Better Life with Steem || The Diary Game || December 22, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২২শে ডিসেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।


আজকে সকাল ৭টার সময় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ময়লার গাড়ীতে ১ প্যাকেট ময়লা ফেলে দিলাম কারণ আগামীকাল ময়লা সংগ্রাহক দাদা আসবে না। এরপর ফ্রেশ হয়ে এক কাপ কফি করে নিয়ে আমি রোজকার মতো আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। তারপর বাজারে গিয়ে ফুলকপি, বেগুণ, টম্যাটো, কাঁচা আমলকী আর ধনেপাতা কিনলাম।

টম্যাটো আমাদের এখানে এখন যথেষ্ট বেশি দামে বিক্রি হচ্ছে, বাজারে ৭০ টাকা প্রতি কেজি আর পাড়ায় যে সব্জীর ভ্যান আসে, সেগুলোতে ৮০ টাকা প্রতি কেজি। শীতকালে টম্যাটোর এতো বেশি দাম আমি আগে দেখিনি। এরপর বাজারের ভিতরে গিয়ে আমি ১টা সর্ষের তেলের প্যাকেট, ১টা গারবেজ ব্যাগ আর ১০টা নেসকফির স্যাসে কিনলাম। বাজারের একটা দোকান থেকে আটার রুটি আর তরকারী কিনে আমি বাড়ী ফিরে এলাম।

বাড়ী ফিরে আটার রুটি আর তরকারী দিয়ে ব্রেকফাস্ট করে আমি এক কাপ চা বানিয়ে খেলাম। এরপর সব বাসনপত্র মেজে নিয়ে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে ফেললাম। তারপর ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়ে আমি তার মধ্যে ৬-৭টা আলু সিদ্ধ হতে দিয়ে দিলাম। ভাত আর আলু যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণে পেঁয়াজ আর টম্যাটো কেটে রাখলাম আর ৫টা গোটা শুকনো লংকা দুটুকরো করে রাখলাম। আজকে শুধু আলুর চোখা রান্না করবো।

আলুর চোখা রান্না হয়ে যাওয়ার পর আমি ৫টা গোটা কাঁচা লংকা, একটা গোটা বেশ বড়ো সাইজের পাতিলেবু আর স্বাদ মতো লবণ দিয়ে ধনেপাতার চাটনি তৈরি করে ফেললাম। আমি ৫ আঁটি ধনেপাতা ব্যবহার করেছি আজকে ধনেপাতার চাটনি করার জন্য।

তারপর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করে ফেললাম। লাঞ্চের পর আমি একটা গোটা কাঁচা আমলকী খেলাম। আমি আজকে ভেবেছিলাম যে কমলালেবু কিনবো কিন্তু এইবছর কমলালেবুর দামও যথেষ্ট বেশি তাই কাঁচা আমলকী কিনেছি কারণ এটার দাম এখনও আয়ত্তের মধ্যে। আমলকী খাওয়ার পর আমি দুপুর ৩টে নাগাদ ঘুমাতে চলে গেলাম।

বিকেল ৪টে নাগাদ আমি ঘুম থেকে উঠে এক কাপ কফি বানিয়ে খেলাম। কফি খেতে খেতে আমি অনলাইনে কিছু কাজ করলাম। তারপর ৫টা বাজলে আমি সন্ধ্যে দিয়ে নিয়ে হাঁটতে বের হলাম, তবে আজকে আমি বেশিদূর হাঁটিনি কারণ আমার ঠান্ডা লাগার ধাত আছে। ১৫ মিনিটের মতো হাঁটার পর আমি পাড়ার একটা মিষ্টির দোকান থেকে ৪টে সিঙ্গারা আর ১ পিস ছানার সন্দেশ কিনে বাড়ী ফিরে আসলাম।
বাড়ী ফিরে ৪টে সিঙ্গারা আর ১ পিস ছানার সন্দেশ খেয়ে নিয়ে আর তার সঙ্গে এক কাপ চা খেয়ে আমি ভিক্রান্ত মেসি আর সারা আলি খান অভিনীত গ্যাস লাইট মুভি দেখা শুরু করলাম। আজকে আর কোনো কাজ করতে ইচ্ছে করলো না।


রাত ৯টার পর আমায় জিওমার্ট থেকে কিছু অর্ডার ডেলিভারি দিয়ে গেলো। আমি ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১টা ডাব, ধনেপাতা আর মাদার ডেয়ারীর চিজ স্লাইস অর্ডার করেছিলাম। এরপর সিনেমা দেখা শেষ হয়ে গেলে আমি ঘুমাতে চলে গেলাম কারণ আজকে দিদি আসতে পারবে না আগে থাকতেই আমাকে ফোন করে বলে দিয়েছে।
তো বন্ধুরা এই ছিল আমার ২২শে ডিসেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/2003493639327220236