Better Life with Steem|| The Diary Game|| 12th May 2024

in Incredible India11 days ago (edited)
PhotoCollage_1715523606811.jpg

Hello Friends,
শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? যেহেতু, সন্ধ্যায় পোস্ট লেখার জন্য বসেছি তাই শুভ সন্ধ্যা দিয়েই শুরু করেছি। আজও কিন্তু গতকালকের মতো বিকেলে বৃষ্টি উপভোগ করেছি। তবে আজকের বৃষ্টিটা দীর্ঘ সময় স্থায়ী হয়নি।

Morning

IMG20240512173957.jpg

আমার আজকের সকালটা শুরু হয়েছিল আটটার দিকে ‌। সকালে ঘুম থেকে উঠে প্রথমে মোবাইলটা হাতে নিয়েই দেখি বন্ধ অর্থাৎ চার্জ না থাকায় বন্ধ হয়ে ছিল। আমি মোবাইলটা চার্জে বসিয়ে প্রাতঃকৃত্য শেষ করে ওষুধ খেয়েছিলাম।

আজ কাঁঠাল ক্রয় করতে যাওয়ার কথা ছিল তাই আমি আর খাবারের জন্য অপেক্ষা করিনি। পথেই আমার এক কাজিন ভাগ্নিকে নিয়ে দাড়িয়েছিল। আমাকে দেখেই সে মনে করেছিল ঘুরতে যাবে। তাই দুই হাত বাড়িয়ে দিচ্ছিল, যদি পারতো হয়তো লাফিয়েই কোলে উঠতো।

IMG20240512103524.jpg

রাস্তায় পা রাখতেই পেছন থেকে আমাদের ইউপি চেয়ারম্যান কাকু ডেকে অটোভ্যানে বসতে বললেন। আমি কিছু না বলেই পেছনে বসলাম। তারপর চেয়ারম্যান কাকু ও পাশে বসে থাকা বর্তমান ইউপি সদস্যার সাথে কুশল বিনিময় করেছিলাম।

IMG20240512110751.jpg

আমি আগেও বলেছি আমাদের বাড়ি থেকে স্থানীয় বাজারে পৌঁছাতে মাত্র পাঁচ মিনিটের মতো সময় প্রয়োজন। তবে আজ সকালে অটোভ্যানে উঠেও সময় বাঁচেনি। কারণ মিনিট দুই অতিক্রম হতেই ঘটেছিল এক দূর্ঘটনা।

নেশাগ্রস্ত একটি ছেলে উল্টো দিক থেকে মোটরসাইকেল চড়ে আসছিল।‌ বেপোরোয়া ভাবে চালাচ্ছিল মোটরসাইকেল। কিন্তু এই চেয়ারম্যান কাকুকে দেখেই হঠাৎ গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে মোটরসাইকেলের ব্রেইক ফেল হয়েছিল।

মূহুর্তের মধ্যেই পাশে থাকা কাঁটা তারের উপর গিয়ে পড়েছিল। আমরা হন্তদন্ত হয়ে অটোভ্যান থেকে নেমে ঐ অটোভ্যানে উঠিয়ে আহত ছেলেটিকে বাজারে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম।

ডাক্তার আবার চেম্বারে ছিল না। আমি তাৎক্ষণিকভাবে কল করে ডাক্তার কাকুকে সব খুলে বললাম। ডাক্তার কাকু ঘটনাস্থলে পৌঁছাতেই আমি রিপনকে আহত ছেলেটির পাশে থাকতে বলে অন্য দোকানে গিয়েছিলাম।

IMG20240512104758.jpg

LocationNameBD PriceSteem Price
বাংলাদেশলাচ্ছি৩০.০০৳01.00

আমি সুযোগে একটি লাচ্চি নিয়েছিলাম। লাচ্চি খাওয়া শেষ করেই ডিসকর্ডে কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। কিছু কাজ ছিল খুব গুরুত্বপূর্ণ তাই আলাদা স্থানে দাঁড়িয়ে কথা শেষ করেছিলাম।

IMG20240512114800.jpg

বাড়িতে পায়ে হেঁটে যেতে ইচ্ছে করছিল না। কারণ অনেক রোদ্দুর আবার একটু দ্রুত ও বাড়িতে পৌঁছানোর দরকার ছিল। সৌভাগ্যক্রমে অংশুদা'কে পেয়েছিলাম। তারপর দাদার বাইকে আমি বাড়িতে ফিরে এসেছিলাম।

Noon

বাড়িতে ফিরেই চ্যালেঞ্জের কিছু পোস্ট নিয়ে বসেছিলাম। কাজ শেষ করেই আবার পোস্ট ভেরিফিকেশন, তবে পোস্ট ছিল অনেক কম।

IMG20240512114231.jpg

অন্যদিকে বাবা আবার ডাকাডাকি করছিল তালের শাঁস খাওয়ার জন্য। এই বছর এখনো আমাদের বাড়িতে তাল শাঁস খাওয়া হয়নি। তবে সবেমাত্র গাছে থেকে নিয়ে আসা, তাই আমি বাবাকে বললাম ঘরে রেখে দিতে।

আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি এই তাল শাঁস খাওয়া শরীরের জন্য ভালো। কিন্তু অন্য সকল খাবারের মতো এটাও অতিরিক্ত খাওয়া ঠিক না। আবার গাছ থেকে সদ্য নিয়ে আসলেও খাওয়া ঠিক না কারণ তখনও এটা গরমই থাকে।

তালের শাঁস অনেকটা নারকেল জলের মতো উপকারী। তবে এই উপকারিতা পেতে হলে ধৈর্য্য ধারণ করতেই হবে। আবার তাল শাঁস যদি শক্ত হয় তাহলে সেটা গ্যাস বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়।

IMG_20240512_222355.jpg

এক ফেরিওয়ালার ডাক শুনে ঘর থেকে বেরিয়েছিলাম। আমি বাইরে বেরিয়ে দেখলাম এই লোকটি দেশী হাঁসের ডিম বিক্রি করতে এসেছিল। তবে আমাদের বাড়িতে মুরগির ডিম থাকার কারণে আর আলাদা করে হাঁসের ডিম রাখতে হয়নি।

Afternoon

IMG20240512110219.jpg

IMG20240512110214.jpg

IMG20240512110152.jpg

বিকেল তিনটার পরে স্নান শেষ করে দুপুরের খাবার শেষ করেই আমি বাইরে বেরিয়েছিলাম। কাঁঠাল দেওয়ার লোকটিও বাজারে ইতিমধ্যে পৌঁছেছিল। আমি পৌঁছেই দেখলাম ৫/৬ টা পাকা কাঁঠাল ঝুড়িতে রেখেছে ‌। যদিও আমি পূর্বে এভাবে কাঁঠাল কখনো ক্রয় করিনি তবে আজ করতেই হলো।

LocationNameBD PriceSteem Price
বাংলাদেশএকটি কাঁঠাল২০০.০০৳07.00

পাশেই চায়ের দোকানদার কাকুকে ডেকে নিয়েছিলাম ভালো কাঁঠাল পছন্দ করার জন্য। কাঁঠাল অনেক ভারী আবার কাছাকাছি কোনো গাড়িও ছিল না। তাই একটি কাঁঠাল আলাদা করে আমি চায়ের দোকানে রেখেছিলাম।

আকাশের অবস্থা দেখলাম ভীষণ খারাপ যে কোনো সময় বৃষ্টি নামবে। তাই আমি বিলম্ব না করে বাড়িতে ফিরে এসেছিলাম। অর্ধেক পথেই বৃষ্টি পড়তে শুরু করেছিল। বাড়িতে ফিরে নিজেকে পরিষ্কার করে একটু বিশ্রাম নিয়েছিলাম। এভাবেই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় অতিবাহিত করেছিলাম।

END

Sort:  
 11 days ago 

আপনি সকালে ঘুম থেকে উঠে দেখেন মোবাইলে চার্জ নেই এবং সেটা বন্ধ হয়ে গেছে। আপনি বাজার যাওয়ার সময় দেখতে পেলেন একটি ছেলে বাইক এক্সিডেন্ট করেছিল। তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন।

দুপুরবেলা আপনার বাবা তাল নিয়ে এসেছে। আপনি তালের শাঁস খেয়েছেন। এটি অনেক সুস্বাদু এবং পুষ্টিকর হয়ে থাকে। বিকেলে আপনি কাঁঠাল কিনেছেন। কাঁঠাল আমার অনেক প্রিয় ফল। তবে এই বছর এখনো পর্যন্ত এটা খাওয়া হয়নি।

আপনি আপনার সারাদিনের কার্যক্রম অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 11 days ago 

কাঁঠাল আমার অনেক প্রিয় ফল। তবে এই বছর এখনো পর্যন্ত এটা খাওয়া হয়নি।

  • শুধুমাত্র, এই বাক্যদ্বয় আপনার নিজস্ব অভিমত এবং শেষের কমন অংশটুকু যেটা দেখলাম।

  • আপনাকে আমার বলার উদ্দেশ্য এটাই যে মন্তব্য হচ্ছে একটি লেখা পড়ার পরে নিজস্ব অভিমত উপস্থাপন করা। কিন্তু আপনি আমার কথা গুলোই পরোক্ষভাবে তুলে ধরেছেন। আশাকরি, বিষয়টি ইতিবাচক ভাবে গ্রহণ করবেন।

Loading...

TEAM BURN

Your post has been successfully curated by @inspiracion at 35%.

Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.

Team Burn (22).png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increase its price.


We support quality posts and good comments posted anywhere and with any tag.
Curated by : @artist1111

 10 days ago 

সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি মোবাইলে চার্জ নেই একদম মনটা খারাপ হয়ে যায়।
বর্তমান সময়ে মোবাইল হলো আমাদের জীবন।
ঘুম থেকে উঠে একটু বাইরে গিয়েছিলেন। যাওয়ার পরে আবার একটি এক্সিডেন্ট দেখতে পেয়েছেন।
আপনাদের ওইদিকে হয়তো অনেক তাল কাজ রয়েছে। আমাদের এদিকে তো তালগাছ খুজেই পাওয়া যায় না।
সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 days ago 

সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ফোনে চার্জ নেই ফোনে চার্জ না থাকলে আমার মেজাজ প্রচন্ড খারাপ হয়ে আসে। বর্তমান সময়ে মোবাইল গুলো আমাদের শরীরের এক অংশ।
কাঁঠাল ক্রয় করতে বাজারে গেলেন যাওয়ার পথে একটি বাইক এক্সিডেন্ট হলো তাকে প্রাথমিক চিকিৎসা দিলেন এবং বাড়িতে এসে তালের শাঁস এটি একটি আমার কাছে সুস্বাদু খাবার । আপনার পোস্টের মাধ্যমে আপনার প্রিয় ফল সম্পর্কে জানতে পেয়ে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন

Hello friend greetings to you, hope you are doing well and good there.

Your day is amazing my dear friend. The green fields, gardens of palm trees are my favorite one. I think Bangladesh have so many palm trees. You have had a busy day, hope you have enjoyed it.

I wish you best of luck in the contest dear friend. Keep blessing.

 10 days ago 

Thank you so much my dear honourable friend for your valuable opinion.

 10 days ago 

আমার মা বাবাও বলে তাল শাঁস উপকারী।কিন্তু এদিকে সেরকম বেশি পাওয়া যায় না। আমি যে লাস্ট কবে খেয়েছি, মনে নেই। কিন্তু আমারও ভালো লাগে।

কাঁঠাল খেতে আমি কিন্তু খুব ভালোবাসি। এত কাঁঠাল দেখে আমার খুব লোভ হচ্ছে।

 10 days ago 

💞💞 আপনার মন্তব্য দেখে বেশ ভালো লাগলো দিদি। পাশাপাশি এটা জেনেও ভালো লাগলো যে কাঁঠাল আপনি পছন্দ করেন। বাংলাদেশে আসার নিমন্ত্রণ রইলো আপনাকে কাঁঠাল খাওয়াবো ‌।

 9 days ago 

অবশ্যই আমি বাংলাদেশে গেলে আপনার সাথে দেখা করব। অনেক ভালো থাকুন।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 67623.71
ETH 3786.06
USDT 1.00
SBD 3.70