বোনের জন্মদিন সেলিব্রেশন

in Incredible India2 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG20251226185851.jpg

গতকালকে সেজ বোনের ছোট করে জন্মদিন সেলিব্রেশন এর মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। এই বছরে এত পরিমাণে ঠান্ডা পড়েছে সত্যিই মনে হচ্ছে এখন শীতকাল চলছে আমরা দার্জিলিঙে বসে রয়েছি। অন্যান্য বছরে ঠান্ডা পড়লেও এত পরিমাণে ঠান্ডা পড়ে না। এবছরের শীতকালে প্রচুর নেমন্তন্ন খেয়েছি। তবে বোনের জন্মদিন ছিল ৫ই ডিসেম্বর। তখন আমাদের অশৌচ চলছিল। তাই আমি যেতে পারিনি। এ বছরে আমার বোনের জন্মদিন সেলিব্রেশন করার জন্য ওদের বাড়িতে যাবার কথা ছিল। তবে আমার বর ফোন করে বোনকে আসার জন্য রিকোয়েস্ট করেছিল। বাড়িতে না হলেও বাইরে গিয়ে সেলিব্রেশন করা হতো। কিন্তু বোন আসতে রাজি হয়নি। ছোট থেকে কোন দিন সেভাবে ওর জন্মদিন পালন করা হয়নি। এখন প্রত্যেকের জন্মদিন পালন করা দেখে ওর ভীষণ ইচ্ছে করে জন্মদিন পালন করবার।

IMG20251226185815.jpg

কয়েকদিন আগে আমার মা, দুই বোন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল ।মা আর আরেক বোন বাড়ি চলে গিয়েছিল। কিন্তু সেজ বোন আমার বাড়িতে ছিল। তাই আমি মনে মনে প্ল্যান করেছিলাম একটা কেক নিয়ে এসে ছোট্ট করে সেলিব্রেশন করা হবে। যাতে ওকে একটু আনন্দ দেওয়া যায়। এখন ক্রিসমাস স্পেশাল প্রচুর কেক পাওয়া যাচ্ছে ।তাই বরকে বাড়ি ফিরবার সময় ফোন করে বলে দিয়েছিলাম কেক নিয়ে আসবার জন্য। আমার কথা শুনে ও দুটো কেক নিয়ে এসেছিল ।এদিকে বোন ছিল মামার বাড়িতে। আমি ওকে আমার বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলাম। তখন ও কিছুই জানে না।

IMG20251226184818.jpg

বাড়িতে ঢোকার সাথে সাথে আমার বর বলে ফেলেছিল তোমার জন্য সারপ্রাইজ আছে ।কিন্তু তখন ও কিছু বুঝে উঠতে পারছিল না। আমার উপরের ঘরে আমি কেকটা রেখে কয়েকটা বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। এবারে ওকে নিজে থেকে উপরে নিয়ে গিয়েছিলাম নিয়ে যাওয়ার পর ও তো প্রথমে দেখে একটু অবাক হয়েছিল। কারণ কোনদিন ওর সেভাবে জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। যত দিন যাচ্ছে এই সবকিছুর ধুম বেড়েই চলেছে। যাই হোক এরপর সেলিব্রেশন করা হলো ।সকলকে কেক কেটে দেওয়া হয়েছিল। জানিনা ও মন থেকে কতটা আনন্দ পেয়েছিল। দেখে মনে হয়েছিল ভীষণ খুশি হয়েছিল।

IMG20251226185757.jpg

এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে ।আমরা এইরকমই ছোট ছোট আনন্দ করতে ভীষণ ভালোবাসি। প্রত্যেক বোনের সম্পর্ক যেন এরকমই অটুট থাকে। সারা জীবন এইরকম ভাবেই হাসিখুশি আনন্দে বেঁচে থাকতে চাই। আমি আনন্দ করতে ভীষণ ভালোবাসি।ওকে খুশি করতে পেরে আমাদেরও ভীষণ ভালো লেগেছে। তবে সঠিক সময়ে করলে আরো ভালো হতো।আসলে সবকিছুই করেছিল আমার বর। গতকালকে সন্ধ্যাটা খুব সুন্দর মুহূর্ত কাটিয়ে বেশ ভালো লেগেছিল। সেটাই আপনাদের মাঝখানে শেয়ার করে নিলাম।


আজ এই পর্যন্তই ।আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল ।সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন।

Sort:  
Loading...



Curated by : @ahsansharif

 21 hours ago 

Thank you 🙏