Better Life with Steem|| The Diary Game|| 7th May 2024

in Incredible India27 days ago (edited)
PhotoCollage_1715360771959.jpg

Hello Friends,
এখন বাংলাদেশ সময় রাত ৯টা, সবেমাত্র পোস্ট লেখার জন্য বসেছি। যদিও অন্যদিন পূর্ব প্রস্তুতি নিয়েই বসা হয় তবে আজ এরকম কিছুই হয়নি। বেশ কিছু বিষয় নিয়ে বিরক্ত হয়ে আছি।

তবে যে যাই বলুক কাজ করলে কিন্তু মন ভালো থাকে। তাই পেছনে না ফিরেই পোস্ট লেখা শুরু করলাম। একটু মোবাইল গ্যালারী থেকে ঘুরে আসতে হবে তাহলে বিষয়বস্তু ও লেখাতে সুবিধাই হবে।

একটি দিনের কার্যক্রম সম্পর্কে বেশ কিছু মূহূর্তের দৃশ্য খুঁজে পেলাম। যে কারণে আমি আমার একটি দিনের কার্যক্রম এখন আপনাদের সাথে ভাগ করে নিবো।

Morning

IMG_20240507_205938.jpg

আমার ঐ দিন সকালটা শুরু হয়েছিল নয়টার দিকে। ইতিমধ্যে আমার ভাগ্নির সকালে উঠে আরো একবার ঘুমানো হয়ে গিয়েছিল। আমি ঘুম থেকে উঠেই ভাগ্নিকে টেনে তুলেছিলাম বিছানা থেকে। এইবার তো অন্য ব্যাপার ভাগ্নিকে নিয়ে ঘুরতে যেতেই হবে।

আমি বাইরে বের হতেই ছোটকাকু আমার থেকে ভাগ্নিকে নিয়েছিল। আমার ছোট কাকুর সাথে ভাগ্নির খুব ভাব। তাছাড়া আমার কাকু ও শিশুদের কোলে নিতে খুব পছন্দ করে।

IMG20240507081733.jpg

IMG20240507081716.jpg

IMG20240507081655.jpg

কাকুর কাছে ভাগ্নিকে রেখে আমি সকালের কাজ শেষ করে খাবার খেয়েই আম পাড়তে গিয়েছিলাম। তবে বিশেষ সুবিধা হয়নি, কারণ আম গাছে ভীষণ লাল পিঁপড়ে ছিল। তাই আমি দূরে থেকেই কাকুর কাজে সহযোগিতা করতেছিলাম। আমাদের এলাকায় এবার আমের ফলন মোটেও সুবিধাজনক না। আপনাদের?অন্যদিকে এই গাছের আম খুব টক যে কারণে পাকলেও খাওয়া হয় না। তাছাড়া বিগত বছর আবার পোকা হয়েছিল।

আমাদের এদিকে এবার বাজারে কাঁচা আমের ভালো চাহিদা আছে। তাই কাকু এই গাছ থেকে আম বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। অন্যান্য বছর কাঁচা আম ক্রয়ের মানুষই পাওয়া যায় না।

আম এভাবে কুড়ানোর সময়ে খুব সতর্ক থাকতে হয়, নচেৎ আমের আঠা লেগে ত্বকের ক্ষতি হয়। যাইহোক, আম একঠি জায়গায় গুছিয়ে আমি আমার হাত-পা পরিষ্কার করে নিয়েছিলাম।

কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই আমের সিজনে আমাদের আম খাওয়া উচিত। কারণ বছরের অন্যান্য সময় ইচ্ছে করলেই আম পাওয়া সম্ভব না।

Noon

IMG_20240507_212648.jpg

ওরে বাবা! এদিকে কাকুর রান্না ঘরে ঢুকতেই দেখলাম রূপম আম মাখানোর প্রস্তুতি নিচ্ছে। এক ফাঁকে কাকিমার সাথে একটু কথা বলে নিলাম যেহেতু কাকিমার নির্বাচনের ডিউটি পড়েছে শ্রীফলতলা নামক একটি জায়গায়। ঐ স্থানে অনেক ভোটার তাই সতর্কতা অবলম্বন করার কথা বলেছিলাম।

যাইহোক, এদিকে আম মাখা রেডি কিন্তু কি যেন একটা কম ছিল। হঠাৎ কেউ একজন মনে করিয়ে দিতেই রূপম হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে লেবুর পাতা নিয়ে এসেছিল। লেবুর পাতা না দিলে আম মাখা খাওয়ার মজাটাই পেতাম না। তবে এটার মধ্যে কিন্তু পোস্ট যাচাইকরণ ও করতেছিলাম।

যাইহোক, আম মাখা খাওয়া শেষ হতেই আমি ঘরে গিয়ে পোস্ট চেক করতে বসেছিলাম। এভাবে কাজ করতে করতে প্রায় বিকেল তিনটে বেজেছিল।

Afternoon

IMG_20240507_220354.jpg

যাইহোক, স্নান শেষ করে আমি দুপুরের খাবার খেয়েছিলাম। এরই মধ্যে খাওয়ার সময় মা বলল যে মা একটু আগেই আমার মাসতুতো ভাইকে দেখেছে বাইকে করে আমাদের বাড়ির সামনে থেকে যাচ্ছিল। এটা শুনেই আমি খাওয়া শেষ করে পিসতুতো ভাইকে ইচ্ছে মতো বসেছিলাম।

সত্যি বলতে আমিও ভাইকে খুব মিস করি। কারণ অনেক দিন হয়েছে ভাইয়ের সাথে দেখা হয়নি। অন্যদিকে আমার বড় মাসিমণির দুই কণ্যা সন্তান বাকি সকল মামা ও মাসিদের পুত্র সন্তান। যে কারণে আমার একটু কদর বেশিই বলতে পারেন যেহেতু দিদিরা এবং আমার বোন ও বিবাহিত।

IMG_20240507_221046.jpg

বকা শুনেই আমার তিন ভাই এক সাথে দুইটি বাইক নিয়ে চলে এসেছিল। ওরা সবাই এক জায়গাতেই ছিল তাই আসার সময় দল বেঁধেই এসেছিল।

IMG_20240507_213508.jpg

তারপর ভাইদের সাথে কিছু সময় অতিবাহিত করে ওদের সাথে নিয়ে বাজারে গিয়েছিলাম। এরপরে আমি ড্রয়ার থেকে চারশত টাকা নিয়ে নিয়েছিলাম।

IMG_20240507_223304.jpg

ভাইদের সাথে বসে কিছু হালকা খাবার খেয়েছিলাম। ভাইদের বিদায় জানিয়ে আমি আমাদের বাজারের একটি ফার্মেসিতে বসেছিলাম। আমি ফার্মেসিতে পৌঁছাতেই ঐ ফার্মেসির মালিক ছোট ভাই একটু বাইরে গিয়েছিল।

এরই মধ্যে ডিসকর্ডে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত হয়েছিলাম। আমি ডিসকর্ডে মেনশান দেখেই ফার্মেসি থেকে বাইরে বেরিয়েছিলাম। কারণ ঐটা যেহেতু বাজার তাই লোকজনের কথার আওয়াজটা একটু বেশিই।

IMG_20240507_224150.jpg

আমি কথা বলতে বলতে প্রায় এক কিলোমিটার দূরত্বে পৌঁছে গিয়েছিলাম। কথা শেষ করে আসার সময়ই তো হলো ঝামেলা হলো কারণ আমার কাছে আলাদা কোনো টর্চ লাইট ছিল না। যাইহোক, কোনোরকম মোবাইল টর্চ অন করেই বাড়িতে ফিরে এসেছিলাম।

এভাবেই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় অতিবাহিত করেছিলাম। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

END

Sort:  
Loading...

My dear friend ❤ , you are very hard working lady. Hats off to your hard work !! You are absolutely right that working with siblings is the easiest. If I do something, then my siblings join me in that. The tuning that we develop with our siblings cannot be developed with other people.
You are like my sister to me. I wish I could help you. Lots and lots of love ❤

 26 days ago 

💞💞

 26 days ago 

আপনার সারাদিনের কার্যক্রম পড়ে খুব ভালো লাগলো। সকালবেলা ঘুম থেকে উঠে ভাগ্নিকে সাথে নিয়ে ঘুরাঘুরি করেছেন। আপনার ভাগ্নির দেখি সবার সাথে বেশ ভালোই পরিচয় রয়েছে।
আপনাদের ওইদিকে দিকে অনেক বড় বড় আম হয়েছে। আর আমাদের এদিকে এখনো আম অনেক ছোট।

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 23 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। আপনার সারাদিনে কাজকর্ম আমার খুব ভালো লেগেছে। আপনি আম মাখা খেয়েছেন সেটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখন সেরকমভাবে খাওয়া হয়না। আমাদের বাড়ির গাছগুলোতে সেই রকম আম হয়নি। ভালো থাকবেন দিদি।

 23 days ago 

Thank you so much didi. 😊😊

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71067.77
ETH 3831.03
USDT 1.00
SBD 3.44