সময় মতো খাদ্য ও পানি পান করার উপকারিতা।

in Incredible Indialast year
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। বন্ধুরা আপনাদের কাছে অনেকদিন যাবত কোন উপকারিতা অপকারিতা মূলক পোস্ট করি নাই কেননা এই বিষয়ে পোস্ট লিখলে অনেক সমস্যায় পড়তে হয় ।

IMG_20240818_144958.jpg

যেমন উপকারিতা ও অপকারিতার বিষয় অনেক আর্টিকেল রয়েছে যা আপনার লেখার সাথে অনেক সময় মিলে যায় অনেকটা এই ভয়েই আমরা অনেকেই এমন পোস্ট করা থেকে বিরত রয়েছি। তবে আজ সকালে ভাবলাম যে আমার নিজের কিছু লাইফস্টাইল নিয়ে আপনাদের কাছে তুলে ধরি এতে হয়তোবা আপনারাও উপকৃত হতে পারেন। যাই হোক এখন মূল বিষয় নিয়ে কথা বলা যাক।

IMG_20240818_144504.jpg

আমি প্রতিদিন সকালে খালি পেটে পানি খাওয়ার চেষ্টা করি আপনারা হয়তোবা অনেকেই পড়ছেন আমি ফরজের নামাজের আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার আগে অর্থাৎ সকালে ব্রাশ করার আগেই খালি পেটে পানি খাই । এর উপকারিতা রয়েছে অনেক যেমন গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য রোগ, পেটের ভিতরে থাকা বিভিন্ন খারাপ জীবাণু ইত্যাদি সারারাত ঘুমানোর ফলে আমাদের মুখের ভিতরে এক ধরনের লালা উৎপাদন হয় আর এই লালা আমাদের শরীরের জন্য খুবই উপকারী । অনেক ডাক্তারে বলে যে যদি কেউ প্রতিদিন সকালে খালি পেটে এই লালাগুলো তার শরীরে ঢোকাতে পারে তাহলে ছয় থেকে সাতটি রোগ কখনোই তার ধারের কাছে আসবেনা।

IMG_20240818_144958.jpg

এছাড়াও নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ করা আমাদের শরীরের জন্য খুবই উপকারী যেমন সকাল আটটার ভিতরে নাস্তার সেরে ফেলা তারপর দুপুর একটা থেকে দুইটার ভেতরে দুপুরের খাবার খেয়ে নেওয়া। আমি যেহেতু সকালে ছোলা ও বাদাম ভিজানো পানি সহ ছোলা ও বাদাম খেয়ে থাকি তাই সকালে আর নাস্তা করতে হয় না মাঝেমধ্যে খেজুর খেয়ে থাকি। সকালে খালি পেটে ছোলা ও বাদাম খাওয়ার উপকারিতা প্রচুর পরিমাণ তাই এটা আমি প্রতিদিন খাওয়ার চেষ্টা করি। আমি প্রতিদিন বারোটার সময় দুপুরের খাবার খেয়ে নেই এতে করে আমার শরীর সুস্থ থাকে। গ্যাস্টিক সহ আরো অন্যান্য রোগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব যদি আপনারা সঠিক সময়ের ভেতরে খাবার গ্রহণ করেন।

IMG_20240818_145029.jpg

এছাড়া রাতের খাবার নয় টা থেকে ৯:৩০ মিনিটের ভেতরে খেয়ে নিতে হবে এবং দশটা থেকে সাড়ে দশটার ভিতরে ঘুমাতে যেতে হবে যদি প্রতিদিনের রুটিন ঠিক থাকে তাহলে আপনার শারীরিক গঠন এবং মানসিক অনেক চিন্তা থেকেও দূরে থাকতে পারবেন। আমি এটা মেন্টেন করার চেষ্টা করি তবে দুই এক দিন হয়ে ওঠে না কাজের চাপ থাকার কারণে রাতে ঘুমাতে অনেক সময় বারোটা বেজে যায়। আর এর কারণেই অনেক সময় আমি সকালে ঘুম থেকে দ্রুত পড়তে পারি না যদিও ঘুম থেকে দ্রুত উঠি তাহলে সকালে অলসতা কাজ করে।

IMG_20240818_145133.jpg

আমরা জানি যে রাত দিন মিলে ২৪ ঘন্টা আর এই ২৪ ঘন্টার ভিতরে আট ঘন্টা আমাদের দৈনন্দিন কাজের ভিতরে কেটে যায় বাকি ১৬ ঘন্টার ভিতরে ৮ ঘন্টা ঘুমের জন্য চলে যায় আর বাকি যে ৮ ঘন্টা থাকে এটাই মূলত আমাদের স্বাস্থ্যের জন্য ব্যয় করতে হবে যেমন ব্যায়াম করা ,‌ বই পড়া, হাঁটাহাঁটি করা ইত্যাদি। স্বাস্থ্য সুরক্ষার জন্য অবশ্যই সঠিক সময়ের মধ্যে খাওয়া-দাওয়া শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কথায় আছে স্বাস্থ্য সকল সুখের মূল। নিজে সুস্থ থাকলে দুনিয়াটা সুন্দর লাগে।

তো বন্ধুরা সঠিক সময়ে খাওয়ার উপকারিতা সম্পর্কে আমি আমার নিজের মতো করে উল্লেখ করেছি যেটা বেশি অংশ আমি করে থাকি এবং আপনাদেরকেও সাজেস্ট করছি। লেখাটি কেমন হয়েছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন ।

Sort:  
 last year 

আসলে যদি আমরা সময় মতন খাবার ও পানি পান করি তাহলে আমাদের শরীরের সব কিছুই সঠিকভাবে থাকে। যেমন আমরা যদি সব সময় মতন খাওয়া দাওয়া করি তাহলে শরীরটা অনেক ভালো থাকে আর আমাদের শরীরে প্রয়োজনীয় পানি যদি আমরা পান করি তাহলে শরীরের অনেক কিছুই উপকার পাওয়া যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি এই পোস্টটি আমাদের মাঝে করার জন্য।

 last year 

প্রতিনিয়তই সঠিক সময়ে খাবার মধ্য দিয়ে আমাদের শরীর সর্বদাই গড়তে থাকে যদি খাবারে অনিয়ম হয় তাহলে অনেক সমস্যায় পড়তে হয়। যাইহোক খুব ভালোভাবে আপনি আমার পোস্টটি পরিদর্শন করছেন এবং খুব সুন্দর একটি কমেন্ট করছেন এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

Loading...
 last year 

আপনার পোস্টের মাধ্যমে সময়মতো খাবার খাওয়া আর জল খাওয়ার উপকারিতা জানতে পেরে খুব ভালো লাগলো। আসলে সবকিছুই সময় মত করলে হয়তো শরীর সবসময় ঠিক থাকে। আমিও সকাল বেলায় ঘুম থেকে উঠে এক গ্লাস জল খায়। শরীর সুস্থ রাখা বা ভাল রাখার জন্য হাঁটাহাঁটি করা ব্যায়াম করা অবশ্যই প্রয়োজন। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

দিদি এখন অধিকাংশ মানুষ খাবার পানি খাওয়া নিয়ে যত তা সিরিয়াস না। আর এই কারণেই ডাক্তারের ঘরে সব সময় ভিড় লেগেই আছে। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last year 

এটা আপনি একদম সঠিক বলেছেন অনেক উপকারিতা লিখতে অনেক লেখার সাথে মিলে যাওয়ার জন্য আমিও লিখতে ভয় পাই।। যাইহোক খুবই চমৎকার ভাবে আপনার লাইফ সম্পর্কে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আর হ্যাঁ শুনে ভালো লাগলো প্রতিদিন সকালে খালি পেটে পানি খান আসলে এটা আমাদের জন্য অনেক উপকার।।