Better Life with Steem|| The Diary Game|| 29th April 2024

in Incredible Indialast month
IMG_20240429_204729.jpg

Hello Friends,
আজ দিনটা আমার কাছে বিরক্তিকর ছিল। আপনাদের কি অবস্থা এই গরমে? আমি তো আজ রাতে বাড়িতে ফিরে ব্যাঙের মতো হাত-পা ছড়িয়েই শুয়ে আছি। এভাবেই লিখতে বসেছি। কারণ শরীরকে প্রশ্রয় দিলেই মুশকিল।

আমি তো শুধুমাত্র ঘরের মধ্যেই থাকি আরে সেখানে থেকে আমার এই অবস্থা। তাহলে যারা প্রতিনিয়ত বাইরে বেরিয়ে সকাল থেকে যুদ্ধ করছে জীবন-জীবিকার তাগিদে, ভাবুন তো এই তাপমাত্রায় তাঁদের কি অবস্থা?

Morning and Noon

IMG_20240429_205222.jpg

সকালে ঘুম থেকে উঠেই ব্যক্তিগত কাজ শেষে সকালের খাবার খেয়ে একটু বাজারে গিয়েছিলাম। কারণ আমার কিছু টাকা ক্যাশ করার দরকার ছিল। যাইহোক, পথ যেন জনমানবহীন, কোথাও একজন মানুষ দেখতে পেলাম না। তাই পায়ে হেঁটে মিনিট পাঁচেকের মধ্যেই আমাদের বাজারে পৌঁছেছিলাম।

IMG_20240429_204901.jpg
IMG_20240429_204821.jpg

👇👇

LocationNameBD PriceSteem Price
BangladeshSugarcane juice= 01.00L100.0003.50

কিছুক্ষণ চায়ের দোকানে বসেছিলাম ফ্যানের বাতাসে কিন্তু গরম যেন কিছুতেই কমছিল না। দোকানের অপর প্রান্তে আখের রস বিক্রেতা এক কাকুকে দেখেই বললাম আমাকে এক লিটার আখের রস দিতে হবে। বাজারের কাছেই ঐ কাকুর বাড়ি, তাই উনি বাড়ি থেকে আমার জন্য একটি এক লিটারের বোতল নিয়ে এসেছিলেন।

IMG20240429123757.jpg

এই সবের মধ্যে আমার এক কাকু হন্তদন্ত হয়ে বাইক থেকে নেমে আমার কাছে এসেই বসেছিল। কাকুর চশমাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল, তাই কাকুর থেকে নিয়ে কয়েকটি ছবি তুলেছিলাম। কারণ মোবাইল কাজ করার সময় তাকিয়ে থাকতে থাকতে কয়েকদিন ধরেই আমার মাঝে মাঝে একটু চোখে ব্যাথা অনুভব হচ্ছে।

পাশাপাশি, আমার এটা মনে হয় যে আমরা যারা অনলাইনে কাজ করি তাঁদের চশমা ব্যবহার করা উচিত। নচেৎ কয়েকবছর পরে হয়তো আমাদের চোখে সমস্যা দিতে পারে। তাছাড়া আমি আমার চোখের জন্য ডাক্তার ও দেখিয়েছিলাম এবং এটাই আমি জানিয়েছিলাম যে মোবাইল বা ল্যাপটপ ব্যবহারের জন্য আমার চোখের জন্য কি করা উচিত?

তখন সেই চোখ বিশেষজ্ঞ আমাকে ব্লু কার্ট গ্লাস ব্যবহারের কথা বলেছিলেন। বলা যায় এটা ডাক্তারের থেকে নেওয়া একটা পরামর্শ ও বটে। কারণ আমার চোখে কোনো সমস্যা না থাকলেও ব্যাথা অনুভব তো হয় এবং এটা হয় মোবাইল ব্যবহারের জন্য।

Afternoon

IMG20240429170554.jpg

আমি বাড়িতে ফিরে কমিউনিটির কয়েকটি পোস্ট যাচাইকরণে মোবাইল নিয়ে বসেছিলাম। কাজ শেষ হতে হতে তখন বিকেল তিনটা ত্রিশ বেজেছিল। তারপর আমি স্নান শেষ করেই আমার ভাগ্নির কাছে বসেছিলাম। আজে আমার একমাত্র ভাগ্নি নিজের হাতে ধরে দুধ খাচ্ছিল। তবে তাঁকে মোবাইল দেখাতে হবে যেটা আমি আবার আমার বোনকে নিষেধ করেছি।

IMG_20240429_205338.jpg

এরই মধ্যে আমি বাপিকে কল করে প্রস্তুতি নিয়ে আসতে বলেছিলাম বাগেরহাট যাওয়ার জন্য।বাপি বাইক নিয়েই চলে এসেছিল আমাদের স্থানীয় বাজারে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম অটো ভ্যানে যাওয়ার জন্য।

Evening and Night

IMG_20240429_205538.jpg
IMG_20240429_205647.jpg

আমি ও বাপি ঘন্টাখানেকের মধ্যে চশমার ছোট্ট একটাপ শো-রুমে পৌঁছে ছিলাম। তবে প্রথমে আমার পছন্দের ফ্রেম খুঁজে পাচ্ছিলাম না। যাইহোক, বাপি ও খোঁজা খুঁজি শুরু করেছিল, কারণ ঐ মুহুর্তে নামাজের জন্য শো-রুমের মালিক ব্যস্ত ছিলেন।

IMG_20240429_205513.jpg

অবশেষে বাপি এই ফ্রেমটা পছন্দ করেছিল আমার জন্য। এটা চশমা ক্রয়ের ক্ষেত্রে ছিল আমার প্রথম অভিজ্ঞতা। ইতিপূর্বে আমার কখনো চোখে এতোটা ও সমস্যা হয়নি যে কারণে চশমার কথা চিন্তাই করিনি।

👇👇

LocationProduct NameBD PriceSteem Price
BangladeshEyeglasses2400.0084.00

এবার মূল্য, আমরা যেহেতু চশমাটা এখান থেকেই ব্যবহার উপযোগী করে নিবো, তাই মোট মূল্যটা পরিষ্কার হয়ে নিয়েছিলাম।

IMG_20240429_205712.jpg

পাশেই অবস্থিত কামারপট্টি যেখানে কামাররা দা, বঁটি, কোদাল, কুড়াল ইত্যাদি তৈরি করে। যেহেতু, চশমাটা ব্যবহার উপযোগী হতে বেশ কিছু সময় অতিবাহিত করতে হবে তাই আমিও বাপি এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করতেছিলাম।

IMG_20240429_205821.jpg

রাস্তার অপর প্রান্তে আছে একটি বড় দোকান যেখানে সকল প্রকার বালতি, প্লেট, গামলা ইত্যাদি ঘরোয়া আসবাবপত্র পাওয়া যায়। আমার ভাগ্নির জন্য ছোট্ট চামচ ক্রয়ের প্রয়োজন ছিল। তাই আমি দোকানে গিয়ে চামচ দেখছিলাম কিন্তু দেখে পছন্দ না হওয়ার জন্য আবারো ফিরে এসেছিলাম চশমার শো-রুমে।

IMG_20240429_205909.jpg

এসেই দেখলাম ঐ শো-রুমে কর্মরত এক ব্যক্তি আমার চশমার জন্য গ্লাস দুইটি প্রস্তুত করছিল। যাইহোক, এভাবে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। তারপর চশমাটা নিয়ে আমি ও বাপি পাশের একটি চায়ের দোকানে গিয়েছিলাম।

IMG_20240429_205954.jpg

আমাদের ভীষণ ক্লান্ত লাগছিল, তাই আমি বাপি ও ভ্যানচালককে ডেকে নিয়েই একটি দোকানে গিয়ে স্পিরিট নিয়েছিলাম অর্ধ লিটারের একটি। সকলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শেষ করেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম।

IMG20240429192717.jpg

👇👇

LocationNameBD PriceSteem Price
BangladeshSprit50.0002.00

বেশ মজা লাগছিল খোলা গাড়িতে, কারণ বাইরের হাওয়ায় যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। এভাবেই আমি আজকের দিনটি অতিবাহিত করেছি ‌। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

END

Sort:  
Loading...
 last month 

আপনার পোস্ট পড়ে বুঝলাম আপনি সারাদিন বেশ ব্যস্ততার মাঝে দিন পার করেছেন।
বর্তমানে গরমে যা অবস্থা আমরা ঘরে থেকেই দিন পার করতে পারতেছি না। আর যারা বাইরে এবং মাঠে কাজ করে তাদের কি অবস্থা আল্লাহ তায়ালা ভালো জানে।
বাজারে গিয়ে আখের রস নিয়েছেন আসলে আখের রস খেলে শরীর অনেক ঠান্ডা থাকে।
আপনার একটি কথার সাথে আমি একদম সহমত। আপনি ঠিকই বলেছেন যারা অনলাইনে কাজ করি। তাদের কিছুদিন পর দেখা যাবে চোখের সমস্যা হতে পারে। এ জন্য আমাদের প্রত্যেকের কাজ করার সময় অন্তত চশমা ব্যবহার করা উচিত।

সারাদিনের খানিক মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

TEAM 5

Congratulations! Your post has been upvoted through steemcurator08.

Curated by : @sduttaskitchen
 last month 

@sduttaskitchen,
Thank you so much ma'am for your encouraging support.

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71249.51
ETH 3815.45
USDT 1.00
SBD 3.41