Better Life with Steem|| The Diary Game|| 7th December 2024
নমস্কার বন্ধুরা,
আশাকরি, সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে আমার একটি দিনের কার্যক্রম শেয়ার করতে চলে এসেছি। যেহেতু, সকালটা আমার বিলম্ব করেই শুরু হয়েছিল তাই দিনের সময়টাও কমই ছিল।
আজ সকালে মা সাড়ে নয়টায় ডেকেছিল কিন্তু বিছানা থেকে উঠতে ইচ্ছেই করছিল না। শুধু মাত্র একবার ইনডিকেটরে তাকিয়ে দেখলাম বিদ্যুৎ সংযোগ নেই। যেটা পূর্ব থেকেই জানতাম যে শনিবার সকাল থেকে বিদ্যুৎ বিভ্রাট থাকবে। তাই রাতেই মোবাইলে চার্জ দিয়ে রেখেছিলাম।
কিন্তু বিশেষ ফায়দা হয়নি কারণ নেটওয়ার্ক ছিল না। কোনোরকম বিছানা ছেড়ে ব্রাশ হাতে রাস্তায় বেরিয়েছিলাম। তবে কুয়াশার দেখা মেলেনি কারণ ততোক্ষণে সূর্য মামার প্রখরতায় কূয়াশা বিলীন। তাছাড়া এখনো শীতকালের সেই শৈত্যপ্রবাহের মতো খারাপ সময় আসেনি।
বাড়ি ফিরেই হালকা খাবার খেয়ে একটু বেরিয়েছিলাম কারণ অনলাইন থেকে পাওয়া কিছু টাকা ক্যাশ করতে হবে। অন্যদিকে নেটওয়ার্ক ও নেই যে কারণে দুশ্চিন্তায় ছিলাম আদেও সম্ভব হবে কি না।
যা ভেবেছিলাম টাকা আর তুলতে পারলাম না। অন্যদিকে চা বা কফি খাওয়ার ও কোনো ব্যবস্থা নেই। বর্তমানে গৃহিণী না চায়ের দোকানদাররাও সৌখিন হয়েছে। তাঁরা ও কারেন্ট চা চায়ের জল গরম করতে পারে না। বিদ্যুতের ঘাটতি কেন হবে না বলুন? যেখানে বিকল্প পন্থা থাকা সত্ত্বেও অযথা বিদ্যতের ব্যবহার করা হচ্ছে। আমরা শুধু সরকারের দোষ খুঁজি আমাদের ও তো দায়িত্ব আছে।
দলমত নির্বিশেষে আমরা যদি এই সমস্ত ছোটো খাটো বিষয়ে নজর রাখি তাহলে অর্থনীতি ও অন্যান্য দিক দিয়ে আমরাই উপকৃত হবো। তবে বিড়ালের ভুল হয়নি, কোথায় ছিল জানিনা কিন্তু হঠাৎ দেখি আমার কোলের ওপরে চলে এসেছে।
এতোক্ষণে সময় হয়েছে জেনারেটর আসার কিন্তু আমিও বাড়িতে ফেরার উদ্দেশ্যে তখন বেরিয়েছিলাম দোকান থেকে। যাইহোক, এখন আবার ফিরে যাওয়া সম্ভব না ইতিমধ্যে দুপুর বারোটার বেশি সময় হয়েছে। শীতের সময় একটু দ্রুত স্নান ও করতে হবে।
স্নান সেরে দুপুরের খাবার শেষ করতে করতেই বিকেল হয়ে এসেছিল। আমাদের এখানে আবার আজ সাপ্তাহিক বাজার, তাই বাবা বাড়িতে বাজার রাখার পরে আমি ও বাবা বাজারে গিয়েছিলাম।
তবে বাজারে পৌঁছে দেখলাম লোকজন খুব কম। আবার আমি যে দোকান থেকে টাকা ক্যাশ করবো তিনি এই মাত্র বাঁশ নিয়ে বাড়িতে গিয়েছেন। আমাকে বলে গেছেন একটু বাদেই চলে আসবেন।
কোনো কাজ পাচ্ছিলাম না তাই পাশেই এক দোকান থেকে এক কাপ কফি নিলাম। কফি আমি চিনি ছাড়া খেতেই বেশি পছন্দ করি। অন্য অনেক খারাপ অভ্যাস থাকলেও আমি কিন্তু চা বা কফিতে খুব বেশি আগ্রহী না। অর্থাৎ বাড়িতে কোনো নির্দিষ্ট সময় খেতেই হবে এইরকম না। অন্যদিকে দোকানে গেলেও যে খেতে হবে তেমনটাও না।
কফি খেতে খেতে আমি পেছনে কালভার্টের ওপরে গিয়েছিলাম। মাত্র ভাটা হয়েছে খালে তাই এখনো জল ভর্তি ও স্থির মনে হচ্ছিল।
হঠাৎ পাশেই সোরগোল শুনে এগিয়ে গিয়েছিলাম কি যেন একটা ঘটেছে। তবে গিয়ে দেখলাম খেলার সময় শৈশবে থাকা একটি শিশু অন্য একজনকে জলে ফেলে দিয়েছে। খানিকক্ষণ তো একা একাই হেঁসে নিয়েছিলাম।
কারণ কনকনে শীতে গোল্লা ছুট খেলার সময় আমি একবার এই কাজ করেছিলাম। যেহেতু আমি ঘরের দলে তাই ধরা পড়া যাবে না। কিন্তু অন্য কোনো উপায় না পেয়ে পুকুরের মধ্যে লাফিয়ে পড়েছিলাম। তবে রেহাই পাইনি বিপক্ষীয় বন্ধু আমার সাথে সাথেই পুকুরে ঝাঁপিয়ে পড়েছিল।
টাকা ও তুলে নিয়ে বাড়ি ফিরবো তখন আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। তবে শীতের সময় দোকানে আইসক্রিম রাখা হয় না। অবশেষে খুঁজে পেলাম কিন্তু বাবা সামনে থাকায় আর খেতেই পারলাম না। তারপর একটা নতুন খাবার দেখলাম লাড্ডুর মতো এবং চারটা নিয়ে খেতে খেতে বাড়িতে ফিরে এসেছিলাম।
এভাবেই আমি আমার আজকের দিনটি অতিবাহিত করেছিলাম। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
সুন্দরভাবে অতিবাহিত একটি দিনের ঘটনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য ধন্যবাদ দিদি।
আপনার এই পোস্টে বিদ্যুৎ বিভ্রান্তির কথা বলেছেন৷ আপনার মত আমার এলাকায়ও বিদ্যুৎ একটু ঝামেলা করছে কিছু দিন যাবৎ। গরমকালে লোডশেডিৎ মানা যায়,কিন্তু শীতকালে কেন এমন হচ্ছে তা আমার বোধগম্য নয়।
@chant, thank you so much ma'am.