You are viewing a single comment's thread from:

RE: "Steem Made Alive"

in Incredible Indialast year

দিদি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি আপনার নিজের মত করে দিয়েছেন।

আমি এর আগেও দেখেছি আপনার হাতে বানানো এই স্টিমিট প্ল্যাটফর্মের লোগো"এ্যাডমিন ম্যাডামের সাথে অনেক আগে থেকে পরিচয় থাকলেও করোনার মহামারীতে ঘর বন্দী হওয়ার পর থেকেই আপনি এই প্লাটফর্মে কাজ করা শুরু করেন তাও আবার আমাদের এডমিন ম্যাডামের সুবাদে।

আপনার একদম সঠিক কথা উল্লেখ করছেন যে এখানে কাজ করার মধ্য দিয়ে আমরা যেমন অর্থ উপার্জন করতে পারি। তেমনি আমাদের ভালোলাগা ও খারাপ লাগার সমস্ত বিষয়গুলো শেয়ার করতে পারি অনেকের হয়তোবা খারাপ লাগার বিষয়গুলো কোথাও শেয়ার করতে পারেনা সেগুলো মনের ভেতরে যুগ যুগ ধরে পুষে রাখে। তবে এখানে কাজ করার সুবাদে সব বিষয় ভাগাভাগি করে নেওয়ার একটি সহজ পন্থা। আমি মনে করি শুধুমাত্র অর্থের জন্য যে এখানে কাজ করবে সে বেশিদিন টিকে থাকতে পারবে না। নিজের ভালোলাগা এবং ভালোবাসা দিয়ে কাজ করলে দীর্ঘদিন কাজ চালিয়ে যেতে পারবে।

দিদি আপনি এ প্রতিযোগিতা প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

Sort:  

We support quality posts and good comments Published in any community and any tag.
Curated by : @edgargonzalez

 last year 

@edgargonzalez sir, thank you so much for supporting me ❤️..