মাদকদ্রব্য সেবন

in Incredible India2 months ago (edited)

মাদকদ্রব্য সেবন ও নেশাখোর শব্দটি শুনতে খারাপ লাগে। কিন্তু যারা এই মাদকদ্রব্য সেবন করে যারা এই নেশা জাতীয় জিনিসটির সাথে জড়িত রয়েছে। তাদের জীবন এলোমেলো হয়ে গিয়েছে।

1000035219.jpgছবি

বন্ধুরা আজকে আমি কথা বলব এই মাদক সেবন নিয়ে। আমার আপন মামা এই মাদক দ্রব্য সেবনের সাথে জড়িত। আমার মামার আজকে পরিণতি আজকে কি হাল হয়েছে এই সম্পর্কে আপনাদেরকে কিছু ধারনা দেওয়ার চেষ্টা করব।

আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম আমার এখন মনে পড়ে। আমার সেই মামা অনেক সুদর্শন অনেক হ্যান্ডসাম ছিল। আমাদের বাড়িতে যখন আমার মামা আসতো অনেক কিছু নিয়ে আসতো শার্ট প্যান্ট রিং করে আসতো। আমাদের জন্য অনেক খাবার নিয়ে আসতো। অনেক কেনাকাটা শপিং করে নিয়ে আসতো।

1000035220.jpgছবি

আমার নানা একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ।আমার মামা হচ্ছে মূলত দুইজন। আজকে আমি আপনাদেরকে বলবো আমার বড় মামার কথা। আমার বড় মামা আমাদের বাড়িতে আসলে বাজার- অনেক কিছু নিয়ে আসতো এটা অনেক আগের কথা আমি যখন ছোট ছিলাম আমার একটু একটু মনে পড়ে। এভাবে যাওয়ার পর আমার মামা বিয়ে করল। আমার মামা মূলত কিছুই করতো না। বিয়ের পর রিকশা চালায়।

এরপর আস্তে আস্তে মাদকদ্রব্য সেবন শুরু করে।কিন্তু ধীরে ধীরে যে এতটাই মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছে আমার নানা তখনও বুঝতে পারেনি। কিছুদিন পর রিক্সা বিক্রি করে মাদক সেবন করে। তারপর আমার নানা আমার মামাকে মারধর করে। এভাবে কিছুদিন পরে আমার মামাকে আরো একটি রিক্সা কিনে দেয়। এভাবে কিছুদিন ভালো থাকার পর রিক্সাটি আবার বিক্রি করে মাদক সেবন করে।

1000035228.jpgছবি

এভাবে আমার মামার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কেননা কোন মেয়েই এইরকম স্বামীর সঙ্গে সংসার করতে চাইবে না। তারপর গ্রামে চুরি করা শুরু করে। গ্রামের টিউবওয়েল চুরি করে বিক্রি করে। এভাবে একদিন চুরি করতে গিয়ে ধরা পড়ে গ্রামের মানুষ ধরে মারধর করে। নেশা এমন একটা জিনিস যা আপনাকে চুরি করতে বাধ্য করায়।

তারপর আমার মামা তার নিজের ঘরের টিন খুলে বিক্রি করে। ঘরের জিনিস খাট চেয়ার টেবিল সব বিক্রি করে এক এক করে। সে নিজের ঘরের জিনিস বিক্রি করে রাতের বেলায় যাতে আমার নানা বা কেউ না দেখে। এভাবে নিজের ঘরের জিনিস সব বিক্রি করে দেয় সেই টাকা দিয়ে নেশা করে।

1000035229.jpgছবি

তারপর আমার আম্মুর কাছে আসে কিছুদিন পর পর। আমার আম্মুর পা জড়িয়ে ধরে আর আম্মুকে নানান কথা বলে টাকা নিয়ে যায়। এদিকে আমার আব্বুর সঙ্গে আমার আম্মুর প্রতিনিয়ত ঝগড়া হয় এই বিষয়টা নিয়ে। তারপর আমাদের একটা সাইকেল ছিল আমার বাবার অনেক সখের একটা সাইকেল ছিল। একদিন হঠাৎ আমার মামা এসে মিথ্যা কথা বলে সাইকেলটা নিয়ে যায়। তিন দিন কোন খোঁজ ছিল না মামার, পরে জানতে পারলাম সাইকেলটা বিক্রি করে নেশা করেছে।

এভাবে আমার আম্মুর কাছে এসে অনেক কিছু নিয়ে গিয়েছে অনেক টাকা পয়সা নিয়ে গেছে। আর আমার বাবার আর মার সঙ্গে ঝগড়া হয়েছে এই বিষয়টা নিয়ে। তারপর আমরা আমি আস্তে আস্তে বড় হতে থাকলাম আমার জ্ঞান বুদ্ধি হতে থাকলো। হঠাৎই শুনতে পাই শহরে বেঁধে রেখেছে একজন চোরকে। চোরকে দেখতে গিয়ে দেখি সে আমার আপন মামা। লোক লজ্জার ভয়ে কাউকে বলতে পারি না যে এটা আমার মামা হয়।

1000035230.jpgছবি

এভাবে একদিন আমার মামা গভীর রাতে এসে আমার আম্মুকে ডাকছে। আমার আম্মু উঠে দেখে আমার মামার শরীর কাটা দাগ। হাটুতে কেটে দিয়েছে ব্লেড দিয়ে। পিঠের মধ্যে দাগ দিয়েছে ব্লেড দিয়ে। কোথায় যেন কি চুরি করেছে তারপরে ধরে সেখানকার লোকজন পিঠ চিরে দিয়েছে। আরো অনেক ইতিহাস রয়েছে আমার মামার।সেগুলো বললে অনেক লম্বা হয়ে যাবে।

আমরা এই ঘটনা থেকে এটাই বুঝতে পারলাম যে মাদকদ্রব্য মানুষকে ধ্বংস করে দেয়। মাদকদ্রব্য সেবন করলে শরীরের তো ক্ষতি আছে আছেই। সাথে সাথে আপনার মস্তিষ্ক নষ্ট করে দেবে। আপনার সংসার নষ্ট হয়ে যাবে আপনার সঞ্চয়ের সবকিছুই ধ্বংস করে দেবে আপনার কোন ভবিষ্যৎ থাকবে না। মাদকদ্রব্য সেবনকারীর চেহারা নষ্ট হয়ে যায় অল্প কিছু দিনের মধ্যে। মানুষ মাদক সেবনকারী কে কখনোই ভালোবাসে না।

1000035231.jpgছবি

আসলে আমার মামার এই পরিণতি হওয়ার একটাই কারণ মাদকদ্রব্য সেবন। আমার মামার একটা ছেলেও ছিল এখনো আছে। সেই ছেলেটা ছোট থেকে আমার নানীর কাছে বড় হয়েছে। আর আমার মামা কখন কোথায় থাকে আমরা নিজেও জানিনা। শুধু মানুষ বলে যে তোর মামাকে দেখলাম ওখানে সেখানে। তখন অনেক খারাপ লাগে যে আমার মামাকে নিয়ে মানুষ কুটো কথা বলে।

যাইহোক আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই। এই মাদকদ্রব্য সেবন থেকে আমরা অবশ্যই দূরে থাকব। কেননা মাদকদ্রব্য সেবন মানুষকে ধ্বংস করে দেয় তার জীবনে কখনো উন্নতি হবে না। তাই আমরা চেষ্টা করব মাদকদ্রব্য সেবন থেকে দূরে থাকার।

আর আমার মামাকে আমার নানা জমি বিক্রি করে মাদকদ্রব্য সেবন হসপিটাল রয়েছে সেখানেও দুইবার রাখা হয়েছিল, প্রায় চার বছরের মত তারপরও ওখান থেকে বের হয়ে কিছুদিন ভালো থাকার পর আবার আগের মত হয়ে যায়। আমার নানা অনেক চেষ্টা করেছে আমার মামাকে ভালো রাখার ভালো করার জন্য।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমার মামা এখন পর্যন্ত ভাল হয়নি।

যাইহোক বন্ধুরা আজকে এখানে সমাপ্তি টানছি। সবাইকে একটা কথাই বলবো সবাই এই মাদকদ্রব্য থেকে দূরে থাকবেন। যারা গার্জিয়ান আছে তারা অবশ্যই শুরু থেকে সতর্ক থাকবেন যে আমাদের ছেলে মেয়েরা ভুল পথে আছে নাকি ভালো পথে আছে।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

আসলে আমি এই মাদকদ্রব্য টা একেবারেই পছন্দ করে না এবং যারা এটা সেবন করে তাদেরকেও দেখল আমার শরীরের ভিতরে অন্যরকম একটি জিদ কাজ করে, এখন আমি সবসময় জন্য চেষ্টা করি যারা মাদকদ্রব্য সেবন করে তাদের থেকে সবসময় দূরে থাকাত। অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আমিও আপনার কমেন্টের সাথে একমত। আমিও মাদক সেবনকারিকে কে পছন্দ করি না। আমার যারা মাদক সেবন করে তাদের চেহারা নষ্ট হয়ে যায়। শরির থেকে গন্ধ বের হয়। ধন্যবাদ ভাই ভালো থাকবেন। আশা করি এরকম প্রতিনিয়ত কমেন্ট করে উৎসাহিত করবেন।

 2 months ago 

যারা মাদক সেবন করে তারা শুধু নিজের নয় বরং তার আশেপাশের মানুষেরও ক্ষতি করে। বর্তমানে মাদক সেবন করা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।এই ব্যপারে আমাদের সকলের সোচ্চার হওয়া প্রয়োজন। অনেকে পারিবারিক টেনশন বা বন্ধুদের পাল্লায় পড়ে এই কাজটা করতে আরম্ভ করে। আপনি আপনার মামার কথা আমাদের মাঝে শেয়ার করেছেন। মাদক সেবনকারী নিজের ও তার পরিবারের হানী করে থাকে।

 2 months ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। আমার এই পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনার কথার সঙ্গে আমিও একমত। আসলে যারা মাদক সেবন করে তাদের সঙ্গে মিশতেও মন চায় না। যারা মাদক সেবন করে তাদের সঙ্গে মিশলে নিজেরই ক্ষতি। যারা মাদক সেবন করে তাদের সঙ্গে মিশলে আমরা নিজেরাও একদিন মাদকের মধ্যে আসক্ত হয়ে পড়বো। ধন্যবাদ ভাই ভালো থাকবেন

Loading...
 2 months ago 

মাদক মানুষের জীবন ধ্বংস করে দেয়, যে একবার মাদকের ভয়াবহ নেশা শুরু করে এবং মাদকের প্রতি আসক্ত হয়ে যায় সে সহজে আথ সেটা ছাড়তে পারে না, যদিও চেষ্টা করলে ছাড়া সম্ভব, আপনার মামার মাদকের প্রতি আসক্তি এবং সেটার পরিনতি দেখে খুব খারাপ লাগল, ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য, ভাল থাকবেন

 2 months ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। আমার এই পোস্টে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আসলে যারা এই মাদকের প্রতি একবার আসক্ত হয়ে পড়ে। তারা আর চাইলেও এই মাদক থেকে দূরে সরে যেতে পারবেনা। কারণ যারাই ক্ষতিপূর্বে মাদকাসক্ত হয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গিয়েছে। তাই আমরা চেষ্টা করবে মাদক থেকে দূরে থাকার জন্য। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 2 months ago 

অবশ্যই আপনি ঠিক বলেছেন, আমাদের উচিত নিজেরা মাদক থেকে দূরে থাকা এবং আমাদের বন্ধুদের মাদক থেকে দূরে রাখার চেষ্টা করা।

 2 months ago 

আপনি খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন যা থেকে শিক্ষানীয় বিষয় আছে। মাদক মানুষকে এমন এক রাস্তা নিয়ে যায় যা থেকে আর কখনো ফিরে আসা কল্পনা করা যায় না। মাদকে আসক্ত প্রত্যেকটা ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যায়। মাদকে আসক্ত ব্যক্তির সংসারে নানা রকম ঝগড়াঝাটি সৃষ্টি হয়। মাদকাসক্ত ব্যক্তি এমনকি নিজের আপনজনদেরকে খুন করতে দ্বিধা বোধ করেনা। মাদকে আসক্ত হওয়া মানে নিজেই নিজেকে মেরে ফেলা। সুন্দর পোস্টের মাধ্যমে আপনি একটি সতর্কবার্তা প্রেরণ করেছেন যা থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া দরকার। আমরা সকলেই এই মাদক থেকে দূরে থাকার চেষ্টা করব। মাদককে না বলুন। এত সুন্দর একটি পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

সমাজে খুবই পরিচালিত ও ভয়াবহ একটি নাম হচ্ছে মাদকা আসক্ত।। যা আজ সমাজে ছোট ছোট বাচ্চাদের কে দিন দিন ধ্বংসের কথা নিয়ে যাচ্ছে আজকে আপনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।। এছাড়াও আপনার মামা সম্পর্কে বলেছেন আসলে আপনার মামার মত অনেকে এরকম মাদকাসক্ত যুক্ত হচ্ছে।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 62984.76
ETH 2472.53
USDT 1.00
SBD 2.55