ফটোগ্রাফি|| একটি বর্ষণমুখর দিন।

in Incredible India27 days ago (edited)
IMG_20240511_190302.png Edited by Canva source

Hello Friends,
কেমন আছেন সবাই? আশাকরি ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে অন্যরকম একটা লেখা নিয়ে উপস্থিত হয়েছি। যদিও আমি দক্ষ ফটোগ্রাফার না তবুও শখের বসে আজ কিছু ছবি তুলেছি।

ছবিতে আপনার গ্রামবাংলার বর্ষণমুখর দিনের কিছুটা চিত্র দেখতে পারবেন। আমি তো আজকের বৃষ্টিস্নাত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি। পাশাপাশি মনে হলো আপনাদেরকেও উপভোগ করার সুযোগ করে দিই। এখন আমরা বৃষ্টির দিনের গ্রামের চিত্র উপভোগ করবো।

IMG_20240511_191033.jpg

11th May 2024
আম।

এটা একটি গাছে ঝুলে থাকা আমের দৃশ্য। প্রতিটি গাছ ও বৃষ্টির জলের জন্য অপেক্ষা করছিল। বিন্দু বিন্দু বৃষ্টির জল লেগে আছে আমে। আমার ছবি তোলা দেখেই আম গাছের মালিক ছুটে এসেছিল ছবি তুলতে। বৃষ্টির আগমনে সকলেই যেন হাঁফ ছেড়ে বেঁচেছে।

IMG_20240511_230454.jpg

11th May 2024
পাতি হাঁস।

হাঁসের দল যেন বৃষ্টির জল পেয়ে খুশি নাচানাচি শুরু করেছে। এদিক ওদিক তাঁদের তাকানোর কোনো সময়ই যেন নেই। গ্রামে বর্ষাকালে এই দৃশ্যটা প্রিতিটি বাড়িতেই দেখা যায়। কারণ বাড়িতে মায়েরা বিশেষ করে হাঁস পালনে বেশ আগ্রহী।

IMG_20240511_231214.jpg

11th May 2024
তেতুল গাছ।

মাছ ধরার ছোট জাল যেটা শুকানো জন্য মেলে দেওয়া কিন্তু হঠাৎ বৃষ্টিতে এটা তুলে নেওয়ার ও সুযোগ নেই। বৃক্ষরাজিতে যেন প্রাণের সঞ্চার হয়েছে। প্রকৃতি তাঁদের নিজস্ব রূপে ফিরে এসেছে।

IMG_20240511_231539.jpg

11th May 2024

আমি নিজেও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ছাতা মাথায় দিয়ে রাস্তায় বেরিয়েছিলাম। রাস্তায় একটা নিরিবিলি পরিবেশ বিরাজ করছিল যেটা সচরাচর দেখা যায় না। তবে কৈ মাছ ধরতে কিছু মানুষ রাস্তাতেই থাকবে।

IMG_20240511_231839.jpg

11th May 2024
My Uncle

এই যে এটা ভাবতে ভাবতেই সামনে এক কাকুকে দেখলাম ছাতা মাথায় কৈ মাছ ধরতে বেরিয়েছে। যদিও আমার কৈ মাছ ধরার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু অন্য একজনকে দেখে আমারো মনে হচ্ছিল যেন কয়েকটা কৈ মাছ ধরি।

IMG_20240511_232216.jpg

11th May 2024
পুকুরে পাড়ে সবুজ ঘাস।

আকাশে কালো মেঘ যে কারণে চারদিক যেন অন্ধকারাচ্ছন্ন। আবার হচ্ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি যে কারণেই সাথে মোবাইলটা নিয়ে বাইরে বের হতে পেরেছিলাম। পুকুরের পাড়ে থাকা সবুঝ ঘাসের ওপর জমে থাকা বৃষ্টির বিন্দু কণা যেন অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করেছে।

IMG_20240511_233230.jpg

11th May 2024
ছোট তাল গাছ

হয়তো অনেকেই তাল গাছে দেখেছেন, কিন্তু এই ছোট তাল সকলে না ও দেখতে পারেন। এই প্রাকৃতিক বজ্রনিরোধক দন্ড গাছটি আমাদের গ্রামেও আছে। বৃষ্টির জলে অন্যান্য গাছের মতো এটা ও যেন মাথা ঝাড়া দিয়ে উঠে বৃষ্টিকে উপভোগ করছে।

IMG_20240511_233756.jpg

11th May 2024
ছাগল

ছাগল সেই প্রাণীদের দলভুক্ত যারা জলে ভিজতে অনিচ্ছুক। কিন্তু এই দৃশ্যে কি আপনাদের সেটা মনে হচ্ছে? অবশ্যই আপনাদের উত্তর না ই হবে। তবে সত্যি বলতে গরমে সকল প্রাণীরাই অতীষ্ট। যে কারণে বৃষ্টি উপেক্ষা করেই ঘাস খাচ্ছে এই প্রতিকূল আবহাওয়াতেও।

IMG_20240511_235007.jpg

11th May 2024
ঠাকুরমা

আমি হাঁটতে হাঁটতে মন্দিরের মাঠের সামনে রাস্তায় পৌছে দেখলাম এক ঠাকুরমা হাতে কাঠের ছোট্ট হাত জাল নিয়ে কৈ মাছ ধরতে এসেছে। ঠাকুরমা বললেন ইতিমধ্যে তিনি সাতটি কৈ মাছ ধরেছেন। কৈ মাছ ভুলে ও কেউ না জেনে খালি হাতে ধরতে যাবেন না।

কারণ কৈ মাছের কাঁটা খুব বিষাক্ত। তাই ধরার সময় বেশ সতর্ক থাকতে হয়। তাছাড়া এই সময়ে কৈ মাছ ডিম ছাড়ে তাই কৈ মাছ ধরা থেকে নিজেদেরকে বিরত রাখাটাই উত্তম।

IMG_20240511_000148.jpg

11th May 2024
মাছ চাষী।

আমরা যারা শহরে থাকি টাকার বিনিময়ে বাজার থেকে মাছ ক্রয় করি। কিন্তু একজন মাছ চাষী কতোটা পরিশ্রম করে সেটা নিজ চোখে না দেখলে বোঝা যায় না। এই দৃশ্যে দেখুন অন্যরা প্রয়োজনে ছাতা নিয়ে বের হলেও এই মাছ চাষী বৃষ্টির জলে ভিজে ভিজে নেট দিচ্ছেন। কারণ একটু বেশি বৃষ্টি হলেই পুকুর অতিরিক্ত জল হতে পারে।

তাছাড়া পাশেই একটি মাঝারি খাল আছে যেখানে জোয়ারের সময় এই বৃষ্টিতে অন্য সময়ের তুলনায় অনেক বেশিই জল হবে। এই কারণেই এই সময়ে একটু বৃষ্টি হলেই বন্যার সৃষ্টি হয়।

IMG_20240511_235935.jpg

11th May 2024
বাতাবিলেবু।
আমি কখনো বাতাবি লেবুর কলমের গাছ দেখিনি। এতো ছোট গাছে এতো বড় লেবু দেখেই একটা ছবি তুলেছিলাম। লেবুটা কিন্তু খুব রিষ্টপুষ্ট।

IMG_20240511_235851.jpg

11th May 2024
দেশী খেজুর।

অনেকদিন পরে আজ এই দৃশ্যটি শৈশবে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। আমার মনে আছে এই কাঁচা খেজুর গাছ থেকে ছিঁড়ে দাঁতে লাগিয়ে শৈশবের বন্ধুদের সাথে খেলতাম। কতো খেজুর এভাবে গাছ থেকে তুলেছি তার ইয়ত্তা নেই।

IMG20240511124051.jpg

11th May 2024

হঠাৎ বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু হলেই বাড়িতে দৌড়ে এসেছিলাম। তবে আমার কক্ষে না গিয়ে আমি আমার বড় কাকুর ঘরেই উঠেছিলাম। আজ শনিবার কাকু ও কাকিমা বাড়িতে, ভালো খাবারের ঘ্রাণ পেয়েছিলাম। আমার ইচ্ছে তো খাবারের ভাগ নেওয়া।

IMG_20240511_000338.jpg

11th May 2024
বৃষ্টির দৃশ্য।

আমি ছাদে যাওয়া সিঁড়িতে উঠেই একটি বৃষ্টির ছবি তুলেছিলাম। তবে ছাদে যাওয়ার কোনো উপায় নেই। যেহেতু ছাতা বাইরে রেখে এসেছি এবং ভারী বৃষ্টি হচ্ছিল।

যদিও আরো ছবি তোলার ইচ্ছে ছিল কিন্তু হঠাৎ ভারী বৃষ্টি শুরু হওয়ার জন্য আর সেই ইচ্ছেটা পূরণ হয়নি। তবে আমিও কিন্তু অনেক দিন পর দুর্দান্ত কিছুটা সময় অতিবাহিত করেছি যেটা কি না প্রকৃতির মাঝে।

ছবি গুলো আপনাদের কেমন লাগলো, জানাতে ভুলবেন না কিন্তু। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Sort:  
Loading...
 26 days ago 

বর্ষণমুখর দিনের ফটোগ্রাফি গুলা আপনার খুব সুন্দর হয়েছে। বিশেষ করে আমার কাছে খেজুর গাছের এবং পুকুরের ছবিটা খুব ভালো লেগেছে। ছোটবেলায় এভাবে বৃষ্টির দিনের কতইনা স্মৃতি রয়েছে।
বলতে গেলে আপনার মতো আমিও একজন ফটোগ্রাফি প্রেমি। কারণ এক সময় আমিও অনেক বিয়ে বাড়ির ইভেন্টের কাজ করেছি।

সুন্দর ফটোগ্রাফির পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts, good comments anywhere, and any tags.

Curated by : @sualeha

 22 days ago 

Thank you so much my dear honourable friend for your encouraging support. 🙏❤️

 21 days ago 

How beautiful is it to see how you set the camera lens on each object and humans to produce these lovely pictures. I can see a display of creativity here especially in three images;

  1. Photo of mango and a woman behind
  2. Photo of nipa palm tree
  3. Photo of the rain drop.

Keep up the good work friend!

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70845.83
ETH 3807.68
USDT 1.00
SBD 3.42