You are viewing a single comment's thread from:

RE: Handmade Jewellery Set

in Incredible India4 months ago

পোস্টটি পড়ে জানতে পারলাম তুমি নতুন জীবনে পা দিতে চলেছ। আশীর্বাদ করি তোমার জীবনের এই চলার পথ অনেক সুন্দর ও মসৃণ হবে ।আসলে আমাদের মেয়েদের বাড়ি বলতে কোন বাড়ি নেই ।

আমরা বাবার বাড়িতে বেড়ে উঠি আর শ্বশুর বাড়িতে আমাদের শেষ জীবন পর্যন্ত থাকতে হয় ।বাবার বাড়িতে যতই আদর যত্নে বেড়ে ওঠি একদিন সেই বাড়িতে অতিথি হয়ে আসতে হয় এবং কতদিন থাকতে পারবো তাও জানিয়ে দিতে হয়।

মেয়েদের জীবন এরকম।আশা করি তোমার নতুন জীবন অনেক সুন্দর হোক ,শুভকামনা রইল ।তোমার বান্ধবীর হাতে বানানো জুয়েলারি টা অনেক সুন্দর ।ক্লে দিয়ে এত সুন্দর সুন্দর জুয়েলারি তৈরি করা যায় আমার জানা ছিল না।

Sort:  

TEAM - 01


Congratulations!! Your comment has been upvoted through steemcurator04. We encourage you to publish creative and high-quality content, giving you a chance to receive valuable upvotes.

Curated by: abdul-rakib

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আর আপনি ঠিকই বলেছেন, মেয়েদের নিজের বলতে কোনো বাড়ি হয় না, যতক্ষণ না সে নিজের উপার্জনে কিছু করছে। এই সব ভাবলেই মনটা আজকাল খারাপ হয়ে যায়। এত বছর যে বাড়িতে থাকলাম সে বাড়িটাকে, সেই বাড়ির মানুষজনদের ছেড়ে চলে যেতে হবে, এটা ভাবলেই কান্না পাই। তবুও সবটা মেনে নিতে হবে।🥹