প্রেমময় জীবন

in Incredible India2 days ago

ভগবান শ্রীকৃষ্ণের একটি অপূর্ব সৃষ্টি হলো প্রেম। ভগবান শ্রীকৃষ্ণ যে প্রেম দেখিয়েছেন তা সম্পূর্ণ কামনা শূন্য যেখানে কেবলমাত্র আনন্দ বিরাজমান। এবং অপরের মঙ্গলের জন্য বা অপরের আনন্দের জন্য নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ ।

IMG_20241119_224243.jpg

এই আনন্দ আমরা অনেকেই পেয়ে থাকি কাউকে নিঃস্বার্থে ভালোবাসার দ্বারা তার সহযোগিতা করে। যে আনন্দ আমাদের কাছে এতটাই আত্মতৃপ্তি প্রদান করে যে বহু গহনা বহু সম্পদের কাছে তা খুবই সামান্য বলে পরিগণিত হয়।

মানুষ তিনটি গুণ দ্বারা সমৃদ্ধ। এই তিনটি গুণ হলো সত্বগুণ, রাজোগুণ এবং তামোগুণ। এই তিনগুণের সমন্বয়ে একজন মানুষের চরিত্র গঠিত হয় এবং যার মধ্যে যে গুণের প্রাধান্য বেশি থাকে সে সে সেরকমই আচরণ করে
যত গুণের অধিকারী মানুষরা শান্ত প্রিয় ভক্তি পরায়ণ এবং সত্যবাদী হয়ে থাকে। এই গুণসম্পন্ন মানুষদের মধ্যে রাগ ,দ্বেষ, হিংসা এই কু প্রবৃত্তি গুলি থাকে না বললেই চলে। তা সদা সর্বদা পরকল্যাণে ব্রতী হন এবং তাদের জীবন খুব সাদা মাটা তাদের মধ্যে থাকে না কোন অহংকারের লেশ।

IMG_20241119_224206.jpg

রজগণ সম্পন্ন মানুষের মধ্যে থাকে উচ্চাকাঙ্ক্ষা এবং সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য সে সদা সর্বদা কর্মেরত থাকে। তার মনে থাকে প্রবল উদ্যম। সে জীবনে অনেক বড় বড় কাজ করে সফলতা অর্জন করে তার জীবনের একটাই উদ্দেশ্য কেবল সফলতা সফলতা আর সফলতা সে হারতে জানে না এদের মধ্যেও রাগ বা হিংসার ভাব কম থাকে শুধু নিজের কার্য সম্পন্ন করার জন্য এদের যা করার প্রয়োজন এরা তা নির্দ্বিধায় করে থাকে।

তম গুনসম্পন্ন মানুষের মধ্যে থাকে হিংসা রাগ বিদ্বেষ ভাব। সে কোনোভাবেই তার এই বদ গুণগুলিকে ত্যাগ
পারেনা ফলে সে আরো অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়।

এই বদগুনগুলির মধ্যে সব থেকে সর্বনাশা হল রাগ। কোন মানুষ যখন প্রচন্ড রেগে যায় তখন তার হিতাহিত জ্ঞান সে ভুলে যায় এবং সে এমন কিছু কাজ করে বসে যা তার করা উচিত নয়। এবং সেই কাজের জন্য তাকে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। রাগ মানুষকে তার জীবনে অনেক উঁচু জায়গা থেকে অনেক নিচু জায়গায় নিয়ে এসে ফেলে দিতে পারে।

IMG_20241119_224124.jpg

সেজন্য প্রত্যেকটি মানুষের উচিত তাদের এই বদগুণ গুলির মধ্যে রাগটিকে বিশেষ করে আয়ত্তে আনা। যখন কোন ঘটনায় কারোর রাগ তৈরি হয় তখন সেই মুহূর্তে সেই জায়গা থেকে সরে যাওয়া উচিত যাতে রাগটা আরো বেড়ে না যায় এবং তার ফল রূপে কোন অনর্থ না হয়ে যায়।

আমাদের সর্বদা সত্বগুণী হয়ে উঠতে হবে। এবং নিজেদের তম গুনগুলির বিনাশ ঘটাতে হবে যাতে করে আমরাও সেই পরম প্রেমের আনন্দ পেতে পারি। এমন একটি প্রেমময় জীবন যদি আমরা পাই তবে আমাদের জীবন সম্পূর্ণরূপে সার্থক হয়ে উঠতে পারে।

Sort:  
Loading...