You are viewing a single comment's thread from:

RE: "The Steemit Awards 2024- My choice"

in Incredible Indialast year (edited)

আমার কাছে মনে হয় ম্যাম কে Best Contest Maker ও Best All Rounder হিসাবে নির্বাচন করা উচিত, কেননা ম্যামের ,পোস্টগুলো আমি যখন পড়ি তখন আমি একটি বিষয় অনেক উপলব্ধি করি , ম্যাম যখন কোন পোস্টে লেখে, তখন অনেক দিক থেকেই সে চিন্তা ভাবনা করে ,লেখা শুরু করে, যাতে খুব সহজভাবে পাঠকরা বুঝতে পারে। ম্যাম সব সময় সাধারণ শব্দ দিয়ে বাক্য তৈরি করে যা পড়তে ও বুঝতে খুব সহজ হয় । আমি মনে করি,একজন বেস্ট কমিউনিটির লিডার হিসেবে শুধু বেপুল পরিমাণের SP থাকলে হয় না । তার ভিতরে থাকতে হয় আত্মবিশ্বাস কমিউনিটির সদস্য সবার প্রতি ভালোবাসা, কমিউনিটি সদস্যদের সাথে কৌশল বিনিময়। যা ম্যামের ভিতরে প্রকাশ পায়।
ম্যামের জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ ,আমার বিশ্বাস সেই বেস্ট অলরাউন্ডার হিসাবে নির্বাচিত হবে! যা আমাদের ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির জন্য গর্বের বিষয় ।