Better Life with Steem || The Diary Game || December 04, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৪ঠা ডিসেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে সকাল ৭টার সময় ঘুম থেকে উঠে আমি দুই প্যাকেট ময়লা ময়লার গাড়ী আসলে ফেলে দিলাম। তারপর রোজকার মতো ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ কফি বানিয়ে আমি আজকের আনন্দবাজার পত্রিকা পড়তে বসলাম। খবরের কাগজ পড়া হয়ে গেলে আমি বাঘাযতীন বাজারে গিয়ে প্রথমে শিম, বেগুন, পেঁপে আর কাঁচালংকা কিনলাম।

এরপর মাছের বাজারে গিয়ে আমি একটা মাঝারি সাইজের বোয়াল মাছ কিনলাম। তারপর বাজারের একটা দোকানে বসে রুটি আর তরকারী দিয়ে ব্রেকফাস্ট করে আমি বাড়ী ফিরে এলাম।
বাড়ী ফিরে শিম, বেগুন, টম্যাটো আর কাঁচালংকা দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল রান্না করলাম। ফোঁড়ন হিসেবে আমি কালোজিরে ব্যবহার করেছি। ইন্ডাকশনে ভাত ততক্ষণে রান্না হয়ে গেছে।



দুপুর ১টা নাগাদ আমি স্নান করে নিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চের পর আমি একটা গোটা কাঁচা আমলকী খেলাম। দুপুর ২টোর পর ফ্লিপকার্ট থেকে প্রেস্টিজের স্যান্ডউইচ মেকার ডেলিভারি দিয়ে গেলো। তারপর আমি ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।



বিকেল ৫টার পর ঘুম থেকে উঠে সন্ধ্যে দিয়ে নিয়ে আমি এক কাপ চা বানিয়ে খেলাম। তারপর পোশাক পরিবর্তন করে আমি হাঁটতে বের হলাম। ৩০ মিনিটের মতো হেঁটে বাড়ী ফিরে এসে এক কাপ চা করে আমি অনলাইনে কাজ করতে বসলাম। আজকে আর স্টিমিটের জন্য কোনো পোস্ট লেখা হবে না।
রাত ৮টার পর আমি আমাদের পাড়ার একটা ফাস্ট ফুডের দোকানে গিয়ে হাফ প্লেট এগ চাউমিন খেলাম। তারপর বাড়ী ফিরে এক কাপ চিনি ছাড়া লেবু চা খেয়ে আমি আবার অনলাইনে কাজ করতে বসলাম। আমি এখন সারাদিনে দুইবারের বেশি দুধ চা খাচ্ছি না, সেটাও আমি গুড় দিয়ে খাচ্ছি। আমি বর্তমানে পতঞ্জলির মধুরম জ্যাগারি পাউডার ব্যবহার করছি। আমি আমার লাইফস্টাইল থেকে চিনিকে ধীরে ধীরে বিদায় করার চেষ্টা করছি। শুধু কফিতে এখন আমি চিনি ব্যবহার করছি। গত সপ্তাহে টম্যাটোর চাটনিতেও আমি গুড় ব্যবহার করেছি।
যাইহোক, অনলাইনে কাজ শেষ হয়ে যাবার পর আমি Jurassic World Rebirth মুভিটা দেখা শুরু করলাম। রাত ১০টার পর আমি দিদির সাথে ফোনে কিছুক্ষণ কথা বললাম। এস.আই.আর. এর কাজে ব্যস্ত থাকার কারণে ও বেশ কিছুদিন হলো আমার এখানে আসছে না। ওর সাথে কথা বলে জানলাম যে যদিও ৭ দিন সময়সীমা বাড়ানো হয়েছে কিন্তু ওদের কাজের চাপ বিন্দুমাত্র কমেনি।
দিদির সাথে ফোনে কথা হয়য়ে যাওয়ার পর আমি খাবারদাবার সব গরম করে নিয়ে ডিনার করে নিলাম। ডিনার হয়ে যাওয়ার পর আমি আবার মুভিটা দেখা শুরু করলাম। মুভি দেখা যখন শেষ হলো তখন বেশ রাত হয়ে গেছে, তাই আমি আর দেরী না করে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ৪ঠা ডিসেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1996965669011927280
@miftahulrizky, thank you for your kind support.