SEC17 W2 - While making decisions, what do you prefer to follow: heart or mind?

in Incredible India15 days ago

সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের এই পোস্টের মাধ্যমে চলমান এনগেজমেন্ট চ্যালেঞ্জে আমি আমার অংশগ্রহণ নিশ্চিত করছি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমি আমার @kouba01 @jakaria121 @sayeedasultana@hasnahena বন্ধুদেরকে এই চ্যালেঞ্জে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

_Beige World Mental Health Day Instagram Post.jpg

Edited in Canva

What is your preference while making decisions, heart or mind?

সিদ্ধান্ত নেয়ার বেলায় আমি সব সময়ই মনের কথা শুনি। যদিও বা হৃদয় অনেক সময় আমার মনকে প্রভাবিত করার চেষ্টা করে, তবে আমি সব সময়ই মন দিয়ে যুক্তি ও বিশ্লেষণ করতে ভালোবাসি। অবশ্য এটা আমার জীবন থেকে নেয়া শিক্ষার কারণে। জীবনে বহুবার শুধু হৃদয়ের কথা শুনে পরে আফসোস করেছি, এবং বহুবার সেটা করার পর এটা উপলব্ধি করতে পেরেছি যে হৃদয় যাই বলুক আগে সেটা মন দিয়ে বিশ্লেষণ করবো, তার পর সিদ্ধান্ত নিবো। পরিস্থিতি যেমনই হোক না কেন তার বাস্তবিক মূল্যায়ন করার চেষ্টা করে আমাদের মন। আর যখন মন বাস্তবকে মূল্যায়ন করে তখন আমাদের নিজেদের অজান্তেই মন যৌক্তিক সিদ্ধান্ত গ্রহনের জন্যে আমাদের হৃদয়কে প্রভাবিত করে।

pexels-barbara-olsen-7869588.jpg
source

Do you think we need both in terms of making decisions? Describe reasons.

সিদ্ধান্ত নেবার বেলায় হৃদয় ও মন দুটি দুই মেরুতে অবস্থান করে। হৃদয় পরিচালিত হয় আবেগ, আকাঙ্ক্ষা ও প্রবৃত্তির দ্বারা, অপরপক্ষে মন বিশ্লেষণ, যুক্তি ও বাস্তবতার মাধ্যমে পরিচালিত। তাই হৃদয় যখন আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেবার কথা বলে তখন আমাদের মনের স্মরণাপন্ন হয়ে বিশ্লেষণ করে বাস্তবতার নিরীখে সিদ্ধান্ত নেয়া উচিৎ। শুধু হৃদয়ের কথা শুনে সিদ্ধান্ত নেয়া নিছক বোকামি ছাড়া কিছুই নয়। কারণ মানুষ বেশিরভাগ ভূল সিদ্ধান্ত গুলো আবেগের বসে নিয়ে ফেলে।

হৃদয় ও মন সিদ্ধান্ত গ্রহণে প্রায়ই আমাদের দোটানায় ফেলে দেয়। হৃদয় আমাদেরকে সাহস যোগায়, হটাৎ কোন পদক্ষেপ নিতে উত্সাহ দেয়, অপরপক্ষে মন দ্বিধান্বিত করে, সম্ভাব্য ঝুঁকি ও ক্ষতি নিয়ে আমাদের সামনে যুক্তি দ্বার করায়, প্রশ্ন তোলে। মন আমাদের সব সময় সতর্ক করে ও বাস্তবতাকে সমর্থন করে, যেখানে হৃদয় শুধু মাত্র আবেগ ও আকাঙ্ক্ষায় মগ্ন। এই অন্তর্দ্বন্দ্ব আমাদেরকে অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভোগায়, এর কারণে আমরা অনেক সুযোগ হাতছাড়া করি।

তাই হৃদয় এবং মনকে বিপরীত শক্তি হিসেবে না দেখে, আমরা তাদের যদি একত্রিত করার চেষ্টা করি তাহলে এই দুইয়ের মিশ্রণে অদ্ভূদ এক শক্তি তৈরি হবে, আর এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা এমন সিদ্ধান্ত নিতে পারবো যা আবেগগতভাবে হবে পরিপূর্ণ এবং একই সাথে যুক্তিযুক্ত। আর এমন শক্তিতে কাজ করলে সঠিক সিদ্ধান্ত নেয়া সহজ হবে।

pexels-enginakyurt-2283803.jpg
source

Are you an emotional or a practical person in real life?

প্রত্যেক মানুষের মধ্যে আবেগপ্রবণতা কাজ করে, তবে তা সব সময় নয়। আবেগের জায়গা আলাদা। ব্যাক্তিগত জীবনে আমিও আবেগপ্রবণ সেটা মানতে কষ্ট নেই, তবে সেটা কিন্তু সবার বেলায় বা সব সময় না। আপনারা খেয়াল করে দেখবেন "মা" আবেগপ্রবণ হয় বেশি তাই সন্তানেরা সব আবদার মায়ের কাছে করে, বিশেষ করে ছেলেরা, অন্য দিকে বাবারা বাস্তবতার প্রতীক, তাই সন্তানেরা বাবার কাছে কখনই অন্যায় আবদার করার সাহস পায় না। নিজে থেকে তখন আবেগকে নিয়ন্ত্রণ করে ফেলে। তখন তার সামনে বাস্তবতার কথা মাথায় চলে আসে। মাঝে মাঝে বাস্তবতাকে প্রাধান্য দিয়ে আবেগকে বিসর্জন দিতে হয়,আবার অনেক সময় আবেগকে প্রাধান্য দিয়ে চ্যালেঞ্জ নিয়ে বাস্তবতাকে জয় করতে হয়, আমি আবেগী হবো নাকি বাস্তববাদী সেটা নির্ভর করবে আমার চারপাশের অবস্থা ও পরিবেশের উপর।

Do you have any suggestions for youth which one they should follow in their day-to-day lives?

তরুণদের উদ্দেশ্য বলবো, এই বয়সটা ভূল করার বয়স। আবেগের তাড়নায় আমরা অনেকেই ভুল করে ফেলি, তাই বাস্তবতার কথা মাথায় রেখে ভূল করা থেকে বিরত থাকতে হবে, তবে যদি ভুল করেও ফেলি তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ এ কাজে লাগাতে হবে। নতুন পরিকল্পনা নিয়ে কাজ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হবে, হৃদয় ও মনকে একত্রীত করে সঠিক সিদ্ধান্তই পারে তরুণদের আগামী দিনগুলি সুন্দর করে গড়ে তুলতে ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে। সবার আগামী অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের মত এখানেই ইতি টানছি।

Sort:  
Loading...

Hello, dear @mukitsalafi

I read you with Google Translate and I loved your publication. I think it's the best reading I've done today.

You write with humility and wisdom. You unite the elements of mind and heart to achieve virtuous strength.

You characterize the mind and heart to achieve harmony in decision making.

I hope many people read you, vote for you, and comment.
Big greeting!

 14 days ago 

Hello! Thank you for your kind words and for using Google Translate to read my post. I'm happy you enjoyed it! Your support encourages me to keep writing. I look forward to staying connected. Big greeting to you!

 14 days ago 

এনগেজমেন্ট চ্যালেঞ্জের সিজন ১৭ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোষ্টের মাধ্যমে বেশ তথ্য জানতে পারলাম। আপনি যেকোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন যা বলে সেই হিসেবে সিদ্ধান্ত নিয়ে থাকেন।

তরুণদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটি খুব ভালো ছিল।

খুব সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 12 days ago 

ধন্যবাদ ভাই। এটা একদম ই সত্য যে, যে কোন সিদ্ধান্ত নেয়ার বেলায় ভেবে চিন্তে নেয়া উচিৎ, এই কারণেই হয়তো কবি বলেছেন

ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না

তাই আমাদের উচিত ভেবে চিনতে সিদ্ধান্ত নেয়া।

It is wonderful to see your engagement and encouragement towards your friends. Regarding decision making it is important to balance the hearts emotions with the mind analysis. Both are essential for making well rounded decisions. Your advice for youth to learn from mistakes stay grounded in reality and seek balanced decisions is valuable.

 12 days ago 

Thank you for your thoughtful comment! I'm glad you appreciate the importance of balancing emotions and logic in decision-making.

Your advice for youth is spot-on and much appreciated!

When making decisions, it's important to balance both the heart and mind. The heart guides us with emotions, while the mind provides logical analysis. By combining both, we can make decisions that are emotionally fulfilling and rational. It's essential for youth to understand the importance of this balance in their day-to-day lives, learning from mistakes and working towards a better future.

 12 days ago 

Thank you for your support! You're right—balancing emotions and logic is key for good decision-making. Your perspective adds value to the conversation, and I appreciate it!

Right friend, Heart and mind often leave us confused while taking decisions. The heart gives us courage, encourages us to take any action, on the other hand, the mind makes us doubtful, makes us rational about the possible risks and losses, raises questions. The mind keeps us alert and supports reality all the time, whereas the heart is busy only with emotions and desires. Best wishes

 11 days ago 

thanks a lot for your valuable comments and support me.

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59274.49
ETH 2983.07
USDT 1.00
SBD 3.75