টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ রিভিউ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস।

in Incredible India3 months ago (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ আমি আবারো হাজির হয়েছে আপনাদের মাঝে ক্রিকেট রিভিউ নিয়ে বাংলাদেশ বনাম নেদারল্যান্ড। এই খেলা টি গতকালকে অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়ার সময় রাত সাড়ে দশটা থেকে। বাংলাদেশের খেলা না দেখে কি ঘুম আসে আর এই ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুবর্ণ সুযোগ ‌।

IMG_20240614_211005.jpg খেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

বাংলাদেশের খেলা বলে কথা বাংলাদেশ হারলেও নিজের দেশ সাপোর্ট করতে হবে বাংলাদেশ জিতলেও আমাদের গর্ভ সব সময় বাংলাদেশের পক্ষেই রয়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বাংলাদেশের যে পারফরম্যান্স ছিল তাতে কেউ বলে নাই যে বাংলাদেশ একটি ম্যাচ জিততে পারবে । তবে বাংলাদেশের এখন যেভাবে খেলছে সুপার eight এ ওঠার আর মাত্র একটি ধাপ বাকি যদি নেপালের সাথে ভালোভাবে জয়লাভ করতে পারে তাহলে আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবো যদি নাও জয়লাভ করি তাহলেও যেতে পারবো। সমীকরণ এখন এভাবেই দাঁড়িয়েছে।

IMG_20240614_084607.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের মাটিতে তিন নম্বর দল নেদারল্যান্ডের সাথে টসে হেরে নেদারল্যান্ডের অধিনায়ক বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাই আজ ওপেনার হিসেবে মাঠে নামছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও জুনিয়র তামিম। নাজমুল হাসান শান্ত আজও গোল্ডেন ডাক দিয়ে মাঠ ছাড়েন প্রথম ওভারেই নাজমুল হাসান শান্ত আউট। এক রান করে ফেরেন এই অধিনায়ক

IMG_20240614_084636.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

দ্বিতীয় ওভারে আরো একটি উইকেটের পতন ২৩ রানে দুই উইকেট হারাই বাংলাদেশ বরাবরের মতো আজও টপ অর্ডার ব্যাটসম্যান কোন কিছু করতে পারি নাই লিটন কুমার দাস দুই বলে এক রান করে মাঠ ছাড়েন।

IMG_20240614_084653.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

তৃতীয় ওভারে সাকিব আল হাসান মাঠে নামেন শুরুটা খুব ভালই করেছিল ছয় অবশেষে বাংলাদেশের সংগ্রহ 54 রান। দুই উইকেটের বিনিময়ে বাংলাদেশে এই সর্বপ্রথম পাওয়ার প্লে তে ৫০ রান পার করছে। সাকিব আল হাসান ও জুনিয়র তামিম দুজনেই ভালো খেলছিলেন দুজনে জুটিতেই 70 রান পার হয়। জুনিয়র তামিম লম্বা শর্ট খেলতে গিয়ে ক্যাশ আউট হয়ে ২৬ বলে ৩৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

IMG_20240614_084745.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিবের জড়োয়া ব্যাটিং এর মধ্য দিয়ে আজ বাংলাদেশ সুন্দর একটি টার্গেট ছুড়ে দিয়েছে নেদারল্যান্ডকে। শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ২১ বলে ২৫ রান করেন ও জাকের আলি ৭ বলে ১৪ রানের সুন্দর একটি ইনিং উপহার দেন আর এই সুবাদেই বাংলাদেশ ৫ উইকেটে ১৫৯ রানের টার্গেট দেন লেদারল্যান্ডকে।

IMG_20240614_084803.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

খেলার দ্বিতীয় অধ্যায়

বাংলাদেশ যে টার্গেট দিয়েছে, নেদারল্যান্ডকে এই টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই খুব ফর্মে ছিলেন নেদারল্যান্ডের ওপেনিং জুটি। দুই ওভারে ই ২২ রান তুলে নেয় তবে এর মধ্যে একটি উইকেট হারিয়ে ফেলে। মোস্তাফিজুর রহমানের কাটারে অনেকটাই দুর্বল ছিলেন লেভিট তিনি 16 বলে 18 রান করে আউট হয়ে মাঠ ছাড়েন।

IMG_20240614_084844.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

প্রথম ১০ ওভারের ভিতরে লেদারল্যান্ড অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছিল দশ ওভার শেষে ৮৫ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ড মাত্র ৩ উইকেটের বিনিময়ে তবে এর পরেই রেশাদ হোসেনের লেগ স্পিনে পরপর দুইটি উইকেট হারায় লেদারল্যান্ড আর এরপর থেকেই বাংলাদেশ ঘুরে দাঁড়ায়।

IMG_20240614_084859.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

১৫ ওভার শেষে ছয় উইকেটের পতন নেদারল্যান্ডের সংগ্রহ ১১৭ রান। শেষ ৩০ বলে নেদারল্যান্ডের দরকার ছিল মাত্র ৪৪ রান। হাতে ছিল চার উইকেট তবে মোস্তাফিজুর রহমান বলে আসলেই যেন অনেকটাই রান চেক দিচ্ছিলেন তার দুর্দান্ত বোলিংয়ের মারফতে বাংলাদেশ সহজেই জয় তুলে নিতে পেরেছে।

IMG_20240614_084932.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
IMG_20240614_085030.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ সংগ্রহ লেদারল্যান্ডের । ২৫ রানে জয়লাভ করল বাংলাদেশ সেই সাথে সুপার এইটে খেলার নিশ্চিত করলেন অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ টিমকে।

Sort:  
Loading...
 3 months ago 

আজকে আপনি টি-টোয়েন্টি খেলার বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের ক্রিকেট ম্যাচের সুন্দর রিভিউ শেয়ার করেছেন।
সত্য কথা বলতে কি, শুক্রবার দিনে আমি অনেক ব্যস্ত থাকি। যদিও খেলাটি দেখার ইচ্ছা ছিল কিন্তু সুযোগ হয়নি। তবে মোবাইলে ভিডিও না দেখে ক্রিকবাজ থেকে স্কোরটা দেখেছিলাম।
আসলে বাংলাদেশের এই ম্যাচটা জিতলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ।
তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ২৫ রানে জিতে গিয়েছে।
খেলার রিভিউ নিয়ে পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

সম্পূর্ণ খেলাটি আমিও দেখেছি। বাংলাদেশের পারফরম্যান্স দেখে যতবারই বলি যে খেলা দেখব না, কিন্তু আসলে নিজের দেশ বলে কথা বারবার টিভির সামনে বসে যাই। এবার কিন্তু বাংলাদেশ আমাদের আর হতাশ করেনি। ১৬০ রানের টার্গেট যখন দিয়েছে তখনই বুঝেছি আজ বাংলাদেশ জিতবে। হলোও তাই। খুবই সুন্দর ভাবে আপনি বাংলাদেশ বনাম নেদারল্যান্ড খেলার রিভিউটি দিলেন।আশা করছি সুপার ৮ এও বাংলাদেশ এই জেতার ধারা বজায় রাখতে সক্ষম হবে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63813.24
ETH 2654.52
USDT 1.00
SBD 2.76