You are viewing a single comment's thread from:

RE: Contest of July #1 by @sduttaskitchen| Which do you value more: Name or Fame?

in Incredible India2 years ago

প্রতিদিন একই বিষয় নিয়ে লিখতে লিখতে যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন চোখের সামনে এরকম একটা বিষয়ের কন্টেস্ট দেখতে পেলে চোখের শান্তির পাশাপাশি মনের ও প্রশান্তি আসে, প্রতিযোগীতায় অংশ নেয়াটা সবার জন্যে নতুন দিগন্তের পথ উন্মুক্ত করতে পারে, কেননা যদি উইনার হওয়া যায়,তাহলে আমাদের লেখা গুলো অনেকের নজরে আসে, এক দিকে এটা যেমন একটা বড় অর্জন হবে, অন্যদিকে দুর্বার গতিতে এগিয়ে যাবার সাহস পেতে পারবেন যারা এই প্রতিযোগীতায় অংশ নিবেন। ধন্যবাদ এডমিন ম্যামকে, এত সুন্দর বিষয় নির্বাচনের জন্যে।