Better Life with Steem|| The Diary Game|| 8th May 2024

in Incredible India29 days ago
PhotoCollage_1715191860136.jpg

Hello Friends,
শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? আমি ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছি। আশাকরি, আপনারাও সকলে ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার আজকের সম্পূর্ণ দিনের কার্যক্রম।

Morning

আমার আজকের সকালটা শুরু হয়েছিল বাংলাদেশ সময় সকাল ০৯.১৫ থেকে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম। যথারীতি অন্যান্য দিনের মতো প্রাতঃকৃত্য শেষ করে সকালের ওষুধ খেয়েছিলাম।

IMG_20240508_194859.jpg

যেহেতু, আজ আমাদের উপজেলা নির্বাচন তাই আমি সকালে কিছু খাবার খেয়ে প্রস্তুত হয়েছিলাম ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। আমি দ্রুত মায়ের থেকে বিদায় নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম। তবে অন্যদিনের মতো রাস্তায় লোকজন ছিল না। হঠাৎ একটি অটোভ্যান দেখেই দাঁড় করিয়ে আমি উঠে পড়েছিলাম।

IMG_20240508_195341.jpg

আমাদের বাড়ি থেকে নির্বাচন কেন্দ্রের দূরত্ব ১.২ কিলোমিটার। কিন্তু আজ নির্বাচনের জন্য অনেক অটোভ্যান বরাদ্দ যে কারণে পথে টাকা খরচ আর হচ্ছে না। আমি অটোভ্যান থেকে তেমাথায় নেমেই দেখলাম ভোটারদের ভীড়। সকল ভোটাররা তাদের ভোটের সিরিয়াল নাম্বার খুঁজতে ব্যাস্ত।

IMG_20240508_195832.jpg

এক ভোটার তাঁর সিরিয়াল নাম্বার না নিয়েই ভোট দিতে গিয়েছিল যে কারণে আবার ফিরে ও এসেছেন সিরিয়াল নাম্বার নেওয়ার জন্য। ভোটার সিরিয়াল নাম্বারের কাগজের অবস্থা বেহাল, সকল শীট এলোমেলো যে কারণে খুঁজে পাওয়াটা মুশকিল হয়েছিল।

IMG20240508111442.jpg

নিরূপায় হয়ে আমিও সহযোগিতা করতে বসেছিলাম। তবে এটা সম্পূর্ণ নিজের ইচ্ছে ছিল না। কারণ আমি আমার ভোটার সিরিয়াল নাম্বার মোবাইলের মাধ্যমে পূর্বেই নোট করে রেখেছিলাম যেটা এখানে বসে থাকা অনেকেই জানতো না।

আমি কয়েকজনকে apps টি পেতে সহযোগিতা করে ওদেরকে সাথে নিয়েই বসেছিলাম। যার ফলে প্রায় ত্রিশ মিনিটের মধ্যে কিছুটা ভীড় কমেছিল।কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই আমি অন্যদের কাজটি বুঝিয়ে দিয়েছিলাম।

IMG20240508111557.jpg

কিন্তু না, অনেক চেষ্টা করেও সাথে সাথে আমি ঐ স্থান ত্যাগ করতে পারলাম না। একটু দূরে যেতেই গ্রাম পুলিশ কাকু উপস্থিত হয়েছিল কয়েকটি ডিউটিরত ছবি তোলার জন্য। এই মানুষটিকে সেই শৈশব থেকেই দেখে আসছি, হয়তো বয়সের ভারে শরীরটা একটু শুকিয়েছে কিন্তু ব্যবহারটা আগের মতোই আছে। এক কথায় এই কাকু একজন ভালো মানুষ।

IMG20240508111914.jpg

আমাদের দেশে ভোট কেন্দ্র হিসেবে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেওয়া হয়। আমাদের ইউনিয়নের ৫নং এবং ৬নং ওয়ার্ডের উপজেলা ভোট কেন্দ্র কুমলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুমলাই বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। দুইটি বিদ্যালয়ের মাঝেই বিশাল গোল আকৃতির একটি খেলার মাঠ।

IMG_20240508_232711.jpg

নির্বাচন কেন্দ্রে রয়েছে প্রশাসনিক সুব্যস্থা। যে কারণে বেশ সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। তাছাড়া আমাদের গ্রামের এই ভোট কেন্দ্রে কখনোই কোনো ঝামেলা সৃষ্টি হয় না। কথায় আছে, অশিক্ষিত বন্ধুর থেকে শিক্ষিত শত্রু উত্তম।

এই কথাটা বললাম; কারণ আমাদের গ্রাম আমাদের উপজেলার একটি আদর্শ গ্রাম যেখানে শিক্ষিতের হার অনেক বেশি। এটা বললে ও ভুল হবে, শুধুমাত্র কাগজে-কলমে শিক্ষিত না বরং আমাদের দেশের বেশ কয়েকটি অধিদপ্তরের প্রধান হিসেবে বর্তমানে দায়িত্বরত তাঁদের জন্ম এই গ্রামেই। এটা সত্যিই আমাদের জন্য গর্বের বিষয়।

এ কারণেই হয়তো পাশের গ্রাম বা অন্যান্য এলাকার তুলনায় আমাদের গ্রামের পরিবেশটা শান্তিপূর্ণ। সুযোগে আমিও আমার মূল্যবান ভোটটি দিয়েছিলাম যেটা একজন নাগরিক হিসেবে আমার মৌলিক অধিকার।

IMG20240508112154.jpg
IMG20240508112410.jpg
LocationNameBD PriceSteem Price
বাংলাদেশফুচকা এক প্লেট৪০.০০৳01.37

ভোট দেওয়া শেষ করে আমি একটি ফুচকার দোকানে গিয়েছিলাম। যদিও আমি পূর্বে কখনো ফুচকা অর্ডার করে খাইনি তবে আজ খেতে ইচ্ছে করছিল। যাইহোক, এক প্লেট ফুচকা অর্ডার করেই বিপদে পড়েছিলাম। এতো গুলো ফুচকা থাকে? নির্বাচনের দিন তাই লোকজনের অভাব নেই, তাই দুই ভাইকে ডেকে নিয়ে ফুচকা খাওয়া শেষ করলাম।

Noon

IMG20240508113429.jpg

এইসব করতে করতে বারোটা বেজেছিল, তারপর সামনেই দেখলাম আমার প্রিয় বাদাম। আমি খোসা ছাড়ানো বাদাম খেতে ভীষণ পছন্দ করি। তাই বিলম্ব না করে দোকান থেকে বাদাম নিয়েছিলাম ও একটি অটোভ্যানে করে বাড়িতে ফিরে এসেছিলাম।

বাড়িতে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি চারটি পোস্ট ভেরিফিকেশন করেছিলাম। এরই মধ্যে মায়ের রান্না শেষ স্নান করার জন্য তাড়া দিচ্ছিল। আমি আরো কিছু সময় পোস্ট পরিদর্শন করতে নিজেকে ব্যস্ত রেখেছিলাম।

Afternoon

IMG20240508170414.jpg

আমি তিনটার পরে স্নান শেষ করে খাবার খেয়ে একটু বাড়ি থেকে বেরিয়েছিলাম। আজ বিকেলে আকাশে তেমন একটা মেঘ দেখা যাচ্ছিল না।

IMG_20240508_234940.jpg
LocationNameBD PriceSteem Price
বাংলাদেশচিপস২০.০০৳০.66

হাঁটতে হাঁটতে বাজারে পৌঁছেই আমি একটি পছন্দের চিপস নিয়েছিলাম। তবে চিপসের ভাগিদার অনেক বেশি। যাইহোক, ২/৩ টি চিপস আমার ভাগে ছিল। খাওয়া শেষ করেই বাড়িতে ফেরার জন্য বেরিয়েছিলাম।

IMG20240508180256.jpg

হঠাৎ আমাদের গ্রামের এক কৃতি সন্তান যিনি মাগুরা জেলার অবসর প্রাপ্ত বিচারক এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী কাকুর সাথে দেখা হয়েছিল। অনেকদিন বাদে আমাদের দেখা হলো। যদিও মাঝেমধ্যেই কুশল বিনিময় হয় কিন্তু কাকুর ব্যস্ততার জন্য দেখা হয় কদাচিৎ।

যাইহোক, সন্ধ্যা আগত তাই বিলম্ব না করেই আমি বাড়িতে ফিরে এসেছিলাম। এভাবেই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় অতিবাহিত করেছিলাম।

END

Sort:  
Loading...
 28 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি লেখা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। গতকাল আপনি ভোট দিতে গিয়েছেন সেখানে গিয়ে আপনি অন্য সিরিয়াল নাম্বার খুজে দিতে সাহায্য করেছেন আপনি আপনার ভোটার সিরিয়াল নাম্বার নোট করে রেখেছিলেন মোবাইলে। গ্রাম্য অঞ্চলে ভোটকেন্দ্র হিসেবে স্কুল প্রতিষ্ঠানগুলোই বেছে নেওয়া হয়। অনেক জায়গায় স্কুল প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র হিসেবে যারা দায়িত্ব পায় তারা অনেক ঝামেলা করে। কিন্তু আপনার ওখানে কোন ঝামেলা হয়নি শুনে ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 27 days ago 

আপনাদের ওইদিকে উপজেলা নির্বাচন চলতেছে। আপনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নির্বাচন কেন্দ্রে গিয়েছেন ভোট দেওয়ার জন্য। ভোটকেন্দ্রে অনেক লোকজন বের করবে এটা তো স্বাভাবিক একটি বিষয়।
আপনার পোষ্টের ফুচকার ছবি এবং বাদামের ছবিটা দেখে একদম লোভ লেগে গিয়েছে।।

সারাদিনের খানিক মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

TEAM 2

Congratulations! This post has been voted through steemcurator05. We support quality posts, good comments anywhere and any tags.

 Post.jpg


Curated by : @msharif

 25 days ago 

@msharif,

Thank you so much my dear honourable brother for your encouraging support 🙏

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70853.78
ETH 3811.42
USDT 1.00
SBD 3.43