Better Life with Steem|| The Diary Game||30- 12-2025||
![]() |
|---|
Hello,
Everyone,
দেখতে দেখতে ২০২৫ সাল চলে যাচ্ছে। আর মাত্র একটি দিন বাকি ।২০২৫ সালে অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি । অনেক দুশ্চিন্তায় ভুগিয়েছে ।
২০২৫ সালের হারানো স্মৃতিগুলো বুকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ২০২৫ সালে কাছের মানুষগুলোকে নতুন করে চেনা হলো ।যাদেরকে আপন ভাবতাম তারাও শিখিয়ে দিয়েছে, প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না।
মানুষ তার নিজের স্বার্থের জন্যই আপনাকে আপন করে নেবে, যখন তার স্বার্থ ফুরিয়ে যাবে তখন আপনি আপনজন থেকে অপরিচিত হয়ে যাবেন। ২০২৫ সালে শিখিয়েছি, যদি বেশি ভালো হতে চাও তবে বেশি তোমাকে কাঁদতে হবে ।
![]() | ![]() |
|---|
বর্তমান সময় সরল মানুষকে বোকা হিসেবে গণনা করা হয় । উপকারী মানুষকে বেশি বিপদে পড়তে হয় ।এখন ঘড়ির কাঁটা বলছে রাত ২টা ,এই গভীর রাতে পোস্ট নিয়ে আসলাম।
আজ মনটাও ভালো নেই , ২০২৫ সালে আমি যা কিছু পেয়েছি তার থেকে হারিয়েছি বেশি। আমাদের মানব জীবন বড়ই অদ্ভুত। আমরা যেগুলো চাই তা হয়তো পাই না আর যেগুলো পাই তা হয়তোবা কখনো আশা করি না ।তারপরও এগুলো মেনে নিতে হয়।
আমার মনটা ততটা ভালো না ,তা আমার পোস্ট দেখে বুঝতে পারছেন। শুরুতে আমি যতটা স্টিমিট প্লাটফর্মের সময় দিতে পেরেছি বা দিতে ভালো লাগতো, নানা সমস্যা বা মানসিক সমস্যার জন্য সেই রকম সময় দিতে পারছিনা তাই নিয়মিত পোস্ট করতে পারছি না ।
![]() | ![]() |
|---|
এই গভীর রাতে পোস্ট না করে আর পারলাম না। আজ আমার বাসায় অনেক অতিথি আছে, বাসায় অনেক কাজও আছে তার মাঝেও মনে হচ্ছে যেন আমি একা । ডিসেম্বর মাস মানে সবাই ফ্রি থাকে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায় কিন্তু আমার বাচ্চার পরীক্ষা থাকায় আমি কোথাও ঘুরতে যেতে পারছি না।প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই কোথাও যেতে ভালো লাগেনা ।
গতকাল আমার বাসায় অতিথি এসেছে ।প্রচন্ড ঠান্ডা ছিল তাই সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না ।ইচ্ছে করছে আর কিছুক্ষণ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি।
আমার শরীরটা ততটা ভালো না তাই আর্মি বাবু সকালবেলা আমাকে ডাকেনি। তিনি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা তৈরি করল। নিজে খেলো এবং আমাদের জন্য বানালো।
তিনি আমাকে রান্না শেখালেও এখন তেমন কিছু রান্না করতে পারে না ।মনে হচ্ছে, সব কিছু ভুলে গেছে তাই সহজ ডিম দিয়ে বাটার ভাজি করে দিল। যেহেতু আমার মন খারাপ ছিল তাই একটি হাসির ইমোজি দিয়ে সাজিয়ে দিল।
![]() |
|---|
এই কঠিন মানুষটার ভিতরে একটি নরম মানুষের মন আছে। আমি ঘুম থেকে উঠে দেখি তিনি ইউনিফর্ম পড়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে।
কিছুদিন থেকে অনেক ঠান্ডা পড়ছে । শুনেছি, এভাবে আরও কিছুদিন থাকবে। মনে হচ্ছে যেন, সূর্য মামা আমাদের সাথে আড়ি দিয়েছে তাই তো তার কোন দেখা নেই ।সাধারনত ঢাকা শহরে তত ঠান্ডা পড়ে না কিন্তু এই দু থেকে তিন দিন প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে এবং কুয়াশা চাদর পুরো পৃথিবীকে ঢেকে রেখেছে।
![]() |
|---|
এই কনকনে হার কাপানো শীতে হাঁসের মাংস হলে মন্দ হয় না। গতকাল রাতে হাঁসটি নিয়ে এসেছিল । ড্রেসিং করে দিয়েছিল । রাত্রে নিয়ে এসেছিল তাই আর মাংসটা বানানো হয়নি।
আজকে সে হাঁস পরিষ্কার করে কেটে ধুয়ে নিলাম রান্না করার জন্য । একটি হাঁস পরিষ্কার করতে অনেক সময় লাগে তার ছোট ছোট অনেক গজী থাকে যা পরিষ্কার করতে অনেক সময় লেগে যায় ।তার সাথে সাজের পিঠা তৈরি করি।
কাজের চাপ ছিল অনেক বেশি আর মনটাও ততটা ভালো ছিল না তাই আজকে তেমন কোন ছবিও তোলা হয়নি ।সব থেকে বেশি মন খারাপ হলো যখন ,আর্মি বাবু ফোন দিয়ে বললেন ”বেগম খালেদা জিয়া আর এই পৃথিবীতে বেঁচে নেই”।
আমার বিগত পোস্টগুলোতে বলেছি, আমি রাজনীতি বুঝি না ,আমি দল বুঝিনা ,আমি সাধারণ মানুষ। আপনারা সকলেই জানেন ,বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আজ আমি কোন রাজনীতি ব্যক্তিত্ব হিসেবে তাকে দেখছি না ,আমি তাকে একজন সাধারন নারী, সাধারণ মা, সাধারণ স্ত্রী কিংবা সাধারণ এক মেয়ে হিসেবে দেখছি।
চিন্তা করুন ,যার জন্ম দিনাজপুরের সাধারণ মধ্যবিত্ত পরিবারের সাধারন এক মেয়ে ।আর দশটা বাঙালির মতো সাধারণ একটি মেয়ে, যিনি মুক্তিযুদ্ধের সময় তার স্বামীকে অনুপ্রেরণা দিয়েছিলেন, স্বামীর হত্যার পরে দুই সন্তানকে নিয়ে একা পথ চলেছেন ।
পুরুষশাসিত এই সমাজে মেয়েরা সবসময় অবহেলিত।মেয়েদেরকে সব সময় পিছিয়ে রাখা হতো। মেয়েদেরকে যেখানে ঘরের বাইরে বের হওয়া বারণ ছিল ,পড়াশোনা করা বারণ ছিল ,সেই সময় থেকে বেগম রোকেয়া সামাজিক বেড়াজাল ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেছেন।
সাধারণ এক নারী থেকে একজন সাহসী নারী হিসেবে দেশ পরিচালনা করেছিলেন ।আজ আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি ও ভালোবাসি। আমার মনে হয় না, পুরুষশাসিত সমাজে নারীরা কখনো এগিয়ে যেতে পারবে যদি না কোন সহসী নারী না থাকে ।সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি , তাকে স্বর্গবাসী করুক ,তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ।
১৯৮১ সালে ৩০ মে আততায়ীদের হামলায় স্বামীকে হারান। সেই সময় থেকে স্বামীহারা একজন সাধারণ নারী তার সন্তানদেরকে নিয়ে এগিয়ে চলেছেন । স্বামীর দেখানো পথ অনুসরণ করে রাজনীতিতে যুক্ত হয়েছেন ।১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশ গড়ার ভার গ্রহন করেন। সকল সাহসী নারীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি । পোষ্ট অনেক বড় হয়ে যাচ্ছে তাই এখানে বিদায় নিচ্ছি।
পোস্টটি আমি রাতেই লিখেছিলাম কিন্তু ইন্টারনেটের সমস্যার জন্য আপলোড হলো না ,এখন আপলোড হলো








Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
আমার পোস্টটি সমর্থন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ম্যাম ।@sduttaskitchen