coming back because of the darkness. If you want to see them come back at night, you can light a torch. Even if you don't know, it always happened. Do you remember that scientist Galileo Galilei? He has taught you lies.

I think you will get my point. This is a very funny contest.; I would like to thanks to @mayedul for this contest. thank you.

You have written brilliantly, indeed Sun is a dilapidated passenger bus. It doesn't have the power to turn on the lights to come back at night.

You were kindly asked to write in 50 words among the conditions of participation. I hope you participate in the funny contest every week.

Thank you sir. I hope to participate in the funny contest every week.

Thank you for your nice cooperation.

 last year 

অন্য দিকে যাওয়ার পথ খুঁজে পায়না তাই।😎

হাতে তো টর্চ লাইট আছে তবে পথ খুঁজে পায় না কেন?

🤣🤣🤣🤣 দারুণ বলেছেন🤣🤣🤣

হা হা হা!!!

Loading...
 last year 

সূর্য্য, আসলে সে তো এক হুকুমের গোলাম। তিনি চান না তার মালিকের দেয়া হুকুম অমান্য করি, যদি তার উল্টো টা চাইতেন, হয়তোবা পৃথিবী ধ্বংসও হয়ে যেত।

একদিন তার মালিকের হুকুমেই পশ্চিম থেকে উদিত হবে। ফলে সব ধ্বংস হয়ে যাবে।

সেই রিস্ক নেয়া যাবে না উল্টো পথে না যাওয়াই ভালো।

 last year 

সূর্য সর্বদা পূর্ব দিকে ওঠার কারণ হলো পৃথিবীর আহ্নিক গতি। সে সব সময় নিজ অক্ষরেখার চারদিকে ঘুরছে। এছাড়া প্রবিত্র কুরআনে বলা হয়েছে কিয়ামতের দিন সব উল্টো কাজ করবে কোনো কিছুই সঠিকভাবে ঘটবে না।সেদিন সূর্য পশ্চিম দিকে উঠে পূর্বে দিকে অস্ত যাবে। এটি হল সেদিনের সূর্য্যের উল্টো ঘটনাটি তার মানে সঠিক ঘটনা হল সূর্য পূর্বে উঠে পশ্চিমে দিকে অস্ত যাবেই। কারণ কুরআনে কোনো নির্দিষ্ট দেশ বা জায়গা নিয়েই আলোচনা করা হয়নি। এতে মহাজগতের সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। তার মানে সূর্য শুধু এ দেশেই পূর্বে উঠে না এটি সারা দুনিয়ার জন্য একই । তাই আমি পরিশেষে বলা যায় সূর্য পূর্ব দিক হতে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়।

খুব ভালো বলেছেন।
তবে এত সিরিয়াস উত্তর আশা করিনি।
চেয়েছিলাম ব্যতিক্রমধর্মী মজার কোন উত্তর!!!

 last year 

পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে যেতে হয়।প্রতিদিন, পৃথিবী তার অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, যার ফলে সূর্যকে বিপরীত দিকে যেতে হয়।

ঘটনা সত্যি।
তবে ভিন্ন ধরনের মজার কোন উত্তর চেয়েছিলাম!!!

 last year 

El sol es muy inteligente, el ir del este al oeste es más fácil, el camino es largo pero seguro que ir del norte al sur, en el este el camino es más bonito con un hermoso sendero, hay muchos frutos y aves hermosas mientras que de norte a sur el camino es corto y se llega más rápido, pero hay animales como los leones, pumas, tigres y cascabeles, entonces el sol sabe que por el camino del sendero está más seguro, es más largo pero es mejor preservar su vida.

Since there are many dangers on both sides, the straight path is chosen in the west!!!

 last year 

☺️ jajaja siempre habrá un camino por dónde transitar.

Saludos amigo ☺️

I think the sun goes out west to find a new girlfriend.

Please join with us.

Our discord:- Meraindia discord link

Congratulations!!
You are the winner of my funny contest.

Please join with us.

Our discord:- Meraindia discord link

 last year (edited)

Hola amigo, muchas gracias, me encantó participar en este concurso divertido ☺️ intenté unirme al discord pero me dice que el enlace no es válido

Thank you so much for your nice cooperation.
Here is our Discord Link:
https://discord.gg/StJXAHh8
Please join with us.

 last year 

সূর্য পূর্ব থেকে পশ্চিমে যায় কিন্তু চাঁদের দেখা পায় না। সূর্য যখনই অস্ত যায় তখন ভাবে চাঁদ এর সাথে দেখা হবে কিন্তু আর দেখা পায় না। ওদিকে চাঁদ আবার পূর্ব দিক থেকে উদিত হয়। এভাবে তারা দুজন সঠিক নিয়মে উদিত হয় আর ডুবে যায়।

হা হা হা!!
একদম ঠিক বলেছেন।

 last year 

😏

এতো দেখছি রীতিমতো লুকোচুরি খেলা হচ্ছে।

 last year 

😃

দেখা কতক্ষন চলে লুকোচুরি।🤫🤫

সেটাই তো দেখার বিষয়,,,,হাজার হাজার বছর ধরে তো এই লুকোচুরি খেলায় হয়ে আসছে।দেখা যাক কবে শেষ হয় এই লুকোচুরির।

সকল স্বামীরাই মুক্তি চায় বউয়ের বকবক থেকে।তাই যতক্ষণ সূর্যের আলো থাকে তারা চায় কাজের বাহানা করে বউয়ের হাত থেকে বাঁচতে।

যেহেতু পূর্ব হতে পশ্চিমের দূরুত্ব যথাক্রমে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকের চেয়ে বেশি, তাই সূর্যও স্ব-ইচ্ছায় পূর্ব থেকে পশ্চিমেই যায়।যাতে করে এই সময়টুকু স্বামীরা বউদের হাত থেকে বাঁচতে পারে।

এই ঘটনা যদি বউয়েরা জানতে পারে তাহলে সব স্বামীর খবর আছে।

আহ্ আস্তে বলেন,,,,,,, বউয়েরা শুনে পেলবে😅😅

সেজন্যই তো চুপি চুপি বললাম পাশে বউ আছে...
হা হা হা!!!

হা হা হা 😹😹আপনার তো অনেক সাহস বউয়ের পাশে বসে এই পোষ্ট দেখতাছেন,,,,বউ জানতে পারলে আপনার দুপুরে লান্সও জুটবে না ভাতও জুটবে না🤣🤣🤣

লাঞ্চ না দিলেও সমস্যা নেই,
একটু ভাত দিলেই চলবে।
কিন্তু আপনার কথা শুনে তো ভয় পেয়ে গেলাম
😳🤔

ভাত তো দূরের কথা,,,, কপালে চাউল শেদ্ধও জুটবে না🤣🤣

ওরে বাপরে আমি পালাই!!!

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69650.24
ETH 3776.55
USDT 1.00
SBD 3.44