ঘরোয়া উপায়ে চুলের যত্ন করতে পারি খুব সহজেই
![]() |
|---|
| Made by Canva |
Hello,
Everyone.
![]() |
|---|
| Source |
বলা হয় মেয়েদের সৌন্দর্য হলো তার চুলে ।বিভিন্ন কবি ,সাহিত্যিক মেয়েদের এই চুল নিয়ে নানা গল্প কবিতা উপন্যাস লিখে গেছেন। দীঘল কালো চুল রাখতে হলে চুলের যত্ন করতে হয়। কারণ আমাদের খাদ্যা অভ্যাসের পরিবর্তন এসেছে , পুষ্টির পরিমাণ কমে গিয়েছে ,ধুলাবালি বৃদ্ধি পেয়েছে যা বায়ু দূষণ করে । শীতের দিনে বিভিন্ন সমস্যা হয়ে থাকে আমাদের চুলে ।তাই শীতের দিনে খুশকি সমস্যা দেখা বেশি দেখা দেয়।
![]() |
|---|
চিকিৎসকের মতে , শীতে আমাদের পানি কম খাওয়া হয় , রাস্তায় ধুলাবালি এসব কারণে মাথায় খুশকি দেখা দেয় ।খুশকির কারনে বেশি চুল ঝরে পড়ে ,ভেঙে যায় আবার অল্প বয়সী চুল পেকে যায় ।
এই সকল সমস্যা সবসময় পার্লারে গিয়ে সমাধান নেয়া সম্ভব হয় না । যা ব্যয় বহুল হয়ে থাকে অনেক সময় দেখা যায় পার্লারের ট্রিটমেন্ট নিলে চুলের ভালো করার থেকে চুলকে ড্যামেজ করে দেয় বেশি ।আমরা ধরতে পারি সেই আগের দিনের কথা ,তখন পার্লারও ছিল না আর এত প্রসাধনী ছিল না।
আমাদের মা, খালা ,ঠাম্মা তারা ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নিতেন ।আমার শাশুড়ি মা বলতেন তারা মাটি দিয়ে চুল পরিষ্কার করতেন। বর্তমান সময় আমরা বিভিন্ন প্রসাধনীর উপর নির্ভরশীল হয়ে আছি কিন্তু দেখা যাচ্ছে এই প্রসাধারিনী গুলো ব্যবহার করলে আমাদের উপকারে থেকে ক্ষতি হয়ে থাকে বেশি ।তাই ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা চুলের যত্ন নিতে পারি ।
| এখানে আমি দু'টি ধাপে চুলে যত্ন করে থাকি |
|---|
প্রথম ধাপ |
|---|
![]() | ![]() | ![]() |
|---|
হেয়ার প্যাক তৈরি উপকরণ
• লাল জবা ফুল তিনটি
• চাপাতি এক চামচ
• মিনি কফি প্যাক একটি
• পানি এক গেলাস
• লেবুর রস এক চা চামচ
• নারকেল তেল দেড় চা চামচ
• এলোভেরা জেল দু চা চামচ
প্রস্তুত প্রণালী
![]() | ![]() |
|---|---|
![]() | ![]() |
প্রথমে ফুলগুলোর কুড়ি এবং বোটা ফেলে দিয়ে পাপড়িগুলো ছিড়ে নেব। চা পাতা ,অ্যালোভেরা জেল ,কফি, ফুলের পাপড়ি ও পানি দিয়ে ভালো করে জাল দেব ।যখন পানি কমে অর্ধেক গেলাসে পরিণত হবে তখন চুলা বন্ধ করে দেব। মিশ্রণটি ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দিব ।ঠান্ডা হয়ে গেলে এটি ভালো করে ছেঁকে নেব ।
![]() |
|---|
এর ভিতরে যেকোনো সাধারণ নারিকেল তেল ব্যবহার করা যায় ।আমি এক্ষেত্রে প্যারাসুট নারিকেল তেল ব্যবহার করেছি ।এক চা চামচ নারিকেল তেল নিব এবং এক চা চামচ লেবুর রস নিব। মিশ্রণটি ভালো করে মেশিয়ে নেব হয়ে গেল আমার হেয়ার প্যাক তৈরি ।এটি চুলের সমস্ত গোড়ায় সুন্দর করে লাগিয়ে নেব । এভাবে প্যাকটি তিন থেকে চার ঘন্টা রেখে দিতে হবে।
দ্বিতীয় উপকার |
|---|
শ্যাম্পু তৈরি উপকরণ
• সাগুদানা ২ চা চামচ
• পানি 2 কাপ ও
• শ্যাম্পু এক চা চামচ
প্রস্তুত প্রণালী
![]() |
|---|
সাগুদানা পানি দিয়ে ভালো করে জাল দিয়ে সেদ্ধ করে সিতে হবে । যখন পানিটা ঘন হয়ে আসবে তখন চুলা বন্ধ করে দিব । ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো ।ঠান্ডা হয়ে গেলে এটি ছেকে নিয়ে দানা গুলো ফেলে দিব ।এর ভিতর দুই চামচ শ্যাম্পু ব্যবহার করব ।(যে কোন শ্যাম্পু ব্যবহার করা যায় আমি এক্ষেত্রে হেড এন্ড শোল্ডার )শ্যাম্পু ব্যবহার করেছি ।
![]() |
|---|
সাগুর মিশ্রণের ভেতরে ভালো করে শ্যাম্পু মিশিয়ে নিতে হবে। এরপর চুল সাধারণ পানি দিয়ে ধুয়ে নিব এবং সাগুর মিশ্রণটি চুলে ভালো করে লাগিয়ে নেব। পাঁচ মিনিট রেখে ভালো করে চুল ধুয়ে নেব ।
![]() |
|---|
চুল শুকানোর পরে বোঝা যাবে কেমন হয়েছে। এর ব্যবহার করার আগে কেমন ছিল আপনার চুল এবং এখন বর্তমানে কেমন হয়েছে সে পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন । একজন চিকিৎষকের চা মতে , চা পাতা আমাদের চুলের ঘনত্ব বাড়িয়ে তোলে এবং নতুন চুল বাজাতে সাহায্য করে । এলোভেরা আমাদের স্কিনের জন্য অনেক উপকারি ।

.jpg)












বাহ্ ঘরোয়া উপায়ে চুলের কিভাবে যত্ন নিতে হয় তা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপাস্থাপন করেছেন ৷ বিশেষ করে আমরা অনেকেই চুলের যত্ন তেমন ভাবে নেই না ৷ যার জন্য চুলে খুশকি জমে থাকে চুল পড়া শুরু হয়ে যায় তারপর চুলে ময়লা জমে থাকে ৷ অনেকেই আমরা ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেই তবুও কাজ হয় না ৷ কিন্তু আজকে আপনি ঘরোয়া উপায়ে যেভাবে চুলের যত্ন নিতে হয় সেই সব তুলে ধরেছেন এবং পাশাপাশি বর্ণনা করে বুঝিয়ে দিয়েছেন ৷ আমরা অবশ্যই চেষ্টা করে দেখবো এবং আপনার মত করে ভালো ফলাফল পাবো ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আপনার জন্য শুভকামনা রইলো ৷
আমরা যত দামী প্রসাধনী ব্যবহার করি না কেন প্রতিটার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে ।কিন্তু আমাদের ভেষজ উপাদান দিয়ে ঘরয়া ভাবে আমরা যে প্যাকটি তৈরি করে থাকি তার পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না ।
অবশ্য এটা আস্তে আস্তে কাজ করে আর একটু সময় বেশি হয়ে লাগে । অনেক সময় এগুলো তৈরি করতে বিরক্তিকর লাগে ।যার জন্য আমরা ঘরোয়া ভাবে অতটা যত্ন নিতে পারি না।
@tipu curate
Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 4/7) Get profit votes with @tipU :)
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট করার জন্য,, চুলের প্রতি মেয়েরা একটু দূর্বল,, আর এই সময় চুল একটু বেশি ঝরে যায়, আমার খুব ইচ্ছে আমার চুল অনেক লম্বা করবো কিন্তু হচ্ছে না । চুলের সঠিক ভাবে পরিচর্যা না করলে চুল অকালে তো পড়ে যাবেই। আপনার পরবর্তী পোস্টের অপেক্ষা থাকলাম।
বর্তমান সময়ে নানা সমস্যার কারনে আমাদের চুলের বিভিন্ন সমস্যা হচ্ছে । তাই যতটা পারা যায় একটু যত্ন নেওয়ার।
সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এটা ঠিক যে বিভিন্ন মানুষ মেয়েদের চুল নিয়ে অনেক কিছু লিখেছেন অনেক কবি মেয়েদের চুল নিয়ে কবিতা লিখেছেন অনেক লেখক মেয়েদের চুল নিয়ে অনেক লেখা আমাদের মাঝে শেয়ার করেছেন। আজ আপনি ঘরে বসে সহজ পদ্ধতিতে চুলের যত্ন নেওয়ার টিপস আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যা দেখে অনেক ভালো লাগলো।
পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুব দরকারী একটি হেলথ টিপস দেওয়ার জন্য ধন্যবাদ দিদি। বিগত কিছু দিন যাবৎ লক্ষ্য করছি আমার চুল পড়ছে অনেক বেশি পরিমাণে। কিন্তু এখন পর্যন্ত কোনো ডাক্তারি পরামর্শ নিই নি৷ আপনার এই টিপসটি আমার কাজে লাগবে বলে আমি মনে করছি।
ভাইয়া, এই প্যাকটি ব্যবহার করতে পারেন আমার বিশ্বাস ভালো ফল পাবেন।
রমনীর লম্বা চুল যেকোন পাষাণ পুরুষকেও ঘায়েল করে ফেলতে পারে। প্রেমিকার চুলের সুগন্ধ যে কোন প্রেমিকের কাছে সেরা মনে হয়। আপনি সেই চুলের যত্নে গরোয়া কিছু টিপস দিয়েছেন।
হেয়ার প্যাকের পাশাপাশি শ্যাম্পু বানানোর পদ্ধতি নিয়েও আলোচনা করেছেন। যারা চুলের সমস্যায় ভুগছেন, আশা করি এই পোস্ট তাদের জন্যে অনেক উপকারে আসবে। আমি অবশ্যই আমার বেটার হাফকে এই পোস্ট দেখাবো।
ধন্যবাদ সুন্দর বিষয় শেয়ার করার জন্যে।
বাহ ভাইয়া, আমার এই পোষ্টটি আপনাকে কবি বানিয়ে দিয়েছে মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ।
ঘরে আমরা একটু সময় নিয়ে আমাদের চুলের যত্ন করতে পারি তাতে আমাদের টাকাও সাশ্রয় হবে এবং এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবে না ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ।
সামনে আরো এমন পোস্ট দেখতে চাই। শুভকামনা।
আপনার প্রথম ধাপের চুলের প্যাকটি সম্বন্ধে আমার আগে থেকে কিছুটা ধারণা ছিল। জবা ফুলের পাতা, চা পাতা, পানি, এলোভেরা জেল ও অন্যান্য উপকরণ দিয়ে আপনি যে হেয়ার
প্যাকটি বানিয়েছেন এটি বাসায় মাঝে মাঝে করা হয়। তবে শ্যাম্পুর জন্য যে সাবুদানা ব্যবহার করেছেন এটা সম্পর্কে আমার কোন ধারনাই কখনো ছিল না। আমিতো জানতাম হোম মেইড শ্যাম্পু মানেই রিঠা। আপনার কাছ থেকে আজকে একটি চমৎকার আইডিয়া পেলাম। আর প্যাক ব্যবহার করার পরে আপনি যে চুল ধুয়েছেন, এরপরে দেখাই যাচ্ছে আপনার চুল অসম্ভব সিল্কি ও মোলায়েম হয়ে গিয়েছে। আর আপনি ঠিকই বলেছেন পার্লারে অতিরিক্ত টাকা নষ্ট না করে যদি ঘরে এভাবে চুল ও ত্বকের যত্ন নেওয়া যায় তাহলে অনেক টাকার সাশ্রয় হবে। আপনার পোস্টটি পড়ে সত্যিই উপকৃত
হলাম।
পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।এখানে আমি সাকুদানা ব্যবহার করেছি ।শ্যাম্পুর সাথে সাবুদানা ব্যবহার করলে এটা কন্ডিশনার এর কাজ করে এবং চুলটাকে সিল্কি করে তোলে ।
ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা চুলের যত্ন নিতে পারি। সেই জিনিসটা আপনি আমাদের সাথে আলোচনা করেছেন। আসলে আমি নেটে বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে নিজের চুলের যত নেয়া যায়। আপনার আজকের প্রত্যেকটা ধাপ খুবই সুন্দর ছিল। এবং সেই সাথে আপনি আমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। কিভাবে কি করতে হবে, এবং কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চুলের প্যাক তৈরি করে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা বিষয় আমাদের সাথে আলোচনা করার জন্য ভালো থাকবেন।
বর্তমান সময়ে পার্লারের রেবন্ডিং / বিভিন্ন ট্রিটমেন্ট এর নামে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করছে যা আমাদের চুলকে ড্যামেজ করে দিচ্ছে ।তাই ঘরোয়া পদ্ধতিতে যা আমাদের সব সময় কাছে থাকে। যেগুলো ব্যবহারে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সেগুলো ব্যবহার করে আমাদের চুলকে ভালো রাখতে পারি। এখানে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনি চুলের যত্ন ব্যাপারে অনেক তথ্য বহুল আলোচনা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। চুল আসলে মেয়েদের সৌন্দর্যের প্রতীক। চুল মেয়েদের একটা সবচাইতে বড় সম্পদ। তাই সবার উচিত চুলের প্রতি বিশেষ যত্নবান হওয়া। আপনার লেখা পড়ে মনে হল আপনি চুলের প্রতি অনেক যত্ন নেন। সঠিক পরিচর্যা না করিলে অকালেই চুল পড়ে যায়। নিজে শ্যাম্পু তৈরীর রেসিপি তুলে ধরেছেন। এ পদ্ধতিতে শ্যাম্পু তৈরি করলে সেটা চুলের জন্য অত্যন্ত সহনশীল হবে আমার মনে হয়।
আপনার প্রতি শুভকামনা রইল।
ভাইয়া, সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
এই প্যাকটি নারী ও পুরুষ উভয়ই ব্যবহার করতে পারে।