Better Life with Steem || The Diary Game || December 17, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১৭ই ডিসেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে সকাল ৭টা বেজে ৫ মিনিটে আমার ঘুম ভাংলো। কিছুক্ষণের মধ্যে ময়লার গাড়ী চলে আসলে আমি তাতে দুই প্যাকেট ময়লা ফেলে দিয়ে ঘরে ফিরে আসলাম। তারপর প্রাতঃকৃত্য সেরে এক কাপ কফি করে আমি আজকের খবরের কাগজ পড়তে বসলাম। খবরের কাগজ পড়া হয়ে গেলে বাজারে গিয়ে কাচকি মাছ, বেগুন আর টম্যাটো কিনলাম। বাজারেই একটা দোকান থেকে বাটার টোস্ট খেয়ে আমি ব্রেকফাস্ট করলাম।
বাড়ী ফিরে এক কাপ চা খেয়ে নিয়ে আমি আলু, বেগুন, পেঁয়াজ, কাঁচালঙ্কা আর টম্যাটো দিয়ে কাচকি মাছের চচ্চড়ি রান্না করলাম। সাড়ে ১১টার মধ্যে আমার মাছ আর ভাত রান্না করা হয়ে গেলো। এরপর আমি আবার এক কাপ চা খেয়ে নিয়ে বাসনপত্র সব মেজে ফেললাম। তারপর সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে ফেললাম।
দুপুরে স্নান করতে যাওয়ার আগে আমি ১ ঘন্টা অনলাইনে কাজ করলাম। সন্ধ্যের সময় ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার চতুর্থ টি২০ ম্যাচ দেখবো, তাই এই ব্যবস্থা। এরপর স্নান করে নিয়ে আমি লাঞ্চ করে নিলাম। লাঞ্চের পর আমি ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।


সন্ধ্যের সময় ঘুম থেকে আমি প্রথমে সন্ধ্যে দিলাম। তারপর এক কাপ কফি খেয়ে শরীর গরম করে হাঁটতে বের হলাম। প্রথমে লেকের সামনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম।

তারপর মেন রোডে বেশ কিছুক্ষণ হাঁটলাম। ১৫ মিনিটের মতো হাঁটার পর আমি একটা ফাস্টফুডের দোকান থেকে এগ চিকেন রোল কিনে খেলাম।


এরপর বাড়ী ফেরার পথ ধরলাম। বাড়ী ফিরে এক কাপ চা করে সন্ধ্যে ৭টার সময় আমি ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার টি২০ ম্যাচ দেখতে বসলাম। দেখলাম টস পর্যন্ত আজকে হয়নি ধোঁয়াশার কারণে।
রাত ৯টার কিছু পরে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যাক্ত বলে ঘোষণা করা হলো কারণ ধোঁয়াশা উত্তরোত্তর বেড়েই যাচ্ছিলো। মনটা বেশ খারাপ হয়ে গেলো। ম্যাচ বাতিল হওয়ায় একটা সুবিধে হয়েছে যে ভারত এই টি২০ সিরিজ আর হারছে না। আগামী শুক্রবার সিরিজের শেষ ম্যাচে ইন্ডিয়া যদি সাউথ আফ্রিকার কাছে হেরেও যায় তাহলে টি২০ সিরিজ ড্র হবে আর ইন্ডিয়া যদি ম্যাচটা জেতে তাহলে সিরিজ জিতে যাবে।
যাইহোক, এরপর আমি কিছু ওটিটি মুভি আর ওয়েব সিরিজ ডাউনলোড করলাম। ডাউনলোড করার সময় আমি বেশকিছু ইউটিউব ভিডিও দেখলাম। সব মিডিয়াতে এখন মেসির ভারত সফর ঘিরে চর্চা। তবে কলকাতায় মেসিকে ঘিরে যা বিশৃঙ্খলা হয়েছে সেটা ভারতের আর কোনো শহরে হয়নি।
রাত ১১টা নাগাদ দিদি আমার ফ্ল্যাটে আসলে আমি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। এরপর দিদি বাড়ী ফিরে গেলে আমি খাবার গরম করে নিয়ে ডিনার করে নিলাম। তারপর আমি ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ১৭ই ডিসেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/2001671435568439761