You are viewing a single comment's thread from:

RE: আজকের কবিতা :- দশভূজা! Poetry - Decagon! (The power of a woman)

in Incredible India2 days ago

অসাধারণ লেখা। সত্যিই আজকের সমাজের চিত্রপট আপনি আমাদের সামনে তুলে ধরেছেন। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে না চললে এই সমাজের অগ্রগতি কোনোভাবেই সম্ভব নয়। তাইতো কবি কাজী নজরুল ইসলাম তার লেখায় বলেছিলেন---

"বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।"

কিন্তু দুঃখের বিষয় হল আমরা কতজনই বা এই কথাটা মানতে পারি।

Sort:  
 2 days ago 

আপনার মন্তব্যের একপ্রস্থ উত্তর discord জেনারেল এ দিয়েছি, তবুও এখানে চলে এলাম আবারো নিজের অভিমত ব্যক্ত করতে।

যুগ বদলেছে, উন্নত হচ্ছে প্রযুক্তি কিন্তু কোথাও আজও মানসিকতা রয়ে গেছে সেকেলে।

আজও অনেকেই মনে করেন নারীর স্থান রান্না ঘরেই সীমাবদ্ধ। অথচ, সেই কোন যুগেই বিশ্ব বরেণ্য কবিরা সমাজে সমানাধিকারের কথা বলে গেছেন।

আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু খুব কম সংখ্যক মানি, এখানেই তারতম্য।

ভালো লাগলো আপনার অনুপ্রেরণা মূলক মন্তব্য পড়ে, ভালো থাকবেন আর অবশ্যই কাজের মাধ্যমে এগিয়ে যাবেন।

 2 days ago 

ধন্যবাদ দিদি।
সত্যিই তাই। আমরা যদি মননে চেতনায় বিশ্ব বরেণ্য কবিদের মানসিকতাকে আত্মস্থ করতে পারতাম তাহলে হয়তো এখনকার সমাজটা অন্যরকম হতো।

তবুও হাল ছাড়লে চলবে না। সমাজের পরিবর্তন আনতেই হবে। তাই সমস্ত নেগেটিভিটি থাকা শর্তেও আমাদের পজিটিভিটির দিকে এগিয়ে যেতে হবে।

ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62255.52
ETH 2449.42
USDT 1.00
SBD 2.63