You are viewing a single comment's thread from:

RE: আজকের কবিতা:- "রোশনাই!" Poetry:-"The light!"

in Incredible India3 months ago

খুব সহজেই সকলকে বিশ্বাস করে মানুষগুলো বেশি কষ্ট পেয়ে থাকে। কেন তারা বুঝতে চাই না সবাই যে বিশ্বাসের মর্যাদা রাখতে জানে না।

রক্তের রঙ সকলেরই লাল;

কবিতার এই লাইনটা আপনার মুখে অনেকবার শুনেছি। আপনার এই কবিতার ঠিক এই লাইনটি চারটে শব্দ দিয়ে গঠিত তবে এর অর্থ বোঝার মত ক্ষমতা অনেকেরই নাই। শুধু মানুষ বলে কথা নয় পশুপাখি সহ মানুষের ও রক্ত লাল। পশু পাখির ভিতরে যতটুকু আন্তরিকতা রয়েছে আমার মনে হয় কিছু কিছু মানুষের ভেতরে এতটুকু আন্তরিকতা নাই। প্রতিহিংসা মানুষকে ধ্বংস করে আবার একে অপরের ভালোবাসায় সম্মান বৃদ্ধি করে।