You are viewing a single comment's thread from:
RE: Contest:- May Eid bring success in all our lives.
ছোটবেলায় আমি যখন বাবার সাথে ঈদগা যেতাম ঈদের নামাজ পড়ার জন্য তখন আমাদের গ্রামের পাশে একটা খাল ছিল ওই খাল বর্ষাকালে পরিপূর্ণ থাকত তখন নৌকা দিয়ে সবাই একসাথে যেতাম সে দিনগুলো আজও মিস করি সবাই একসাথে নৌকাতেও দাম এবং চারপাশের অপরূপ কিছু দেখতে দেখতে কখন যে ঈদগায় চলে যেতাম। আবার নামাজ শেষ করে সবাই নৌকাতে উঠে রওনা দিতাম। দারুণ ছিলো সেই দিন গুলো এখন বাবা বেচে নেই। খুব মিস করি সেই দিন গুলো।
এই জীবন চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী। তাই কে কখন চলে যায় এই পৃথিবী ছেড়ে বলা দুষ্কর। আমাকে আপনাকে একদিন যেতে হবে। আপনার বাবার জন্য দোয়া করি তিনি যেন জান্নাত বাসী হয়।
আগের দিনগুলো সত্যিই অপরূপ ছিল। তখন ছিলাম ছোট আনন্দ ছিল বেশি। এখন বড় হচ্ছি আনন্দ ধীরে ধীরে কমে যাচ্ছে এবং দায়িত্ব বেড়ে যাচ্ছে। ধন্যবাদ জানাই আপনার মূল্যবান মন্তব্য উপস্থাপন করার জন্য।