Better Life with Steem || The Diary Game || March 13, 2024

in Incredible India2 months ago
thumbnail.pngImage edited by Adobe

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার আজ সারাদিন অর্থাৎ ১৩ই মার্চের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

আজকে সকালে আমার ঘুম ভেঙেছে সাড়ে আটটার সময়। আজকে আমার ময়লা ফেলার কোনো চাপ ছিল না, তাই ঘুম থেকে তাড়াতাড়ি ওঠারও কোনো তাড়া ছিল না। আমি রোজকার মতো যথারীতি ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে খবরের কাগজ পড়তে বসলাম।

1.jpg

খবরের কাগজ পড়া হয়ে গেলে আমি ঘরের বাসি বাসনপত্র সব মেজে ফেললাম। গতকাল রাতে ডিনার করার পর ভাত এবং ধোঁকার ডালনা কিছুটা অবশিষ্ট ছিল। তাই দিয়ে আমি ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমি ঘরদোর সব ঝাঁট দিয়ে মুছে ফেললাম।

এরপর আমি একটু পাড়ার দোকানে গেলাম দুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। দোকান থেকে ফিরে আমি ইনডাকশনে ভাত বসিয়ে দিলাম। ভাতের মধ্যে চারটে ডিম সেদ্ধ দিয়ে দিলাম। ভাত হয়ে গেলে আমি ডিমের কারি বানালাম। তারপর নিম-বেগুন ভাজা করলাম।

“দুপুর”

2.jpg

আজকের মত রান্নার পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমি দুপুর একটা নাগাদ স্নান করে নিলাম। তারপর আমি লাঞ্চ করতে বসলাম। আজকে আমার লাঞ্চের মেনু ছিল নিম-বেগুন ভাজা এবং ডিমের কারি। লাঞ্চ করা হয়ে গেলে আমি ঘন্টা খানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

ঘুম থেকে যখন উঠলাম তখন বিকেল পাঁচটা বেজে গেছে। আমি পোশাক পরিবর্তন করে হাঁটতে বের হলাম। কিছুক্ষণ আমি মাঠের পাশে দাঁড়িয়ে ক্রিকেট খেলা দেখলাম। চলার পথে দুটো রাস্তার ছবি তুলে নিলাম।

3.jpg
4.jpg
5.jpg

ফেরার পথে ওষুধের দোকান থেকে আমার জন্য কিছু প্রয়োজনীয় ওষুধ কিনলাম। মিষ্টির দোকান থেকে দুটো সিঙ্গারা কিনে নিলাম সন্ধ্যেবেলা খাবো বলে।

এরপর ফ্ল্যাটে ফিরে আমি বারান্দা থেকে জামা কাপড় সব ঘরে তুললাম। তারপর আমি এক কাপ চা করে সিঙ্গারার সাথে খেলাম। দুদিন আগেও সন্ধেবেলা আমি সিঙ্গারা খেয়েছি, আবার আজকেও খেলাম।

যাইহোক সন্ধ্যের টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর আমি ডেইলি ডায়েরী গেম লিখতে বসলাম।

“রাত”

ঘন্টাখানেক পর আমার এক বন্ধু আমার ফ্ল্যাটে আসলো। আমি ওর সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম। ও সোজা অফিস থেকে এসেছিল তাই আমি আমাদের দুজনের জন্য চা বানালাম। কিছুক্ষণ পর আমরা দুজন রাস্তায় বেরিয়ে ফুচকা খেলাম। তারপর আমার বন্ধু ওর বাড়ির পথে রওনা দিলো আর আমিও নিজের ফ্ল্যাটে ফিরে আসলাম।

আমি কিছুক্ষণ ইউটিউব ভিডিও দেখলাম। ইউটিউবে আমি মূলত রান্না এবং গানের ভিডিও গুলো দেখি। তবে মাঝে মাঝে আমি জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখি ইন্টারেস্টিং মনে হলে। ভিডিও দেখার পর আমি কিছু মুভি এবং ওয়েব সিরিজ ডাউনলোড করলাম।

তারপর আমি আজকের ডেইলি ডায়েরী গেম লেখা শেষ করলাম। এবার আমি আমার লেখা স্টিমিটে পোস্ট করে দেবো। তারপর ইচ্ছে আছে যে কোনো একটা মুভি দেখবো।

তো বন্ধুরা এই ছিল আমার ১৩ই মার্চের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram

Sort:  
Loading...
 2 months ago 

আপনি দেখছি ঘরের যাবতীয় কাজ খুব সুন্দরভাবে করেন অবশ্যই এমনটা করাই উচিত কারণ ঘর পরিপাটি না থাকলে বিশেষ করে রান্নাঘর তাইলে কোন কাজে মন বসে না।।।

 2 months ago 

আমি সব ঘর পরিষ্কার রাখার চেষ্টা করি যতটা সম্ভব কিন্তু সব সময় পেরে উঠি না। রান্নাঘর পরিষ্কার না থাকলে আমারও কেমন জানি একটা লাগে। ধন্যবাদ আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

১৩ মার্চ খুব সুন্দর ভাবেই কাটালেন। ফুচকা খেতে অনেক মজার, তবে তা কতটা স্বাস্থ্যসম্মত সেটা একটা প্রশ্নসাপেক্ষ ব্যাপার। তার পরেও আমরা এটা খাই, আমি নিজেও খাই। ধন্যবাদ ভাই ডায়েরি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ফুচকা খেতে তো আমার দারুন লাগে আর আমি এটা দেখেছি যে ফুচকা যতটা স্বাস্থ্যসম্মত না হয় তার টেস্ট তত বেশি। বিশেষ করে গ্রীষ্মকালে ঘামতে ঘামতে আর ঘাম মুছতে মুছতে যারা ফুচকা বানায় তাদের ফুচকার টেস্ট শতগণ বেড়ে যায় আমার মতে।

 2 months ago 

সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খবরের কাগজ পড়লেন, বাসনপত্র মাজলেন, ব্রেকফাস্ট করলেন এবং তারপর দোকানে গেলেন দুধ ও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে।দোকান থেকে এসে সুন্দরভাবে দুপুরের রান্নাটাও শেষ করলেন। রাতের বেলা বন্ধুর সাথে আড্ডাও দিয়েছেন।

ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।।

Posted using SteemPro Mobile

 2 months ago 

সারাদিন রুটিন মাফিক আমাকে এতসব কাজ করতে হয়, তবে যেদিন রান্না করা থাকে না সেদিন আমি খুব প্রসন্ন চিত্ত থাকি। অনেকদিন পর রাতের বেলা বন্ধুর সাথে আড্ডা দিলাম। মোটামুটি দিনটা আমার ভালই কেটেছে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 67186.90
ETH 3110.36
USDT 1.00
SBD 3.77